এবিবি স্কুল লেভেল ০২ হতে আমার অর্জন - By @sumiya23

in hive-129948 •  4 months ago  (edited)


আসসালামু আলাইকুম

হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল টু এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষা মূলক পোস্ট। লেভেল টু এর প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেত চেষ্টা করব লেভেল টু এর এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।

IMG_20240830_222240.jpg


১। প্রশ্নঃ Posting key এর কাজ কি ?

উত্তরঃ পোস্টিং কী নাম থেকে এর কাজ সম্পর্কে সহজেই অনুধাবন করা যাচ্ছে। পোস্টিং কী এর সাহায্যে আমরা পোস্ট সংক্রান্ত কার্যকলাপ করে থাকতে পারি। মূলত অ্যাকাউন্ট লগইন করার সময় ইউজার নেম এর সাথে পোস্টিং কি দিয়ে লগইন করলে নিম্নরূপ কার্যকলাপ করতে পারি।
  • কোন কনটেন্ট পোস্ট করা
  • কমেন্ট করা
  • আভোট ডাউনভোট রিস্টিম ইত্যাদি করা
  • অন্য একাউন্ট ফলো করা অথবা মিউট করা

২। প্রশ্নঃActive key এর কাজ কি?

উত্তরঃ একটিভ কী এর সাহায্যে আমরা সাধারণত আর্থিক লেনদেন সম্পাদন করে থাকতে পারি। মূলত অ্যাকাউন্ট লগইন করার সময় ইউজারনেমের সাথে একটিভ কী দিয়ে লগইন করলে নিম্নরূপ কার্যকলাপ করতে পারব।
  • নিজের ওয়ালেট থেকে লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফার করা।
  • স্টিম পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করা
  • ডেলিগেশন কাজ করা অর্থাৎ কাউকে ডেলিগেট করা।
  • ডেলিগেশন এমাউন্ট কমানো বা বাড়ানো
  • এছাড়া উইটনেস ভোট দিতে পারে
  • প্রোফাইলের কোন তথ্য আপডেট করতে পারে
  • নতুন ইউজার তৈরি করতে পারে

৩। প্রশ্নঃ Owner key এর কাজ কি?

উত্তরঃআমরা জানি উনার শব্দ অর্থ মালিকানা বা মালিক। অতএব উনার কী হচ্ছে মালিকানা সম্পর্কিত কী। এই কী টি খুবই গুরুত্বপূর্ণ একটি কী। উনার কী যার নিকট থাকবে সে একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে।

উনার কী এর কাজ-

  • নিজেদের একাউন্ট রিকভার করতে পারি।
  • উনার কী এর মাধ্যমে একটিভ কী এবং পোস্টিং কী রিসেট করতে পারে।
  • ভোট দেওয়ার অধিকার প্রত্যাখ্যান করতে পারে।

৪। প্রশ্নঃ Memo key এর কাজ কি ?

উত্তরঃ মেমো কী মূলত ব্যবহার করা হয় কোন মেসেজকে সাংকেতিক আকারে পরিবর্তন করে অন্য কারোর কাছে পাঠাতে চাইলে বা অন্য কারোর সাংকেতিক পাঠানো মেসেজ দেখতে চাইলে মেমো কী ব্যবহার করা হয়। লগইনের সময় আইডির সাথে মেমো কী দিয়ে লগইন করলে নিম্নরূপ কাজ করা যাবে।

১. এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে চাইলে মেমো কি প্রয়োজন হবে।
২. কারো পাঠানো এনক্রিপ্ট করা মেসেজ দেখতে চাইলেও মেমকী এর প্রয়োজন হবে।

৫।প্রশ্নঃMaster password এর কাজ কি ?

উত্তরঃমাস্টার পাসওয়ার্ড কে মূলত সেনসিটিভ কী বলা হয়ে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কী। মাস্টার পাসওয়ার্ডটি জেনারেট হয় মূলত একাউন্ট খোলার সময় এবং মাস্টার পাসওয়ার্ডের ওপর ভিত্তি করে অন্যান্য সকল কী তৈরি হয়ে থাকে। মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগইন করে একাউন্টের সকল কাজ সম্পাদন করা যাবে। এছাড়া কোন সময় অ্যাকাউন্ট হ্যাক হলে মাস্টার কীয়ের মাধ্যমে একাউন্ট রিকভার করা যাবে। সুতরাং মাস্টার পাসওয়ার্ড কে খুবই গুরুত্ব সহকারে সংরক্ষণ করে রাখতে হবে।

৬।প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃমাস্টার পাসওয়ার্ড সংরক্ষণের প্লান নিম্নে দেওয়া হল:
  • মাস্টার পাসওয়ার্ড প্রিন্ট করে আমার শিক্ষা জীবনের সার্টিফিকেটের সাথে একই ফাইলে রেখে দিব।
  • আমার গুগল একাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন থাকায় আমি পাসওয়ার্ড এর পিডিএফ ফাইলটি আমার গুগল ড্রাইভে সংরক্ষণ করব।
  • এছাড়া pdf সম্মেলিত ফাইলটি আমি আমার ডেস্কটপের হার ড্রাইভ রেখে দিব।

৭। প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ পাওয়ার আপ বলতে আমরা বুঝি লিকুইড স্টিম কে স্টিম পাওয়ারে কনভার্ট করা। এছাড়া স্টিমিট আইডির শক্তি বৃদ্ধি করতে চাইলে পাওয়ার আপ করা অনেক গুরুত্বপূর্ণ । এছাড়াও স্টিমিটে দীর্ঘমেয়াদী কাজের পরিকল্পনা থাকলে পাওয়ার আপ করা জরুরী হয়ে পরে। নিজেদের স্টিম একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ করে থাকি। কেননা আমাদের যে ওয়ালেটে স্টিম পাওয়ার যত বেশি থাকবে আমরা ভালো পোস্টে ভোট দিয়ে বেশি পরিমাণে কিউরেশন রিওয়ার্ড পাব। এছাড়া পাওয়ার আপের ফলে স্টিমগুলো সুরক্ষিত থাকে। কেননা কেউ অ্যাকাউন্ট হ্যাক করে স্টিম পাওয়ার উত্তোলন করতে চাইলে তাকে পাওয়ার ডাউন দিতে হবে যা কমপক্ষে এক মাস সময় ধরে স্টিম পাওয়ার কমতে থাকবে এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং একাউন্টটি সাথে সাথেই রিকভার করে নিতে পারব।

৮। প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃপাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে নিম্নে দেওয়া হল:
  • স্টিম একাউন্টে এক্টিভ কি দিয়ে লগইন করতে হবে।
  • এরপর ওয়ালেট বাটনে প্রেস করতে হবে এবং সেখানে স্টিম ব্যালেন্স এর পাশে একটি ড্রপ ডাউন মেনু আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পপ আপ ওপেন হবে ওখানে পাওয়ার অপ লেখা থাকবে সেখানে প্রেস করতে হবে।
  • পাওয়ার আপে প্রেস করলে একটি নতুন ট্যাব ওপেন হবে এখানে ইউজারনেমের ঘরে নিজের স্টিম একাউন্টের আইডি লেখা থাকবে এবং এমাউন্টের ঘর ফাঁকা থাকবে এতে যত স্টিম পাওয়ার আপ করতে হবে সেই পরিমাণটা লিখতে হবে উদাহরণস্বরূপ যদি ১০০ স্টিম পাওয়ার আপ করতে চাই সে ক্ষেত্রে এমাউন্টের ঘরে ১০০ লিখবো এবং পাওয়ার আপ বাটন এ প্রেস করলে কনফার্ম হওয়ার জন্য আরও একটি ট্যাব ওপেন হবে এরপর ওকে বাটন প্রেস করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

৯। প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০। প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তরঃ মেমো ফিল্ডের কাজ: মেমোফিল্ড ব্যবহার করা হয় মূলত মেসেজের মাধ্যমে কাউকে গিফট প্রদান করতে চাইলে মেমো ফিল্ড ব্যবহার করে থাকি। লিকুইড স্টিম বা এসবিডি ট্রান্সফারের কাজে মেমো ফিল্ডে মেমো লিখে এই সকল লিকুইড স্টিম বা এসবিডিতে চাই তা পাঠাতে পারবো।

১১। প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২। প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ আমি @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছি কিছুদিন পর যদি আরো একশত এসপি ডেলিগেশন করতে চাই তাহলে অ্যামাউন্ট এর জায়গায় 200 এস.পি কেটে দিয়ে ৩০০ এস.পি লিখব তাহলে ৩০০ স্টিম ডেলিগেশন হয়ে যাবে।

পরিশেষে একটি কথাই বলতে চাই, লেভেল টু এর লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল টু এর পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরীজীবী।আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো পরীক্ষা দিয়েছেন। আশা করছি এগুলি মনে রাখবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।