||জেনারেল রাইটিং||অলসতার পরিণাম||

in hive-129948 •  2 days ago 


আসসালামু আলাইকুম

হাই
বন্ধুরা!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি ।


the-cat-2445486_1280.jpg

Image source


আলোচনার বিষয়:
অলসতার পরিণাম


অলস জীবন যাপন করে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না। কাজেই জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদের অধিক পরিশ্রম করতে হবে। যদি আমরা পরিশ্রম না করি তাহলে আমাদের শেষ পরিণাম কি হবে সেটা না হলে আমরা কখনো বুঝতে পারব না। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে অলসতার কারণে অনেক ভালো কিছু হারিয়ে ফেলেছি। যেমন ধরেন একটা কাজ অলসতার জন্য ফেলে রেখেছি কাজটা করতেছি না যদি আমরা সেই কাজটা করে বসে থাকি সেক্ষেত্রে আমাদের মনে একটা স্বস্তি থাকবে এবং জীবনও সহজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা অলসতা হয়ে পড়ে থাকি সেক্ষেত্রে আমরা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারব না। আমাদের উচিত জীবনের সফলতা অর্জন করতে হলে অধিক পরিশ্রম করা তাহলে আমরা সাফল্য অর্জন করতে পারব। কেউ কখনো বসে থেকে বা পরিশ্রম ছাড়া সফল হতে পারেনা। যে যেমন মানুষ তা সেরকম পরিশ্রম করা উচিত সুষ্ঠু মানুষের উচিত অধিক পরিশ্রম করা। একজন সুস্থ মানুষ যদি পরিশ্রম না করে সারাদিন রাত শুয়ে থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি আরো অসুস্থ হয়ে যাবে। এটা বুঝতে পারলাম পরিশ্রম করলেই শুধু কষ্ট হয় না জীবনে ও সফল ও হওয়া যায় আবার শরীরও সুস্থ থাকে। আবার পরিশ্রম করলে মনও ভালো থাকে। আমরা যত বেশি পরিশ্রম করব তত বেশি ভালো থাকতে পারবো। অলসতার শেষ পরিণাম আসলে অনেক বেশি কষ্টকর। যেমন ধরেন আজকে আমার অনেক টাকা পয়সা আছে সেগুলো শুধু ভোগ করছি কিন্তু কোন পরিশ্রম করছি না। তাহলে কিন্তু আমাদের এই টাকা পয়সা শেষ হতে সময় লাগবে না তাই বেশি বেশি আমাদের উচিত পরিশ্রম করা। অলস জীবন কখনো কারো জীবনের সুখ নিয়ে আসতে পারে না। অলসতা একটি খুবই খারাপ দিক।

যে ব্যক্তি যত পরিশ্রমই সেই প্রকৃতপক্ষে সাফল্য অর্জন করে। অলস জীবন যাপন করেন মানুষ কয়েকটা দিন ভালো থাকতে পারবে।কিন্তু অলস জীবনযাপন করে কেউই কখনো চিরদিন ভালো থাকতে পারবে না। তাই আমাদের উচিত বেশি বেশি পরিশ্রম করা। একজন অসুস্থ ব্যক্তি পরিশ্রম করতে পারবে না কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি ততক্ষণ চেষ্টা চালিয়ে যাব। আমরা যদি কোন একটি কাজ যদি আমরা না পারি অলসতার মত দিন কাটিয়ে দিই তাহলে কাজটি কখনো শিখতেও পারবো না আবার সফলও হতে পারব না। আমাদের জীবনে সঠিক লক্ষে পৌঁছাতে হলে অলস জীবনযাপন ত্যাগ করতে হবে তবেই আমরা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। অলস জীবন যাপন করে কখনোই জীবনের সঠিক প্রান্তে পৌঁছানো যায় না।

পরিশ্রমই মানুষই সমাজে মূল্য পাই। যে ব্যক্তি যত পরিশ্রম করবে তাকে তত সবাই মূল্যায়ন করবে। কিন্তু কেউ যদি অলস হয়ে বসে থাকে সে ক্ষেত্রে তাকে কেউ মূল্যায়ন করে না। সবচেয়ে বড় কথা জীবনে সাফল্য অর্জন করতে চাইলে সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো কেউ সাফল্য অর্জন করতে পারে না। একজন মানুষ যত বেশি পরিশ্রম করবে সে ভবিষ্যতে তত ফল পাবে। কিন্তু কেউ যদি পরিশ্রম করার বয়সে পরিশ্রম না করে অলস জীবন যাপন করে তাহলে তো তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমাদের সমাজে অধিকাংশই মানুষ দেখা যায় অলস জীবন যাপন করে কেউ সঠিক পরিমাণে পরিশ্রম করে না। কিন্তু আমাদের উচিত অধিক পরিশ্রম করা তবে জীবনে সফল হতে পারব।

পোস্ট বিবরণ


বিষয়অলসতার পরিণাম
লোকেশনঢাকা সাভার
ব্লগার@sumiya23
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।



received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার আজকের টাস্ক

Screenshot_20250223-222233~2.png

Screenshot_20250223-222233.png

পরিশ্রমই সাফল্য অর্জনের মূল চাবিকাঠি, এবং লেখায় তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। অলস জীবন কখনো স্থায়ী সুখ বয়ে আনে না, এবং সবাইকে পরিশ্রমী হতে হবে। খুবই ভাল লিখেছেন আপু।

জ্বী ভাইয়া অলস জীবনযাপন সাময়িক সুখ এনে দিতে পারে কিন্তু চিরদিন কখনো কেউ সুখে থাকতে পারে না।

🤖 upvoting your amazing post @sumiya23! 🎯

image

Hey friend! 🎉 Come check out your awesome post on my shiny new front-end! It's still a work in progress but I'd love to hear what you think! View your post here

অনেক সুন্দর একটি চ্যানেল রাইটিং পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু পড়ে খুব ভালো লাগলো। অলসতার পরিণাম খুবই খারাপ হয়ে থাকে। আর এটা সত্যি বলেছেন যে ব্যক্তি যত পরিশ্রম সেই ব্যক্তি তত বেশি সফল। অলস মানুষকে কেউ সম্মান দেয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।