স্বরচিত অনুভূতিমূলক কবিতা || মন বাগিচা শূন্য

in hive-129948 •  4 months ago 


আজ - বুধবার

২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
০৯ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20230321_140746660_3.jpg

Selfie device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি কবিতা পোস্ট। আশা করব স্বরচিত কবিতা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কবিতা আবৃত্তি করে।

কবিতা

নাম:
মন বাগিচা শূন্য

রচয়িতা:


মনের গহীনে গড়ে ওঠা বেদনার বালুচর

বিরহ যন্ত্রণায় হয়ে উঠেছে ধূসর।

সৃষ্টি করেছে নিজের আবাসভূমি
যেখানে থাকতে শুধু বন্ধু তুমি।

তোমার তৈরি সুন্দর ফুলের বাগান
ফোটায় না ফুল করে অভিমান।

যে বাগানে ছিলে তুমি কলিজা ময়না পাখি জান
অরণ্য ভূমি নিঃশেষ হয়ে গড়ে উঠেছে বালুকা ময়দান।

কোমল পরশে হৃদয় শীতল করেছিলে তুমি
এখন যতদিন যাই যেন গড়ে ওঠে মরুভূমি।

আগের মত নেই কোলাহল বাগানটা জুড়ে
হৃদয়পুড়া তপ্ত দহনে গাছগুলো যায় মোরে।

আসে না ফাগুন তাই ফোটে না আর ফুল
তোমায় নিয়ে স্বপ্ন সাজানো পুরোটাই ছিল ভুল।

যতদিন যায় খরস্রোতা নদীর মতো হয়ে যায় শূন্য
তুমি ছিলে তাই মন মন্দির ফুলে ফুলে ছিল পরিপূর্ণ।

বিরহ বেদনায় প্রজাপতি চলে যায়
ফুলের দেখা নাই তাই ভ্রমর হয়েছে নিরুপায়।

মরা জীর্ণশীর্ণ গাছে যদিও ফোটে দুই একটা ফুল
তোমায় দেখার আর্তনাদে হয়ে ওঠে ব্যাকুল।

বাগানে এসে চাঁদ মামা ছড়ায় না মায়াবী আলো
ঘন বর্ষার রাতের মত বাগান থাকে কালো।

জোৎস্না মাখা ফুলের বুকে জোনাক জ্বলে না আর
হৃদয় নিড় ছেড়ে বন্ধু বাসিন্দা হলে কার?

চলে গেলে চক্ষুর আড়ালে পর মানুষের বেশে
যেথায় থেকো ভালো থেকো দেখে যেও একবার এসে।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

একজন প্রেমিকা তার প্রেমিকের কাছে একটা পৃথিবীর মতো। যখন উভয়ের মধ্যে গভীর মিলবন্ধন থাকে, তখন ভালোলাগা ও ভালোবাসার পরশে মনের মধ্যে সুন্দর বাগান সৃষ্টি হয়। যে বাগান আনন্দে মুখরিত থাকে। বাগানে থাকে ভালোলাগার সকল কিছু। ফুল থেকে শুরু করে প্রজাপতি, আকাশের চাঁদ, জোৎস্না মাখা রাত, পাখির কলতান। যেন মনের আনন্দ আর ভাললাগা থেকে সব কিছুর উপস্থিতি। কিন্তু যখন প্রিয় মানুষটা ধোঁকা দেয়, তখন মনের বাগানটা শুন্য উদ্যানে রূপান্তর হয়। আর যতদিন চাই মনের মধ্যে বেদনার বালুর চর সৃষ্টি হতে থাকে। ক্ষত হতে থাকে মনের উদ্যান। যত দিন যায় তত হৃদয়ের কষ্টগুলো যেন বিশাল থেকে বিশাল আকৃতি রূপ ধারণ করে। তাই প্রিয় মানুষটার কাছে আহ্বান, তার উপস্থিতিতে মনের বাগান কেমন ছিল আর অন-উপস্থিতিতে বর্তমান কি অবস্থা সেটা যেন দেখা যায়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

মামা আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর বিরহের একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।

কবিতাটা আবৃত্তি করার জন্য ধন্যবাদ মামা।

কবিতাটি কিন্তু দারুন ছিল। আপনার কবিতা আমি আগেও পড়েছি। এ কথা সত্য যে আপনি দারুন কবিতা লিখেন। সব মিলিয়ে বেশ দারুন একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। ধন্যবাদ ভাইয়া।

আশা করব এভাবে পাশে থাকবেন

বাহ বেশ কারন একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এইসব প্রেমের কবিতা গুলো এবং বিরহের কবিতাগুলো পরেও যেমন ভালো লাগে তেমনি উপলব্ধিও করা যায়। আমি যদিও কবিতা লিখতে পারিনা তবে পড়তে অনেক ভালো লাগে।

অনেক সুন্দর মন্তব্য করেছেন।

খুবই চমৎকার একটি একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার একদম হৃদয় ছুঁয়েছে। মনের মাধুর্য দিয়ে প্রতিটা লাইন লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ভালো লেগেছে জেনে খুশি হলাম

অনেক সুন্দর ভাবে একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতার ভাব গম্ভীর্য অনেক। যেন হৃদয় নিংড়ানো অনুভূতি প্রকাশ পেয়েছে এই কবিতার মাঝে। আবৃত্তি করে বেশ ভালো লাগলো আমার।

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ