১। প্রশ্ন: কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ? উত্তর: কোন অপ্রয়োজনীয় জিনিস একজন ব্যক্তির কাছে বারবার দিয়ে বিরক্ত করাটাই স্প্যামিং। অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস বারবার দিয়ে বিরক্ত করাটাই স্প্যামিং। যেমন: কোন একজন ব্যক্তির মোবাইলে বারবার একই মেসেজ দিয়ে বিরক্ত করা স্প্যামিং বলে গণ্য হবে। আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে আমাদের মোবাইলে এসএমএস আসতে থাকে, যা আমাদের প্রয়োজন হয় না, তারপরের শুধু আসতেই থাকে এগুলো স্পামিং। মেসেজগুলোতে আমরা বিরক্ত বোধ করি, এই বিরক্ত করাটাই স্প্যামিং। ২। প্রশ্ন: ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন? উত্তর: আমরা জানি কপিরাইট বলতে বোঝায় একটি আইন। কোন ব্যক্তি বিশেষের intellectual property রক্ষা করার জন্য যে আইন পাস করা হয়েছে। আমরা কোন পোস্ট তৈরি করার সময় অনেক ক্ষেত্রে অন্যের দ্বারা লিখিত বা ব্যবহৃত ফটো, কোন আর্টিকেল বা কোন ফটো বা কোন ঘটনা নেওয়ার চেষ্টা করে থাকি। তবে আমরা তার অনুমতি ব্যতীত তার লেখা ব্যবহার করতে পারব না। অর্থাৎ কোন ব্যক্তি বিশেষের নিজস্ব লেখা আমরা নিজের বলে ব্যবহার করতে পারব না। আর যদি ব্যবহার করতে হয় তার জন্য রয়েছে বিশেষ বিশেষ আইন ও নিয়ম শৃঙ্খলা। আর সে আইয়ের নিয়ম শৃঙ্খলাটা হচ্ছে কপিরাইট আইন। ঠিক তেমনি অন্য ব্যক্তির ধারণ করা ফটো অনলাইন থেকে নিতে হলে অবশ্যই তার সোর্স উল্লেখ করা লাগবে। আবার অনেক সময় কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে পারি, সেটা লক্ষ্য করতে হবে সেই জায়গার সোর্স উল্লেখ করতে হবে। আর যেখানে কপিরাইট ফ্রি না সেখান থেকে কিনে নিতে হবে। এক কথায় বলতে গেলে অবৈধভাবে কোন ব্যক্তির নিজস্ব জিনিস যেন কেউ ব্যবহার না করতে পারে। তার জন্য যে আইন প্রণয়ন করা হয়েছে সেটাই কপিরাইট আর ফটোর ক্ষেত্রে সেম। কোন ব্যক্তির ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য এ কপিরাইট অতি গুরুত্বপূর্ণ। তাই আমরা যেখান থেকে ফটো সংরক্ষণ করব না কেন তার সোর্স উল্লেখ করতে হবে। ফ্রী ইমেজ হলে সোর্স উল্লেখ আর যেখানে ফ্রি নয় সেখান থেকে অবশ্যই মূল্য দিয়ে কিনে ব্যবহার করতে হবে। ৩। প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়। উত্তর: আমি যদি একটি পোস্ট করতে চাই, আর সেই পোস্ট সংক্রান্ত ফটো আমার কাছে যদি না থাকে অবশ্যই আলাদা কোন ওয়েবসাইট থেকে সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে ফ্রি ভাবে ফটো সংরক্ষণ করা যায় এমন অনেক ওয়েবসাইট রয়েছে। যেমন: ৪। প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ? উত্তর: পোস্ট করার সময় অবশ্যই আমাদের সেই পোস্ট সংক্রান্ত বিশেষ ওয়ার্ডের ট্যাগ ব্যবহার করতে হবে। কারণ পোস্টটা যেন খুব সহজে খুঁজে পাওয়া যায়। এ মনে করুন আমি কোথাও ভ্রমণ করতে গেছি অবশ্যই সেই ভ্রমণ সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে হবে যেন আমার এই পোস্ট খুব সহজে মডারেটররা খুঁজে পেতে পারে বা প্রয়োজনে খুঁজে পাওয়া যায়। তাই এক কথায় বলতে গেলে যে রিলেটেড পোস্ট করতে হবে সেই রিলেটেড বিশেষ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আর এ একটি পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পোস্ট সংক্রান্ত ট্যাগ ব্যবহার না করলে সেটা ভুল বা স্পামিং হবে। তাই আমাদের সব সময় এই বিষয়ে গুরুত্ব রাখতে হবে। যেমন রেসিপি পোস্ট করলে রেসিপি সংক্রান্ত বিশেষ ওয়ার্ড ব্যবহার করতে হবে ইংরেজিতে ছোট লেটারের। কোন কিছু আর্ট করলে আর্ট সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে হবে। এক কথায় বলতে গেলে যেই পোস্ট করব সেই বিষয়ে ট্যাগ ব্যবহার করব যেন সে পোস্টটা সহজে খুঁজে পাওয়া যায়। ৫। প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ? উত্তর: "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যে সমস্ত বিষয়ের উপর পোস্ট করা যাবে না তা নিম্নর। যেমন: ১. ধর্মীয় বিদ্বেষ মূলক কোন লেখালেখি করা যাবে না। ৬। প্রশ্ন: প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন? উত্তর: আমরা জানি অন্য কোন ব্যক্তির লেখালেখি পোস্ট আমরা যদি নিজের বলে চালানোর চেষ্টা করি সেটা প্লাগারিজম। তবে অন্য কোন ব্যক্তির বিশেষ কোন ঘটনা থেকে আমরা বিশেষ বিশেষ প্রয়োজনের 30% পর্যন্ত নিয়ে লিখতে পারবো, আর বাকি ৭০% নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে। কারন আমরা জানি ইতিহাস জাতীয় কোন বিষয় রয়েছে যেখানে দিন তারিখ পরিবর্তন করা যায় না। ঠিক এমনই বিশেষ প্রয়োজনে আমরা নির্দিষ্ট কোন সোর্স থেকে বা ঘটনা থেকে এগুলো সংরক্ষণ করতে পারি। তবে অবশ্যই সেই বিশেষ প্রয়োজনে আর বাকি ঘটনাটা আমাদের মত করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই বিষয় মাথায় রাখতে হবে যেন অন্যর কোন লেখা কপি না হয়। ৭। প্রশ্ন: re-write আর্টিকেল কাকে বলে? উত্তর: রি রাইট বলতে বোঝাই, কোন একটি লেখার অনুসরণ করে পুনরায় লেখা। অর্থাৎ আমরা অনলাইনে অনেক কিছু লেখা দেখতে পাই। তবে নিজেদের ইচ্ছে হয় ঠিক সেই বিষয়ে লেখালেখি করব। তবে এক্ষেত্রে অবশ্যই বিশেষ সেই লেখা সম্পর্কে লিখতে গেলে নিজের জ্ঞান থেকে 75 পার্সেন্ট লিখতে হবে। আর বাকি ২৫% কোন সোর্স থেকে নিতে পারব,তবে অবশ্যই সোর্স উল্লেখ করতে হবে। তাই এক কথায় বলতে গেলে, বিশেষ কোনো ঘটনা সম্পর্কে আমি লিখতে অবশ্যই যেখান থেকে সহায়তা নেবো সেই ওয়েবসাইটের অথবা সোর্সের নাম উল্লেখ করতে হবে। ৮। প্রশ্ন: ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে? উত্তর: একটি ব্লগ লেখার সময় রি-রাইট আর্টিকেলে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করতে হবে তা নিম্নর। যেমন: ক) ব্লগ লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে ওয়েবসাইট থেকে ডাটা নিয়েছি সেই ওয়েবসাইটের সোর্স উল্লেখ করা। খ) আমি যে ওয়েবসাইট থেকে সোর্স নিয়েছি, অবশ্যই সেই সোর্স ইনভাইটেড কম এর মাধ্যমে চিহ্নিত করতে হবে। গ) আমরা যখন রি রাইট আর্টিকেল লিখব তখন অবশ্যই নিজের জ্ঞানের ৭৫ থেকে ৮০% লিখতে হবে। ঘ) রি-রাইট আর্টিকেল লেখার সময় ২৫ পার্সেন্ট সোর্স থেকে নিতে পারব। ৯। প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়? উত্তর: আমরা যখন একটি পোস্ট করি অবশ্যই সেই পোস্টটা হতে হবে মানসম্মত। তবে সে ক্ষেত্রে যদি আমরা একটি ফটো এবং ১০০ ওয়াটের নিচে লিখি তখনই সেটা হয়ে যাবে ম্যাক্রো পোস্ট। ১০। প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? উত্তর: "আমার বাংলা ব্লগ" এর নিয়ম অনুসারে একজন ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যে তিনটা পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে পারবে। তার বেশি পোস্ট হলে সেটা স্পামিং হিসেবে গণ্য হবে।
২. নারীদের সম্মান নষ্ট হবে এমন কোন কথা নিয়ে পোস্ট করা যাবে না।
৩. চাইল্ড পর্নোগ্রাফি মূলক কোন প্রকার কনটেন্ট তৈরি করা যাবে না।
৪. বর্ণ বৈষম্য সমর্থন করে, যেখানে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হবে এমন পোস্ট করা যাবে না।
৫. শিশু শ্রম সমর্থন করে এমন কোন পোস্ট লেখা যাবে না।
৬. পশুপাখি হত্যা বাহ পশুপাখি নির্যাতন নিয়ে পোস্ট ছবি ভিডিও পোস্ট করা যাবে না।
৭. রাজনৈতিক দ্বন্দ্ব এমন সৃষ্টি হবে এমন পোস্ট করা যাবে না।
৮. কোন ব্যক্তি কে ঘৃণা বা অবজ্ঞার চোখে দেখা পোস্ট শেয়ার করা যাবে না।
এবিবি স্কুল - লেভেল ওয়ান হতে আমার অর্জন - @sumiya23
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি লেভেল ওয়ান এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত পরীক্ষার মূলক পোস্ট। লেভেল ওয়ানের প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা শিখেছি ঠিক সেই মতাবেত চেষ্টা করব লেভেল ওয়ান এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।
পরিশেষে একটি কথাই বলতে চাই, লেভেল ওয়ানের লেকচার শীট পড়ে এবং ক্লাস করার মধ্য দিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে পেরেছিলাম, ঠিক সে আকারে লেভেল ওয়ানের পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার মত সংশোধন করে নিব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি প্রত্যেক লেভেল খুব ভালোভাবে ক্লাস করার মধ্য দিয়ে এবং লেকচার শীট পড়ার মধ্য দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সাথে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারি।
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি কর্মকর্তা। আমি বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।
লেভেল ওয়ান হতে আপনি স্টিমিট সম্পর্কের সুচনা লগ্নের বিষয় বস্তু সম্পর্কে জানতে পেরেছেন দেখে ভালো লাগলো।প্রতিটি পয়েন্ট অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভ কামনা রইলো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনি একজন নতুন মেম্বার হ ওয়ার পর ও মার্কডাউন গুলো খুবই সুন্দর ভাবে ব্যবহার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আপনার লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।দোয়া করবেন যেন প্রত্যেকটা লেভেলের এক্সাম সুন্দর ভাবে দিতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরীক্ষামূলক পোস্ট দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। বেশ সুন্দর পরীক্ষা দিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। আশা করব এভাবে প্রত্যেকটা লেভেল খুব সুন্দর ভাবে শিক্ষা গ্রহণ করে ধাপে ধাপে উপরে উঠে আসবেন এবং ভেরিফাইড হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর উপস্থাপন করেছেন। এবিবি স্কুলের লেভেল ওয়ান এর যে টপিক গুলো আছে সেগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আশা করি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন। যেন সামনে এগিয়ে যেতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরীক্ষা ভালো দিয়েছেন। এগুলো সব সময় খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit