কৃষকের ফসলের মাঠ

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20230403_181012_449.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রাম বাংলার ফসলের মাঠ এবং কৃষকদের ফসল ফালানোর বিশেষ বিশেষ কার্যক্রমের অনুভূতি নিয়ে। আশা করি সমস্ত পোস্ট জোরে আপনারা আমার পাশে থাকবেন এবং বিস্তারিত আলোচনা পড়বেন ও জানবেন অনেক কিছু। তাই চলুন আর দেরি না করে এখনই বিস্তারিত আলোচনা শুরু করা যাক।


ফটোগ্রাফি সমূহ:



আমরা সকলেই জানি এখন ধান লাগানোর মৌসুম চলছে সারা দেশব্যাপী, তাই কৃষক ভাইয়েরা নিজের জমিগুলো চাষাবাদ করে ধান লাগানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আজ যেখানেই যাই সেখানেই লক্ষ্য করে দেখি মাঠে মাঠে কৃষক ভাইয়েরা ধান লাগানোর জন্য তাদের কৃষি জমিগুলো প্রস্তুত করছে। যেহেতু এখন বর্ষার সময় আষাঢ় চলে গেছে এখন শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে কৃষক ভাইয়েরা তাদের কৃষি জমিতে ধান উৎপাদন করে আর এই ধানগুলো ঘরে তোলার সময় হয় শীতের সময়। যখন শুরু হয় সারা দেশব্যাপী নবান্ন উৎসব। তবে এ নবান্ন উৎসব সৃষ্টি করার পেছনে বড় অবদান রাখে কৃষক ভাইয়েরা। যেমন আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনারা লক্ষ্য করে দেখছেন ধানের জমিগুলো পাওয়ার টিলার অথবা টেকটর দিয়ে খুব সুন্দর ভাবে চাষ করে স্যালো অথবা মোটর দিয়ে পানি বোঝাই করে ধান লাগানোর উপযুক্ত করে তুলেছে। আর এই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে স্টিমেট প্ল্যাটফর্মে যদি না দেওয়া যায় তাহলে যেন নিজের মনের মধ্যে হতাশা থেকে যায় কারণ আমার নিজ আইডি থেকে যদি এত সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে না ধরি, একটি পোস্ট যদি শেয়ার না করি তাহলে তো এমনিতেই খারাপ লাগবে। গত কয়েকদিন আগে পথ চলতে এমন সুন্দর দৃশ্য যখন চোখে বাধছিল ঠিক সেই মুহূর্তে মোবাইলটা পকেট থেকে বের করে চেষ্টা করলাম কয়েকটি ফটোগ্রাফি করার। ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে যাচ্ছিল কারণ বর্তমান মাঠের দৃশ্য বেশ সুন্দর। আর এ মাঠের সৌন্দর্য সৃষ্টি করেছে একমাত্র কৃষক ভাইয়েরা। কিছুদিন পরে হয়তো ঘন সবুজে ভরে যাবে এই জমিগুলো, সেখানেও থাকবে কৃষক ভাইয়ের বড় সাফল্য আর অবদান। ফটোগ্রাফি তে আপনারা লক্ষ্য করে দেখছেন কৃষক ভাইয়েরা একদিকে ধানের চারা উত্তোলন করছে অন্যদিকে কৃষক ভাইয়েরা ধান লাগাচ্ছে ঠিক এই অপরূপ দৃশ্য আজ বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে কারণ আমরা জানি আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ যেখানে ৮০ শতাংশ জমি কৃষি কাজে ব্যবহৃত হয়। আর তার মধ্যে সবচেয়ে প্রধান এবং কৃষকের সবচেয়ে সাফল্য ফসলের নাম ধান। বিশ্বের বুকে সকল জাতি আমাদের এক নামে পরিচিত হিসেবে জানে আমরা 'মাছে ভাতে বাঙালি'আর তার প্রধান রূপটা আমাদের এই দিকে খুঁজে পাওয়া যায়।

IMG_20230727_141442_368.jpg

IMG_20230802_113910_081.jpg



আমাদের এলাকা জুড়ে শুধু পুকুর আর পুকুর আর বাদবাকি যে সমস্ত জায়গাগুলো পড়ে রয়েছে সেখানে ধান চাষ করা হয়ে থাকে। আপনারা লক্ষ্য করছেন কৃষক ভাইয়েরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধান লাগানোর জন্য গাড়ি বোঝাই করে ধানের চারা নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি চলছিলাম বাজারের দিকে কৃষক ভাইদের এই দারুন দৃশ্য দেখে চেষ্টা করছিলাম গাড়ির মধ্য থেকে ফটোগ্রাফি করার জন্য। এখন কৃষক ভাইয়েরা খুবই ব্যস্ত তাদের সময় লস করার মত মন মানসিকতা নেই বা সেই রকম সময়ও নাই তারা ছুটে চলেছে গ্রাম বাংলার কৃষি জমিগুলো ফসলে পরিপূর্ণ রূপদান করার জন্য। যেখানে ধানের জমি রয়েছে সেখানেই চলছে চাষাবাদ আর ধান লাগানোর কার্যক্রম।

IMG_20230727_100416_457.jpg



কোন একদিন বিকেল মুহুর্তে মাছের খাবার দিতে গিয়ে পুকুর পাড়ে হঠাৎ করে লক্ষ্য করলাম পাশের জমিতে ধানের ক্ষেতগুলো। অনেকেই বলে থাকে সকাল ভোরে ঘাসের উপর শিশির জমে থাকে। আমরা এই কথা বিশ্বাস করি কারণ সকাল ভোরে লক্ষ্য করে থাকি ছোট ছোট গাছগুলো অর্থাৎ ঘাস গুলোর বুকে শিশির জমে রয়েছে রাত্রে শিশির পরে তাই কিন্তু বিকেল মুহূর্তে ধান গাছগুলোর পাতায় পাতায় যেই ফোঁটা ফোটা পানি জমে রয়েছে এগুলো কি? অনেকে বলতে পারে বিকেল মুহূর্তে হয়তো শিশির পড়েছে কিন্তু শিশির পড়লে কেন আমরা বুঝতে পারবো না আসলে এগুলো ধানের গা থেকেই ফোঁটা ফোটা পানি বের হয়ে আসে আমি যতটা জেনেছিলাম। এগুলো কোন বৃষ্টির পানি নয়, নয় কোন শিশির। আর যদি বিকেল মুহূর্তর শিশির পড়ে থাকে তাহলে সঠিক তথ্য আমার জানা নেই তবে আমি একটি তথ্য জেনেছিলাম সেটা হচ্ছে বিকেল মুহূর্ত এই জাতীয় কিছু গাছ রয়েছে যা তার প্রয়োজনীয় পানি ব্যবহার করে বাকিটা ছেড়ে দেয় তাই পাতায় এইভাবে সুন্দর করে পানি জমে উঠে। আর এই দৃশ্য আমি প্রায় লক্ষ্য করতাম ধান গাছের বুকে। এই ফটোগ্রাফি আমি ধারণ করেছিলাম তিন এ এপ্রিল ২০২৩, একটি বিকেল মুহূর্তে। আপনারা এই বিষয়ে আরো সুন্দর তথ্য গ্রহণ করতে পারেন কৃষিবিদদের কাছ থেকে।

IMG_20230403_181022_773.jpg

IMG_20230403_181033_670.jpg

IMG_20230403_181043_166.jpg



আমরা জানি এপ্রিল মাস প্রচন্ড গরমের সময় এই সময় গাছের পাতা খুব কম নড়ে বা বাতাস হয় এই মুহূর্তে আমি এই ধানের পাতার বুকে জমে থাকা ফোটা ফোটা পানিগুলো লক্ষ্য করছিলাম যদি হালকা বাতাস হয় তাহলে সব নিচে পড়ে যাবে কিন্তু সেই মুহূর্তে যেমন কোন বাতাস হয়েছিল না আর আস্তে আস্তে ধানের পাতায় যেন পানি / শিশির জমতে থাকছে বেশি করে। আমি যখন মাছের খাবার দিতে গেছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু ধানের পাতায় এই বিন্দু বিন্দু পানিগুলা জমা ছিল না কিন্তু মাছের খাবার দেয়ার মুহূর্তে আস্তে আস্তে যখন সময় গড়াতে থাকলো প্রায় ঘন্টাখানেক তখনই চোখে বাঁধতে থাকলো এমন দৃশ্য। আর এই মুহূর্তে কিন্তু সূর্যমামা যথেষ্ট হেলে পড়ছিল পশ্চিম সাইডে হয়তো ছিল প্রচন্ড তাপ তবে তার আলোতে পাতার বুকে জমা এই পানিগুলো উধাও হয়ে যাচ্ছিল না। যেন ধানের জমিগুলো থেকে গম্ভীর একটি অনুভূতি বুঝতে পারছিলাম আর কেমন গুমটি একটা বাসনা নাকে এসে লাগতে থাকলো। তবে বিকেল মুহূর্তের এই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে কার না ভালো লাগে, যদি চোখের সামনে থেকে থাকে এমন অপরূপ সবুজে ঘেরা ধানের ক্ষেত।

IMG_20230403_181049_063.jpg

IMG_20230403_181055_520.jpg

IMG_20230403_181107_447.jpg



হয়তো আমরা দেখতে পারছি ঘন সবুজ ধানের পাতা গুলো কয়েকটা ধান গাছে শীষ চলে এসেছে কিন্তু এর পেছনে কত কৃষক ভাইয়ের অবদান রয়েছে কে তা স্মরণ করে। আমরা যখন প্রতিনিয়ত তিন বেলা ভাত খায় তখনও কি খেয়াল করে থাকি এই যে ভাত মুখে তুলতেছি এ ভাতগুলো আমাদের মুখ পর্যন্ত আসার পিছনে কত কৃষকের অবদান রয়েছে। সেই ধানের জমি চাষ করা থেকে শুরু করে ধান লাগানো সার ছিটানো, আগাছা দমন করা, ধানের জমিতে সেচ দেওয়া, ধান কাটার সময় হলে বিভিন্ন জায়গা থেকে লেবার সংগ্রহ করে ধান কেটে বা ধান মাড়াই করে নতুন ধান বাড়িতে নিয়ে আসা,এরপরে ধান সিদ্ধ,চাউল তৈরি করা তারপরে হয়তো বাজার থেকে অথবা নিজেদের পরিবার থেকেই চাল গ্রহণ করে ভাত রান্না করা। কৃষক ভাইদের এই অবদানগুলো এতটাই সম্মানীয় যার মূল্যায়ন করা কঠিন কারণ কৃষক ভাইয়েরা মনের কষ্টে বা আনন্দে নিজ দায়িত্বে কৃষি কাজ করে আপনার আমার সকলের অন্য যোগানোর চেষ্টা করে থাকে কিন্তু পথে ঘাটে আমরা তাদেরকে ভুল করে মূল্যায়ন করিনা অবহেলার দৃষ্টিতে দেখে থাকি।এগুলো আমাদের বোকামি। আজকে দেখুন কত সুন্দর সবুজে ঘেরা এই মাঠের দৃশ্য সৃষ্টি করেছে কৃষক ভাইয়েরা শুধুমাত্র আপনার আমার আমাদের সকলের অন্য যোগানোর জন্য। বিকেল মুহূর্তে ফটোগ্রাফি করতে কতই না মনের মধ্যে ভালো লাগার সৃষ্টি হচ্ছিল এই দারুন দৃশ্য দেখে আর এই দারুন দৃশ্যের পিছনে শুধু কৃষক ভাইদের অবদান। আশা করি আমার আজকের এই পোষ্টের মধ্য দিয়ে আপনারা কৃষক ভাইদের এই সুন্দর অবদানের প্রতি সজাগ সচেতন হবেন এবং আরো বেশি শ্রদ্ধাশীল হবেন।

IMG_20230403_181110_247.jpg

IMG_20230403_181117_639.jpg

IMG_20230403_181124_199.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কৃষকেরা এই সময়টাতে খুবই ব্যস্ত সময় পার করে জমিতে ধান রোপন করার জন্য। আর যখন শীতকালে নবান্ন উৎসব হয় তখন কৃষক সোনালী ধান দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। খুবই ভালো লাগলো আপনার এই পোষ্টটি দেখার পরে।

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কৃষকের ফসলের মাঠ সম্পর্কে কিছু আলোচনা। আসলে আপনাদের গ্রামে বেশিরভাগ মাঠের জমি পুকুর হয়ে গিয়েছে। বাদবাকি জমিগুলোতে ধান চাষ করা হয়। ঠিক বলেছেন মামা আপনি এপ্রিল মাসে আসলেই প্রচন্ড গরম পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি মামা সুন্দরভাবে তুলে ধরার জন্য

ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। আপনাদের দিকে পুকুর এবং চাষাবাদের জমি অনেক। ধানক্ষেত বা পুকুর পাড়ে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে আমার। আসলে কৃষকরা প্রচুর পরিশ্রম করে ধান রোপণ করে। তাই আমি মনে করি আমাদের সমাজে কৃষকদের ভূমিকা অনেক। দোয়া করি যেন কৃষকেরা কাঙ্খিত ফসল পায়। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাই। তাদের জন্য আমাদের দোয়া করার প্রয়োজন আছে

সত্যি বলেছেন ভাই আমাদের প্রতিদিনের খাবার আমাদের কৃষক ভাইয়েরা যোগান দেয়। কত কষ্ট করে তারা এই ফসল ফলায়। সকল কৃষক ভাইদের কে উপযুক্ত সম্মান দিতে হবে আমাদেরকে। তারা যদি একবেলা কাজ করা বন্ধু দেয় তাহলে আমাদের হয়তো এক বেলা না খেয়ে থাকতে হবে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলে ভাই আমাদের সকল বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন আছে

গ্রামবাংলা এই দৃশ্যগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। গ্রামের কৃষকেরা যখন তাদের ফসলের জমিতে ধানের চারা লাগায়, সেই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ হয়।তাই আপনার দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগলো

চেষ্টা করেছি ভাই আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার জন্য

এই সময় ধানের চারা রোপণের উপযুক্ত সময়। এই সময়ের ধান কৃষকেরা হেমন্তকালে ঘরে তুলে। তখন নতুন ধান ঘরে তুলার জন্য গ্ৰামের প্রতিটা ঘরে ঘরে নবান্ন উৎসব পালন করা হয়। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা ভাত খেতে পারি। কিন্তু অনেক সময় তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পায় না। যাই হোক খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

হ্যাঁ আপু আমাদের এদিকে ধান লাগানো প্রায় শেষ