হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পরের মেয়ে নাটকের ১২৬ পর্বের মধ্য থেকে ০২ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | পরের মেয়ে |
---|---|
রচনা | সৈয়দ জিয়া উদ্দিন |
পরিচালক | হাবিব শাকিল |
অভিনয়ে | দিলারা জামান,সাদিয়া জাহান প্রভা, ইন্তেখাব দিনার,আরিয়া আরিদ্রা,হিন্দোলা রয়,আশরাফুল আশীষ,গোলাম কিবরিয়া তানভীর মুনতাহিনা চৌধুরী টয়া,নাসির উদ্দিন খান,সৈয়দ জামাল শাওন,সুমা ফৈরদৌসআল-মামুন,হৃদয় রাজ, মিহি আহসানং |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | ড্রামা |
পর্বের সংখ্যা | ১২৬ |
রিভিউ | ০২তম পর্ব |
দৈর্ঘ্য | ২১ মিনিট |
প্ল্যাটফর্ম | youtube@NTV natok চ্যানেল |
চরিত্রেঃ
- মিতুল
- নাজিফা
- রাবেয়া
- অথৈ
এখানে দেখতে পাচ্ছেন নাজিফা নামের মেয়েটি ঘুম থেকে উঠে সে সংসারে সমস্ত কাজকর্ম করতেছে। রান্না থেকে শুরু করে তার শাশুড়ি সেবা যত্ন এবং তার মেয়ের স্কুলে পাঠানো সব রকম কাজ সে করে অফিস করে। নাজিফা এবং তার মেয়ে দুজন একসাথে বাসা থেকে বের হয়। তার মেয়েকে স্কুলের সামনে নামিয়ে দেয় এবং সে অফিসে চলে যায়।
নাজিফা রান্না শেষ করে টেবিলের সুন্দর করে তার শাশুড়ি এবং তার মেয়েকে খেতে দেয়। তার মেয়ে এবং শাশুড়ি সুন্দর করে গল্প করছিল। যে বিয়ের জন্য ঘটক এসেছিল সেটা তার মেয়ে দেখেছিল। সে কথা তার দাদি মেয়েকে বলছে এই কথা যেন তোমার মাকে বলবে না। তারা দুজন এই সমস্ত কথা নিয়ে আলোচনা করছিল। তারপর নাজিফা চলে আসলো এসে দেখে ওর মেয়ে খাইনি কিছু। তো ওর মেয়ে বলল প্রতিদিন তিন বেলা ভাত খেতে ভালো লাগে না।সকালে তো পরোটা তৈরি করতে পারো। এটা নিয়ে নাজিফা মন খারাপ করলো। কারন নাজিফা অল্প বেতনের চাকরি করে তাই সে ভালোমতো খেতে দিতে পারে না।
তারপর তারা বাসা থেকে বের হয়ে রিক্সাতে যাচ্ছিল। নাজিফার মেয়ের স্কুলের সামনে এসে তাকে নামিয়ে দেয়। তারপর নাজিফা তার অফিসের দিকে রওনা দেয়। একটু যেতে পিছন ফিরে দেখে তার মেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছো। এটা দেখে সে ভীষণ কষ্ট পাই। কারণ তার অফিসে যেতে লেট হয়ে গেছে তার উপর মেয়ে মন খারাপ। এজন্য সে অনেক বেশি কষ্ট পায় আর তার মেয়ের কারণে সে আরো বেশি কষ্ট পায়।
তার মেয়ের কষ্ট দেখে রিক্সা থেকে নেমে গিয়ে দৌড়ে গিয়ে। তার মেয়েকে আদর করে এবং বলে মা আমার ভুল হয়ে গেছে পরবর্তীতে এমন হবে না। এ সমস্ত কথা বলে তার মেয়েকে সান্ত্বনা দেয়।
নাজিফা কে তার বস কল দিয়ে বলেন অফিসের বিল নিয়ে আসার কথা। নাজিফা শুরুতে রাজি হচ্ছিল না। কারণ আজকের অফিসের গাড়ি বের হবে না তাই সে কিভাবে যাবে এটা নিয়ে সে চিন্তিত ছিল। তারপরও তার বস তাকে বলল বাহিরে গিয়ে কোন একটা সিএনজিতে করে যেতে। তারপর সে বাহিরে গিয়ে সিএনজির জন্য দাঁড়িয়েছিল।এই মুহূর্তে তার বাবা-মা যাচ্ছিল এবং গাড়ির মধ্যে থেকে তার বাবা-মা তাকে দেখে ফেলে। তার মা নাজিফা কে ডাকতে গিয়েছিল কিন্তু তার বাবা না করে দিল।
পরের মেয়ে নাটকটির দ্বিতীয় পর্বে নাজিফার চরিত্রটি বেশি ফুটে উঠেছে। কারণ সে কষ্ট করে বাসার কাজকর্ম শেষ করে। অফিসের কাজকর্ম করে আবার মাঝে মাঝে অফিসের দেরি হয়ে যায় সেজন্য বসের কাছে কথা শুনে। আসলে মেয়েদের জীবনটা এরকমই। তবুও তার শাশুড়ি নাজিফার প্রতি যত্নশীলতা দেখে আমার অনেক ভালো লেগেছে। আশা করি পরবর্তী পর্বগুলো ভালো হবে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
পরের মেয়ে নাটকটার দ্বিতীয় তম পর্বের রিভিউ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই পর্বটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকটা যদিও আমার দেখা হয়নি, তবে আমি তো ভাবতেছি নাটকটা দেখবো। কারণ আমার কাছে রিভিউটা অনেক ভালো লেগেছে। নাজিফা দেখছি অনেক চাপের মধ্যেই আছে। ঘরে বাহিরে সব কাজ একা হাতেই সামলাচ্ছে সে। ঘরের সকল কাজ শেষ করে আবার অফিসে যায়। দিনরাত অনেক পরিশ্রম করে সে। দেখা যাক পরবর্তীতে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী আপু নাটক কি আমারও অনেক ভালো লেগেছে। যদিও নাজিফা অনেক পরিশ্রম করে। তারপরও তার শাশুড়ি ও বৌমার প্রতি ভালোবাসা দেখে আমার নাটকটি বেশি ভালো
লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit