আজ - মঙ্গলবার
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে মাছ চাষের কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।
আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন পাঙ্গাস মাছ চাষ করে আসছি। ২০০৭ সাল থেকে পাঙ্গাস মাছ চাষে নিয়োজিত। ২০০৭ সালে আমি ক্লাস সেভেনে পড়তাম। তখন থেকেই আমাদের এলাকায় পাঙ্গাস মাছ চাষ শুরু হয়। সে সাথে আমিও অংশগ্রহণ করি। আজ পাঙ্গাস মাছের পোনার খাবার দেওয়ার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাই আর দেরি না করে এখনি শুরু করা যাক।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
---|
পাঙ্গাস মাছের পোনা ফটোগ্রাফি
পাঙ্গাস মাছের পোনার খাবার দেওয়ার জন্য একটি গামলাতে ছোট ছোট ভাসমান খাবার নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হলাম। লক্ষ্য করলাম পানির মধ্যে আশেপাশে মাছগুলো নড়াচড়া করছে।
আমি পাঙ্গাস মাছের খাবার গুলো একমুঠো করে খুব নিকটে দিতে থাকলাম। পাঙ্গাস মাছের পোনা যখনি বুঝতে পারল খাবার দেওয়ার স্থানে খাবার পড়ছে,তাই তখন তারা ঝাক বেঁধে দৌড়িয়ে চলে এলো এবং খাবারগুলো কাড়াকাড়ি করে খাওয়া শুরু করল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যেখানে খাবার ফেলছি ওখানে একটি সাদা বস্তায় কিছু বাধা রয়েছে মনে হচ্ছে। আসলে ওখানে সরিষার খোল ভেজানো রয়েছে। একদিন পর একদিন দেড় থেকে দুই কেজি পরিমাণে ভিজানো কল ছিটাতে হয় পুকুরে এতে মাছের বৃদ্ধি বেশি হয় এবং পানির উপরে খাবার উৎপাদন হয়।
পাঙ্গাস মাছের পোনা উৎপাদনের ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে একদিকে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হয়, উপরে সুতা টাঙ্গাতে হয় অর্থাৎ সমস্ত দিক থেকে সচেতন থাকতে হয় এই জন্য যে পোনাগুলো যেন নষ্ট না হয়ে যায় বা কোন পাখিতে ধরে খেয়ে না ফেলতে পারে। আর যাই হোক খাবার দেওয়ার সময় কিন্তু খুবই আনন্দঘন মুহূর্ত থাকে।
আপনারা হয়তো মনোযোগ সহকারে লক্ষ্য করলে বুঝতে পারবেন যখনই খাবার ফেলছিলাম পাঙ্গাশের পোনা গুলো এত দ্রুত খাবার ধরার জন্য লাফালাফি করছিল তাই খাবার যেই দিকে বাতাসে ভেসে যাচ্ছিল সবাই সেই দিকে সরে জাচ্ছিল। আসলে এই মুহূর্তটা এতটা ভালো লাগে মনে হয় যেন অন্যরকম একটা ভালোলাগা মধ্যে ডুবে আছি। সরাসরি আপনারা এই মুহূর্তটা এনজয় না করলে বুঝতে পারবেন না। তাই সেই আনন্দঘন মুহূর্ত থেকে একটি সেলফি তুললাম।
আশা করি এই ফটোগুলোতে ভালোভাবে বুঝতে পারছেন পাঙ্গাস মাছের পোনা গুলো খাবার খাওয়ার সময় সরিষার খোল বাধা বস্তা টির এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাসে এক এক সময় এক এক দিকে খাবারের পেছনে ছুটছিল। যেহেতু ঝিরি ঝিরি হাওয়া আর পানির ঢেউয়ের খাবারগুলো দ্রুত এদিক ওদিক ছিটে যায় তাই মাছগুলো তাদের পেছপেছে ছুটতে থাকে খাবার ধরার আশায়। Photography device: Infinix hot 11s
এভাবেই খাবার দিতে দিতে আর মাছের পোনার খাবার খাওয়া দেখতে দেখতে কখন জানি খাবার গুলো শেষ হয়ে যাওয়ার দিকে চলে আসে। তাই এমন সুন্দর আনন্দঘন মুহূর্তটা আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমি উদ্যোগ নিয়েছি। মাছের পোনা যখন দিন দিন বড় হতে থাকবে আমিও মাঝেমধ্যে আপনাদের মাঝে এভাবে শেয়ার করব ফটো আর ভিডিও আকারে। আশা করি সামনের পর্বে ভিডিও দেখতে পারবেন।
|
---|
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৬ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
ভাইয়া আপনাদের এলাকায় তো বেশ আগে থেকে পাঙ্গাস মাছের চাষ শুরু হয়েছে। এবং শুনে ভালো লাগলো যে আপনি ছোটবেলা থেকে এসব কাজে জড়িত। যাইহোক মাছ চাষ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম। খুবই সুন্দর লাগছিল যখন আপনি মাছের খাবার দিচ্ছিলেন এবং মাছগুলো সব একসাথে জড় হয়ে কারাকারি করে খাবারগুলো খাচ্ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ একদম প্রাথমিক কাল থেকেই পাঙ্গাস মাছ চাষ করে আসছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মাছ চাষ সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই ৬ থেকে ১০ পর্যন্ত কৃষি শিক্ষা বইতে যা পড়েছি সেটাই। তবে মাঝে মাঝেই মাছ চাষ সম্পর্কে আপনার পোস্টগুলো দেখি খুবই ভালো লাগে।। আপনার কথা কি বলব আপনি তো দেখছি ভাই একজন সফল উদ্যোক্তা যখন ক্লাস সেভেনে পড়েন তখন থেকে পাঙ্গাস মাছ চাষের সাথে জড়িত খুবই ভালো লাগলো জানতে পেরে।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইল আপনি আরো অনেক দূর এগিয়ে যান মাছ চাষের মাধ্যমে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি এবার থেকে ধারণা পেয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জেনে খুবই ভালো লাগলো যে আপনি মাছ ও চাষের সঙ্গে জড়িত। ভালোভাবে মাছ চাষ করতে পারলে প্রচুর প্রফিট থাকে। খাবার দেওয়ার সঙ্গে পোনাগুলোর খাবার খাওয়ার জন্য লাফা লাফির ছবিগুলো খুবই ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দীর্ঘদিন মাছ চাষ করার খুবই অভিজ্ঞতা রয়েছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঙ্গাস মাছ কিভাবে চাষাবাদ করা হয় সেটা আমি স্বচক্ষে কখনো দেখিনি। যেটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। সত্যিই এই ক্ষুদ্র মাছ গুলোর দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। কিছুদিন পর অনেক বড় বড় হবে আরো দেখতে সুন্দর লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব শীঘ্রই আপনাদের মাঝে এই বিষয়ে ভিডিও দেখাবো, আশা করি দেখার অপেক্ষায় থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পাঙ্গাস মাছের পোনার খাবার দেওয়া দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। বাস্তবে কখনো এই দৃশ্য দেখা হয়নি। খাবার দেওয়ার সময় মাছগুলো একসাথে এসে কিলবিল করছে দেখে খুব ভালো লাগছে। আপনার এলাকায় তো তাহলে অনেক আগে থেকে পাঙ্গাস মাছের চাষাবাদ চলছে।ধন্যবাদ এই সুন্দর দৃশ্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এবার আপনাদের মাঝে ভিডিও আকারে পোস্ট করব ভালোভাবে দেখে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit