হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পরের মেয়ে নাটকের ১২৬ পর্বের মধ্য থেকে ০১ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | পরের মেয়ে |
---|---|
রচনা | সৈয়দ জিয়া উদ্দিন |
পরিচালক | হাবিব শাকিল |
অভিনয়ে | দিলারা জামান,সাদিয়া জাহান প্রভা, ইন্তেখাব দিনার,আরিয়া আরিদ্রা,হিন্দোলা রয়,আশরাফুল আশীষ,গোলাম কিবরিয়া তানভীর মুনতাহিনা চৌধুরী টয়া,নাসির উদ্দিন খান,সৈয়দ জামাল শাওন,সুমা ফৈরদৌসআল-মামুন,হৃদয় রাজ, মিহি আহসানং |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | ড্রামা |
পর্বের সংখ্যা | ১২৬ |
রিভিউ | ০২তম পর্ব |
দৈর্ঘ্য | ১৯ মিনিট |
প্ল্যাটফর্ম | youtube@NTV natok চ্যানেল |
চরিত্রেঃ
- মিতুল
- নাজিফা
- রাবেয়া
- অথৈ
এই নাটকে নায়িকা সাদিয়া জাহান প্রভা তার নাম থাকে নাজিফা। প্রথমে দেখা যায় সে অফিস টাইমে কল্পনা করতে ছিল
তার মৃত হাসবেন্ড মিতুল বাইকে করে আসতেছিল এবং মিতুল বলতে ছিল গাড়িতে সার্ভিস দিবে।সেই সাথে তারা একটু গল্প করতে ছিল। তারপর নাজিফা মিতুলের বাইকে উঠে সার্ভিস নেওয়ার জন্য এবং তার বাইক না চলার কারণে সে নেমে পড়ে বাইক থেকে। তারপরে নাজিফা কে একজন লোক কল করে।
তারপর নাজিফার শাশুড়ি বিজ্ঞাপন দেয়। তার বিয়ের জন্য আর সেই বিজ্ঞাপন দেখে একটি ঘটক আছে। নাজিফার বিয়ের কথা বলার জন্য এবং তারা নাজিফার বিয়ের জন্য সব রকম কথাবার্তা বলে
নাজিফা শাশুড়ি ঘটক কে তার একটি ছবি দেখায়। তখন ঘটক বলে তার বয়স কত এবং তার শাশুড়ি বলে ২৮ বছর। কিন্তু ঘটক বলে তারে দেইখা কিন্তু মনে হয় না যে তার ২৮ বছর হবে।
পরে ঘটক নাজিফার শাশুড়িকে জিজ্ঞেস করে যে কেন তার এতদিন বিয়ে হয় নাই ।দেখতে অনেক সুন্দর তারপরও কেন তারা এতদিন বিয়ে হয় নাই। তারপর নাজিফার শাশুড়ি তাকে বলে। যখন নাজিফা ছাত্রী অবস্থায় ছিল তখন তার বাবা মাকে না বলে সে বিয়ে করে আমার ছেলের সাথে এবং তার বাবা তাকে ত্যাজ্য করেন পরে সে তার শাশুড়ির সাথে থাকেন তার একটা মেয়েও আছে এবং কিছুদিন পর মিতুল খুন হয়।
পরে তারা কথা বলতে বলতে নাজিফার মেয়ে স্কুল থেকে বাসাতে ফিরে।আর নাজিফার শাশুড়ি ঘটক কে বলে আপনি একটু পরে আসবেন নাজিফার মেয়ের সামনে এ সমস্ত কথা বলা যাবে না ও সবাইকে বলে দেবে তখন বড় একটা ঝামেলা হবে তারপর ঘটক চলে যাই।
নাটকটিতে দেখানো হয়েছে নাজিফা নামের একজন বিধবা মেয়ের জীবন কাহিনী। এই নাটকটিতে প্রথম পর্বে দেখা যাচ্ছে নাজিফা চরিত্রটি প্রধান চরিত্র হিসেবে ফুটে উঠেছে। নাজিফা তার স্বামীকে ভালবাসে স্বামী মারা যাওয়ার পর সে এখনো বিধবা হয়ে আছে সে বিয়ে করে নাই। নাজিফা ও তার শাশুড়ি মধ্যকার সম্পর্ক একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা ফুটে উঠেছে। আমার নাটকটি দেখে আমার ভালো লেগেছে বিশেষ করে শাশুড়ির তার বৌমার প্রতি ভালোবাসা ও যত্নশীলতা দেখে। শাশুড়ি তার বৌমাকে তার নিজের মেয়ের মতোই দেখে। আশা করি পরবর্তী পর্বগুলো আরো সুন্দর হবে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
নাটক টা খুবই নতুন লাগলো এই নাটকের কোনো ক্লিপ দেখা হয়নি।আপনার রিভিউ পরে বুঝলাম দারুন একটি নাটক।সময় পেলে দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটু মন্তব্য দেওয়ার। জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ নাটক টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি পূর্বে কোনদিন এই নাটকটা দেখিনি। তবে এখন আর রিভিউ দেখে আজ থেকে কিছুটা দেখার সুযোগ হলো। চেষ্টা করব পরবর্তীতে সম্পন্ন দেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লেগেছে আপু আপনার মন্তব্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরের মেয়ে নাটকটার প্রথম পর্বের রিভিউ পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকের রিভিউ পড়লে নাটক আর দেখাই লাগেনা। কারণ রিভিউর মাধ্যমেই পুরো কাহিনীটা জেনে নেওয়া যায়। বৌমা এবং শাশুড়ি দুইজনের সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্মান এগুলো দেখে খুব ভালো লেগেছে। আসলে আমি মনে করি প্রত্যেকটা শাশুড়ি এবং বৌমার মধ্যে এরকম সম্পর্ক থাকা উচিত। প্রত্যেকটা বৌমাকে নিজের মেয়ের মতো দেখা উচিত শাশুড়িদের কে। আর বৌমাদেরও উচিত শাশুড়িকে মায়ের মত দেখা। দেখা যাক এখন পরবর্তী পর্বে কি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।সুন্দর একটি মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি নাটক দেখতে যেমন পছন্দ করি, তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও ভালোবাসি। আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়েছি আপনার পোষ্টের মাধ্যমে। এই নাটকটার প্রথম পর্ব অনেক সুন্দর হয়েছে। নাটকটির প্রথম পর্বের কাহিনীটা আমার অনেক ভালো লেগেছে। শাশুড়ি এবং বৌমার একে অপরের প্রতি এত সুন্দর ভালোবাসা এবং শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। নাটকটা সত্যি খুব সুন্দর। আমি যদি সময় পাই তাহলে দেখবো। আর এই নাটকের দ্বিতীয় পর্বের রিভিউ পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।সুন্দর একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit