বাসায় নারিকেল গাছ লাগানোর অনুভূতি

in hive-129948 •  4 days ago 


আসসালামু আলাইকুম


হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আমাদের মূলত সব রকমেরই গাছ আছে কিন্তু নারকেলের গাছ নেই। আবার বাজারে নারিকেলের দামও প্রচুর পরিমাণে এজন্য বাসায় কয়েকটা নারিকেল গাছ লাগানো হয়েছে। সে অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে।

IMG_20250223_112136.jpg


বাসায় যে কোন গাছ লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ফলের গাছ আমার কাছে ভালো লাগে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাসায় কোন একটা গাছ লাগানোর। তবে আমার হাজব্যান্ড পিঠা খেতে পছন্দ করে। আবার বাজারে নারিকেলের দামও অনেক বেশি যার কারনে আমার শশুর ঠিক করল নার্সারি থেকে কয়েকটা ভালো জাতের নারিকেলের চারা নিয়ে নিয়ে এসে বাসায় লাগানো। চারাগুলা বেশ ভাল জাত মনে হচ্ছে দেখে। হাইব্রিড গাছে তাড়াতাড়ি ফল চলে আসে কিন্তু এটা হাইব্রিড গাছ না। এই গাছে ফল আসতে অনেক সময় লেগে যাবে। তারপরও নার্সারিতে গিয়ে আমার শশুর এই গাছটা ভালো মনে করেছে তাই নিয়ে গানগুলোই নিয়েছে।

IMG_20250223_112218.jpg

IMG_20250223_112201.jpg


নারিকেলের চারাগুলো বেশ বড় সাইজের ছিল। চারটি নারিকেলের চারা নিয়েছিল। আমাদের বাসার পাশেই নার্সারি আছে। নার্সারিটা নবীনগরে অবস্থিত। নবীনগরের এ নার্সারি টা বেশ ভালই বড়। অনেক ধরনের গাছ আছে সেখানে। আমি সেখানে গিয়েছি কিছুদিন আগে তবে গিয়ে কোন গাছ নেই নাই এমনিতেই ঘুরে চলে এসেছি। তবে আমার শ্বশুর গিয়ে চারটি নারিকেলের চারা নিয়ে এসেছে। চারা গুলো নিয়ে আসার পর আমাদের উঠানে সুন্দর করে লাগিয়ে দেয়। চারটে নারিকেলের চারা উঠাতে চারিদিকে লাগিয়ে দেয়। বাসায় সব ধরনের কাজ থাকলেও ভালো লাগে। যেকোনো গাছ থাকলে আর কি ছায়া পাওয়া যায়। রোদের মধ্যে থাকতে ভালো লাগে না। আমার মাঝে মাঝে রোদের ও দরকার হয়। তাই সব মিলিয়ে উঠানের চারপাশে সুন্দর করে নারিকেলের চারাগুলো লাগিয়ে দেয়।

IMG_20250223_112038.jpg


চারা গুলো সুন্দর করে মাটি খুঁড়ে তার মধ্যে গোবরের সার দিয়ে লাগিয়ে দেয়। গোবরের সার দিয়ে কোন গাছ লাগালে সেই গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আবার তাড়াতাড়ি বেড়ে ওঠে। সেজন্য আমার শশুর অনেকগুলো গোবরের সার দিয়ে গাছ সুন্দর করে লাগিয়ে দেই। গাছ লাগানোর শেষ হলে গাছে পানি দিয়ে দেয়। আবার আমিও মাঝে মাঝে গাছে পানি দিই। সব গাছেই বিকেল বেলা পানি দিলে গাছ ভালো থাকে। দুপুরের পানি দিলে গাছ মারা যায় সেজন্য বিকেল বেলা কাছে পানি দেওয়া হয়। একদিন পরপর গাছে পানি দিয়ে দিই।

IMG_20250223_112117.jpg


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50-13mp
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের টাস্ক সম্পূর্ণ
Screenshot_20250227-225336~2.png

Screenshot_20250227-225022~2.png

🎉 @sumiya23 - wonderful article as always! 💪 🌈

image

Hey friend! 🎉 Come check out your awesome post on my shiny new front-end! It's still a work in progress but I'd love to hear what you think! View your post here

গাছের সাথে আমাদের বরাবরই সম্পর্ক ভালো রাখা উচিত। কেননা বৃক্ষরোপণ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনার হাসবেন্ড পিঠা খেতে ভালোবাসে তাই নারিকেলের গাছ লাগানোর সিদ্ধান্তটি দারুন ছিলো। আপনার শ্বশুর তাহলে ভালই সিদ্ধান্ত নিয়েছিলো নারিকেল গাছ লাগিয়ে। আপনার বাসায় নারিকেল গাছ লাগানোর অনুভূতি পড়ে ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।