হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৪৫ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৪৫ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- আমিরুল হক চৌধুরীর
- চঞ্চল চৌধুরী
- বৃন্দাবন দাস সহ আরো অনেকে
হাড় কিপটে নাটকের ৪৫ তম পর্বের লক্ষ্য করা যায় নজর আলী কৃপণের ভাগ্নে গোল্লা মামার হাতে লাঠির দৌড়ানি খেয়ে বাড়ির বাইরে চলে আসে এবং তার ছোট মামাতো ভাই নহর ঠিক একই ভাবে বাবার হাতে দৌড়ানি খেয়ে রাস্তায় এসে উপস্থিত হয়। দুইজনার অপরাধ ভাগ্নে মামার কাছে জমির ভাগ চায় আর ছোট ছেলে বাবার কাছে সম্পত্তির ভাগ চাই, যেন তার বাবা তার নামে জমি জায়গা লিখে দেয় এবং সে বিয়ে করতে পারে। তাই নজর আগে কৃপণ বুঝতে পেরেছে তার ছেলে এবং ভাগ্নেরা ঠিকই তার প্রতি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সে সবাইকে লাঠিপেটা করার মত বাড়িছাড়া করার চেষ্টা করল। কিন্তু তার মনের মধ্যে ক্ষোভ রয়ে গেছে তার স্ত্রী তার নিজের পক্ষে নাই। কিন্তু তারা দুইজন বাইরে এসে একে অপরের সাথে হাসাহাসি করছে এই জন্য যে দৌড়ানি খেয়ে এসেছে। তবে গোল্লা তার মামাতো ছোট ভাইয়ের কাছে সাধু সাজলো এই জন্য যে, তার মামা যতই তাকে দৌড়ানি দিক মারতে তো পারছে না কারণ সে মামা। এদিকে নহর কি বলে বাবা বেঁচে থাকতে জমির ভাগ চেয়েছে। এই জায়গায় সে বড় অপরাধ করেছে।
এদিকে নজর আলী কৃপণের বড় ছেলে ফজর তার প্রেমিকার প্রতি বেশ রাগ ও খুব প্রকাশ করছে,কেন সে তার মেজ ভাইকে লুঙ্গিটা দান করে দিল। এতক্ষণে চুমকি বুঝতে পারছিল না তার প্রেমিকা কেন তার প্রতি রাগ করছে। যখন সে বলল বহর তাকে ভাবি ডেকেছে তাই উপহারস্বরূপ লুঙ্গিটা দিয়ে দিয়েছে তাই তখন সে খুশি হয়ে গেল। কারণ ভাইদের মধ্যে বহর সবসময় বিরোধিতা করত তাদের প্রেমকে নিয়ে। চুমকি তার প্রেমিককে আশ্বাস দিল সে যেন নতুন আরেকটি লুঙ্গি কিনে নাই তাই আঁচলের টাকাটা বের করে দেয়। চুমকির মনের মধ্যে শুধু একটাই আশা সে যে কোন মূল্যে ফজরকে পেতে চায়। তাই এত কিছু অপেক্ষা করে এখনো চেয়ে আছে তার দিকে।
এ পর্যায়ে নতুন একটি মুখের আবির্ভাব ঘটেছে, তা হচ্ছে শিবানীর সাথে গল্প করতে এসেছে নতুন একটি প্রতিবেশী। কিন্তু প্রতিবেশীর সাথে বিরূপ আচরণ করাই উনি একটু কষ্ট পেলেন। কারণ শিবানী যে কোন অজুহাত দেখিয়ে মানুষকে ঘরে উঠতে দেয় না গায়ে হাত লাগাতে দেয় না। শিবানীর মনের মধ্যে একটা চিন্তা কারো সাথে অন্তরঙ্গ হতে গেলেই হয়তো তার কিছু খরচ হবে। কারণ সে কৃপণের বাচ্চা কৃপণ। কিন্তু মহিলাটা বেশ হাসিখুশি ভাবেই তার আচরণগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করলে এবং গল্পে লিপ্ত হলো।
এদিকে মজনুকে দোকান থেকে খেদিয়ে দিয়ে তার বড় ভাই ভালো সুন্দরভাবে জমিয়ে তুলেছে দোকানটা। সে চায় তার দোকানে একটি গান চলার মত রেডিও অথবা ক্যাসেট থাকুক। আর এই সুযোগে মজনুর বন্ধুদের আড্ডা খানা ভেঙে গেছে জায়গা করে নিয়েছে বহর। বহর তার মজনুর বড় ভাই অর্থাৎ বন্ধুর কাছ থেকে চা পান করার ইচ্ছে পোষণ করতে গিয়েও পারেনা। কারণ চায়ের কথা তুলতেই বন্ধু বলে বসে সে ভালো চাপ তৈরি করতে পারে না তার বউ সুন্দর চা তৈরি করতে পারে। এদিকে বহরতাকে পরামর্শ দিল যে তার বউকে যেন দোকানে কাজে লাগিয়ে দেয় কেন বসে বসে পরে মেয়েকে খাওয়াবে। ঠিক এমনই কথাবাত্রায় শেষ পর্যন্ত বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়ে গেল, হয়ে গেল মনের মালিন্য। অতঃপর বহর মনের খুব নিয়ে বেশ কিছু পূর্বকথা তুলে বন্ধুর দোকান থেকে বিদায় হল।
হাড় কিপটে নাটক ৪৫ তম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি নজর আলী কৃপণের ছোট ছেলে এবং ভাগ্নে গোল্লা আগের মত আর মামার বাড়িতে বা বাবার বাড়িতে চলাচল করতে পারছে না তাড়া খেয়ে এসে। তারপরেও তাদের মধ্যে লজ্জা সৃষ্টি হয়নি বরঞ্চ একে অপরের সাথে কথা তর্কাতর্কি করছে এই জন্য যে তারা তাড়া খেয়ে এসেছে। এদিকে গোল্লার প্রশ্ন তারা দুই ভাই যে এমন পরিবেশের মধ্য থেকেও প্রেম করে বসে আছে তাদের ভবিষ্যৎ টা কি? নতুন আর একটা বিষয় এই পর্বের লক্ষ্য করা গেছে তা হচ্ছে মজনুর দোকান এখন তার বড় ভাই চালানো শুরু করেছে, এতে মজনুর বন্ধুদের আড্ডাখানা ভেঙে গেছে। সেক্ষেত্রে আমরা অভিনয় বেশ ভালো লক্ষ্য করলাম মজনুর বড় ভাইয়ের এবং গোল্লা ও তার মামাতো ছোট ভাইয়ের কথোপকথনের মধ্যে। কারণ এরা নিখুঁতভাবে কথার ভঙ্গি রেখে অভিনয় করে চলেছে। তবে এখানে বিশেষ কোন হাস্যরস লক্ষ্য করা যায়নি এবং একঘেয়েমিতা লক্ষ্য করেছি অতিরিক্ত গোল্লা ও তার মামাতো ছোট ভাইয়ের কথোপকথন দেখে। একটি পর্বের মধ্যে তাদের এত কথোপথন দেওয়া ঠিক হয়নি। তাছাড়া বাকিগুলো সব ঠিক ছিল। অভিনয় কর্তার ভঙ্গিমা অঙ্গভঙ্গি সবদিক থেকে ঠিক ছিল। তাই সেক্ষেত্রে বলতে পারি হাস্যকর নাটকের সুন্দর অভিনয় এই পর্ব থেকেও বাদ যায়নি।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে হারকিপটে নাটকের বেশ দারুন একটি পর্ব শেয়ার করেছেন রিভিউ করে। আপনার এই রিভিউ এর মধ্য দিয়ে অসাধারণ অভিনয়ের অনুভূতি প্রকাশ পেয়েছে। এ ফটোগুলো আমার তেমন একটা দেখা নেই তবে আপনাদের মাধ্যমে দেখার সুযোগ মিলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি পর্ব টা দেখবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজও আপনি হারকিপ্টে নাটকের রিভিউ করেছেন দেখে অনেক ভালো লাগলো নাটক দেখার সময় তেমন পাইনা ভাইয়া। তবে এই নাটকটির অনেক নাম শুনেছি। খুব হাসির একটি নাটক। আর এই নাটকে সবাই খুব ভালো অভিনয় করেছে শুনেছি। আর তার পাশাপাশি আপনিও কিন্তু নাটকটির রিভিউ অনেক সুন্দর করে আমাদের মাঝে রিভিউর মাধ্যমে তুলে ধরছেন। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাই আপু হাসির নাটক দেখে ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামিন পেক্ষাপটে করা নাটকের মধ্যে হার কিপটে অন্যতম।গ্রামে এখনক এমন মানুষের বাস রয়েছে।এই ধরনের মিল শুধু গ্রামেই পাওয়া যায়।খুব চমৎকার একটি নাটক রিভিউ করেছেন আপনি। শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ বেড়ে গেল।সময় করে নাটকটি দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশাকরি দেখবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড়কিপটে নাটকটা অনেক বেশি সুন্দর। আর আপনি প্রতিনিয়ত এই নাটকটার পর্বগুলো রিভিউর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করছেন দেখে ভালোই লাগছে আমার কাছে। দেখতে দেখতে এই নাটকের ৪৫ টা পর্ব শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা পর্বের মতো এই পর্বের রিভিউ টাও সুন্দর ছিল। এখন অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব আগামীর সোমবার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit