হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পরের মেয়ে নাটকের ১১৫ পর্বের মধ্য থেকে ০১ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | ধনী গরিবের লড়াই |
---|---|
রচনা | সোলায়মান |
পরিচালক | ঈগল টিম |
অভিনয়ে | ইফতেখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সহেলী কাকন, লিপু মামা, রিজভীনা মৌসুমী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | ড্রামা |
পর্বের সংখ্যা | ১১৫ |
রিভিউ | ০১তম পর্ব |
দৈর্ঘ্য | ২৬ মিনিট |
প্ল্যাটফর্ম | youtube@Eagle drama series officia চ্যানেল |
চরিত্রেঃ
- রিমা
- সোহাগ
- সূরোজ
এখানে মোড়লসহ এলাকার সকল লোক সমন্বয় হয়ে মাস্টারমশাই কিছু কথা বলছে। কথাগুলো হল বড় ভালো কাজ ১০০০ টাকা পুরস্কার, মিডিয়াম ভালো কাজ ৫০০ টাকা পুরস্কার এবং ছোট ভালো কাজ 100 টাকা পুরস্কার। সেই সাথে মোড়ল মশাই মাস্টার মশাকে আরেকটি আদেশ করল তা হল-বড় ভুল এক হাজার টাকা জরিমানা মিডিয়াম ভুল ৫০০ টাকা জরিমানা এবং ছোট ভুল 100 টাকা জরিমানা। এখানে মাস্টারমশায়ের কথা বলতে একটু ভুল হয়ে যায় এজন্য মাস্টার মশাই এর ও জরিমানা করে দেয়।
মোড়ল বাড়ির মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকায় না। তাই মোড়ল বাড়ির রিমা নামের মেয়ে কলেজে যাচ্ছিল তার সাথে পাহারাদার ছিল তাদের বাসা। পাহারা রাস্তার ছেলেদের বলে মোড়লের মেয়ে আইতাছে। তারপর ছেলেগুলো চোখগুলো নিচে নামিয়ে নিল। আর মোড়লের মেয়ে সামনে দিয়ে চলে গেল কেউই চোখ তুলে তাকানোর সাহস পায় না।
কলেজ শেষ করে রিমা বাসায় যাচ্ছিল এবং পাহারাদারকে বলছে যে বাসায় গিয়ে আপনি এগুলা কিছু বলবেন না। তাই সামনে তার ভাই এবং ছোট চাচা দাঁড়িয়ে ছিল। অনিমার চাচাতো ভাই ও দাঁড়িয়ে ছিল তারা সবাই জিজ্ঞেস করছিল তোর মুখ শুকনা কেন কিছু হয়েছে? কিন্তু রিমা কোন কিছু বলতে ছিল। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর বলল কিছু হয় নাই তোমরা টেনশন কইরো না। একই সাথে সোহাগের বোন আছে। সোহাগের বোন দৌড়ে তার মার কাছে এসে বলল মা ভাইয়া কি করেছে জানো তো এই সমস্ত কথা বলে সোহেলের মা বাবা সবাই কান্নাকাটি শুরু করে।
মোড়ল বাড়ির কাজের মেয়ের দিকেও একটা ছেলে তাকিয়ে ছিল তাকেও ছাড় দেয়নি। তাকে ধরে অনেক মারধর করছে। নানান ভাবে শাস্তি দিচ্ছে। দ্বিতীয় দিন আবার রিমাকে সেই ছেলেটি ডিস্টার্ব করে এবং সে কলেজ থেকে চলে আসে আসার পর পাহারাদার মোড়লদের বলে দেয়। বলে ছেলেটিকে আমরা চিনি না। রিমার বাবা বলে এলাকার যত যুবক ছেলে আছে সবাইকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পর সবাইকে মারধর করছে আর বলছে তোরা কি মোড়ল বাড়ির মেয়েকে বিয়ে করতে চাইছস। তারা সবাই অস্বীকার করে বলে যে আমরা কিছু বলি নাই মোড়ল বাড়ির মেয়েকে। ছেলেগুলোর কথায় বিশ্বাস করছিল না মোড়ল পরিবার।রিমার ভাই আবার সুরোজ রিমাকে নিয়ে আসে বলে এই ছেলেগুলা কিনা তুই ভালো করে একটু দেখ। রিমা সবাইকে দেখার পর বলে না ভাইয়া এদের মধ্যে কেউ নেই। তারপর রিমাকে বাড়ির মধ্যে চলে যেতে বলে এবং ছেলেগুলাকে ছেড়ে দেয়।
অন্যদিকে রিমা রাতের বেলায় আগে স্বপ্নে দেখছিল সোহাগকে। একবার স্বপ্নে দেখার পর তার ঘুম ভেঙ্গে যায় পড়ে আবার ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর সোহাগ সত্যি সত্যি রিমার বাসায় চলে আসেকিন্তু তা বাস্তবে সোহাগ যে তার রুমে এভাবে চলে আসবে সে কখনো ভাবতে পারে নাই।
মূলত এই নাটকটিতে মোড়ল পরিবারের মেয়েদের দিকে কেউ তাকাতে পারে না। যদি কোন ছেলে মোড়ল পরিবারের কোন মেয়ের দিকে তাকায় তাহলে তার শাস্তি দেয়। এমনকি তাদের পরিবারের কাজের মেয়ের কেউ কেউ তাকাতে পারে না। আবার কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার করে। একই সাথে কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাকে জরিমানা দিতে হয়। এরকম গ্রাম্য টাইপের নাটক আমার কাছে খুবই ভালো লাগে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
আজকের টাস্ক প্রুফ,,,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি আমিও আজকে দেখেছি। আমার কাছে ভালো লেগেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি নাটকের পর্বগুলো আমি দেখব, আপনার রিভিউ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া নাটকটি আসলে অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। নাটকের এই পর্বটাও অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে মাঝে মাঝে অনেক ভালো লাগে। তবে আপনি একটা কথা ঠিক বলছেন শিক্ষানীয় নাটক দেখলে নাটকের মধ্যে থেকেই কিছু শেখা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে অতি চমৎকার একটি নাটকের করে দেখিয়েছেন। এ নাটকটা বেশি জনপ্রিয় এবং অনেকেই রিভিউ করে থাকেন। এ নাটকের মধ্যে অন্যরকম ভালোলাগা রয়েছে। তাই আমার কাছে অনেক ভালো লাগে এই নাটকটা। সময় করে নাটকের সমস্ত পর্ব গুলো দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে চেষ্টা করব প্রতিটা পর্বের রিভিউ শেয়ার করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে খুবই সুন্দর করে নাটকটার প্রথম পর্ব সবার মাঝে শেয়ার করেছেন। এই নাটকটা কিন্তু সত্যি খুবই সুন্দর। নাটকের প্রতিটা পর্ব আমার দেখা হয়েছে। যদি আপনি খুব সুন্দর করে সবগুলো পর্বের রিভিউ শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম সবগুলো পর্বের রিভিউ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চেষ্টা করব প্রতিটা পর্বের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit