আজ - সোমবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৬১ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৬১ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
হাড় কিপটে নাটকের ৬১ তম পর্বের শুরুতে আমরা লক্ষ্য করে দেখি ফরহাদ তার ছোট ভাই মজনুকে মারার জন্য তাড়ছে। ফরহাদের কথামতো বোঝা যায় তার ছোট ভাই তাদের বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে ভাইয়ের কথা না শুনে লোকের কথা শুনে ভাইয়ের মাথায় বাড়ি দেয়। তবে বিষয়টা এটাই যে দোকানটা সে ভালোই চালাত। বহর কৃপণের কথা শুনে সে ভাইয়ের কাছ থেকে দোকানটা কেড়ে নিয়েছে। এই নিয়ে সৃষ্টি হয়েছে দুই ভাইয়ের মধ্যে মন দ্বন্দ্ব। এখন ছোট ভাই বাড়ির সমান ভাগ করে নিতে চায় কিন্তু বড় ভাই দিতে চায়না। এই নিয়ে তাদের মধ্যে মনমালিন্য চলতে রয়েছে। কিন্তু ফরহাদের বউ সব সময় দেওয়ার এর পক্ষ নিয়ে কথা বলতে থাকে। কারণ তার দেবরের জমি জায়গা ঠিকভাবে ভাগ করে দিলেই তো আর এসব গ্যাঞ্জাম হয় না। কিন্তু ফরহাদ চাই তার ভাই তার মত কথা শুনে চলুক কেন লোকের কথা শুনবে। বিষয়টা দাঁড়িয়ে আছে এক অন্যরকম ভুল ভ্রান্তির মধ্যে। তাই দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়াঝাঁটি দেখে ফরহাদের বউ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। তারা দুই ভাই মারামারি করে মরুক, সে বাপের বাড়ি চলল। এমন কথা শুনে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ থেমে যায়। ফরহাদের বউ ব্যাগ পত্র সব গুছিয়ে ফেলেছে। বাড়িতে এমন গ্যাঞ্জাম লেগে থাকলে সে থাকবে না। তার দৃষ্টিতে ছোট দেওয়ারের কোন দোষ নেই। কেন তার স্বামী তার সাথে এমন খারাপ আচরণ করে বাড়িতে ঝামেলা পাকিয়ে রাখবে। এমন কথায় কথায় একটি পর্যায়ে দেখা গেল ফরহাদ নিজের বাড়ি ছেড়ে চলে যেতে চাই বউয়ের সাথে। সবকিছু মজনুর কাছেই পড়ে থাকুক।
এদিকে ফরহাদ মিলনকে মারার জন্য লাঠি দিয়ে তাড়া করছিল এবং মারবে এমন অবস্থায় গোল্লা তাকে বাঁচায়। এরপর সে মিলনের সাথে সাথে চলে আসে হারাধন দত্তের বাড়িতে শিবানির সাথে একটু দেখা করার জন্য। বাড়িতে এসে যেন বড় ভুল করে ফেলেছে গোল্লা। মিলন নিজেকে বাঁচানোর জন্য গুল্লার পা ধরেছিল কিন্তু এখানে এসে শিবানীর সামনে সে বড় ডাট দেখানোর চেষ্টা করেছে। শিবানী তাদের দুইজনার কথায় কথায় বিস্তারিত বুঝে ফেলে। তাই শিবানী চাইলো যে যার মত ব্যস্ত হয়ে পড়ুক।
এদিকে নজর আলী কৃপণ বড় ছেলের বিয়ে বাবদ চুমকির বাবার কাছে পাঁচ বিঘা জমি লিখে নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়টা রেশমার বাবা জানতে পারে। সে তার মেয়ের কাছে এসে বিষয়টা খুলে বলে। যদি ছোট ছেলের সাথে বিয়ে দিতে গিয়ে এমন কথা বলে তাহলে সে জুতার বাড়ি মারতে চাই নজর আলীর গালে। সে কখনো চায় না কৃপণের বাড়িতে নিজের মেয়েকে বিয়ে দি। তাই মেয়েকে সে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে। মেয়ের বিয়েতে কখনো জোর করবে না কিন্তু কৃপণের বাড়িতে এভাবে জমি দিয়ে বিয়ে দেয়া সম্ভব নয় রেশমার বাবার। এখন চুমকির বাবা বিয়েতে ৫ বিঘা জমি দিবে কিনা সেটা কেউ জানে না। তবে রেশমার বাবার মতে এমন বাড়িতে বিয়ে না দেওয়াটাই বেটার।
এদিকে চুমকির বাবার মতামত এখনো জানতে পারেনি চুমকির প্রেমিক ফজর। তবুও আশা রয়েছে ফজরের পরে। কিন্তু রেশমার বাবার মতামত জেনে গেছে নহর। তাই রেশমার আশা ভরসা ছেড়ে দিয়ে বিরহী মন নিয়ে নহর চলে যেতে চাই কোন আশ্রমে। যেখানে ভূপেন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হারাধন দত্ত তার ছেলে ভূপেন কে বিয়ে দিতে রাজি নয় হাড় কিপটে নজর আলীর মত। এখন দুই কৃপণের ছেলেদের এমন দশা। হারাধন দত্তের ছেলে যেমন সিদ্ধান্ত নিয়েছে ঠিক তেমনি নজর আলী কৃপণের ছোট ছেলেও একটি সিদ্ধান্ত নিয়েছে কোন আশ্রমে চলে যাওয়ার জন্য। কিন্তু বড় ভাই ফজর ছোট ভাইয়ের এমন কথা শুনে আশ্বাস দিচ্ছে যে তার বিয়েটা হয়ে গেলে ছোট ভাইয়ের ব্যবস্থা করে ফেলবে। ছোট ভাই যেন ভুল করে কোন আশ্রমে চলে না যায়।
এদিকে গোল্লা মামার কাছ থেকে তার মায়ের সম্পত্তি বুঝে নেওয়ার জন্য আগামী দিন সকালে একটি মিটিং এর আয়োজন করছে। যেখানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে ভূপেনের দুই মামাকে আসতে বলেছেন। ভূপেনের দুই মামা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও তাদের একমাত্র দুলাভাই অর্থাৎ হার কিপটে নজর আলীর জামাই উপস্থিত থাকবে। এখন দেখা যাবে কিভাবে কোন কৌশলে তার মায়ের সম্পত্তি বুঝে নিতে পারে গোল্লা।
আমরা এ পর্বে লক্ষ্য করে দেখেছি ফরহাদ একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে ছোট ভাইয়ের উপর দিয়ে। সে কেন পরের কথা শুনে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিবে এটাই তার বড় অপরাধ। আর এই অপরাধটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফরহাদের স্ত্রী। ভাইদের গন্ডগোল দেখে ফরহাদের বউ বাপের বাড়ি চলে যেতে চাই। এদিকে ফরহাদ তার স্ত্রীর প্রতি অনেকটা আসক্ত। তাই সে চাচ্ছে যে বউ ছাড়া থাকতে পারবে না সে বৌয়ের সাথে চলে যাবে। আমরা আরও লক্ষ্য করে দেখি নজর আলী কৃপণের কুলাঙ্গার দুই ছেলের বিরহ অনুভূতি। বড় ছেলেটা কোনরকম বিয়ের মুখ দেখতে চলেছে কিন্তু এখনো নিশ্চয়তা হয়নি। তবে ছোট ছেলেটা বেশ হতাশার মধ্যে রয়ে গেছে। আর এরই সুযোগে সুযোগে গোল্লা এগিয়ে যাচ্ছে মায়ের সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। আমরা এই পর্বে গোল্লার সুন্দর অভিনয় লক্ষ্য করে দেখেছি। এখন আগামী পর্বতে কোন রেজাল্ট দেখার বিষয় রয়েছে। তবে বলতে পারি এখানে নিখুঁত অভিনয় দেখিয়েছে গোল্লা। আর দর্শকের মনে কষ্ট এনে দিয়েছে নজর আলী কৃপণের ছোট ছেলের ট্রাজেডি। তবে অভিনয়গুলো সবাই দুর্দান্ত করে থাকে এটা সত্য। তাই বলতে পারি দেশের সেরা নাটকগুলোর মধ্যে অন্যতম হারকিপটে নাটক। এই নাটক যুগ যুগ ধরে দর্শকের মনে স্থান করে থাকবে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড় কিপটে নাটকটি এক সময়ে জনপ্রিয় একটি নাটক ছিলো। আমি বেশ কিছু পরবো দেখেছিলাম। নাটকটি ছিলো সামজিক এবং শিক্ষামূলক একটি নাটক। অনেক সুন্দর করে নাটকটির রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমার কষ্টে মনে হয় এই নাটকটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা নাটক। এই নাটকটা যে কতবার দেখেছি সেটা বলে বোঝাতে পারবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন মন্তব্য করেছেন আপনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর করে হাড় কিপটে নাটকের ৬১ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লাগে। এ পর্বের কাহিনী টা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি বাকি পর্ব গুলো তাড়াতাড়ি দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার মন্তব্য দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
09-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড়কিপটা নাটকের ৬১ তম পর্বের রিভিউ টি পড়ে খুবই ভালো লেগেছে আমার। আসলে আমি যখনই সময় পাই তখনই এই নাটকের বিভিন্ন পর্বগুলো দেখতে থাকি। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লাগে। এই নাটকটি দেখে কিছুক্ষণের জন্য হলেও মনটা বেশি সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit