আমি আর ফিরবো না আগের মোহনায়
যেখানে সততা সইয়েছে গঞ্জনার ভার।
পিছনে ফিরে তাকাবো না আর
বিসর্জন দিয়েছি সততা আমার।
এক বুক ব্যাথা পেয়েছি উপহার
ভালো হয়ে বেঁচে থাকার কি দরকার।
যেখানেই আছে ভদ্রতা
সেখানে শয়তানে খুঁজে দুর্বলতা।
ভালো ব্যবহার করে হতে চেয়েছি ধন্য
প্রিয়জনের কাছে পাগল রূপে হয়েছি গন্য।
সমাজ খারাপ বলে চিহ্নিত করতো যার
সেই পেয়েছে ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার অধিকার।
সকলে যাকে খারাপ বলে জানতো
দেখেছি তাকে সকলে শ্রদ্ধার সাথে মানতো।
বাস্তবতার কাছে সততা হয়ে গেছে ভ্রান্ত
নিষ্ঠুর সমাজ ন্যায়কে আধারে ডুবাবে কে জানতো।
দুনিয়াতে যে গড়েছে মায়ার পাহাড়
অনেক ভালবেসেও হারাতে হয়েছে নিজের অধিকার।
ন্যায়ের পথে থেকে জীবন গড়ার কি দরকার
যদি কারনে অকারনে খেতে হয় মার।
সততাকে বিসর্জন দিয়ে বুঝেছে হৃদয়
এ সমাজে ভালো মানুষের হবে না আর জয়।
কবিতাটা এমন একটা অনুভূতিকে কেন্দ্র করে লেখা, যার বাস্তবতা সমাজের প্রতিটা পর্যায়ে লক্ষ্য করা যায়। একজন মানুষ তার সততাকে নিয়ে সমাজে বাঁচার চেষ্টা করে। কিন্তু সেই সততার মূল্যায়ন থাকে না। সে সমাজের সততা দেখিয়ে বাঁচার চেষ্টা করে, সে সমাজের কাছে হেরে যায়। প্রকৃতপক্ষে যারা সততা নিয়ে বসবাস করে না তারাই মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়। আর সততা নিয়ে বেঁচে থাকা মানুষটা হয় পাগল প্রতিপন্ন। যে সততা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে অনেকে তাকে ভাবে দুর্বল। আর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আঘাত করে। ঠিক সমাজে এমন অনেক ঘটনার সম্মুখীন হতে দেখেছি সততাবান মানুষকে। যে কখনো চাইনি নিজের সততাকে বিকৃতি করব। সততা বান মানুষ কখনো বিবেকের কাছে পরাজয় হতে চায় না। কিন্তু সততা বজায় রাখতে গিয়ে সমাজের কাছে পরাজয় যায় বরণ করে। যখন সততায় আঘাত লাগে তখন মনের অনুভূতিটা ঠিক এমনটা হয়ে থাকে। আজকের কবিতার লাইনগুলো ওই মুহূর্তের অনুভূতি কে কেন্দ্র করে লেখা। এখানে কোন সততাকে বিসর্জন দিতে বলা হয়নি। শুধু বোঝানো হয়েছে সততায় আঘাত লাগলে একজন মানুষের অনুভূতি কেমনটা হয়। কবিতার লাইনগুলোকে সেখানে ফোকাস করা হয়েছে। যাদের জাগ্রত বিবেক আছে, ইনশাল্লাহ তারাই বুঝবে এই কবিতার অর্থ।
25-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথার চেয়ে বড় সত্য হয়তো বর্তমান যুগে আর হয় না। একেবারে সঠিক পরিস্থিতি নির্ধারণ করে আপনি কবিতাটা লিখলেন। বর্তমানে ভালো হলে হয়তো কোন কিছুই আর ঠিকমতো পাওয়া যাবে না। যারা সৎ নয় তাদের জন্যই সবকিছু যেন অপেক্ষা করে এই সমাজে। বর্তমান পরিস্থিতিতে একদম প্রাসঙ্গিক একটি কবিতা আপনি লিখলেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হয়েছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit