লাইফ স্টাইল: বিশেষ বিশেষ প্রয়োজনে গাংনী বাজারে কেনাকাটা

in hive-129948 •  9 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রচন্ড গরমে লোডশেডিং হাওয়ায় প্রয়োজন বিকল্প সোলার সার্ভিস। যার মাধ্যমে সারা দিন চলবে রাউটার অনু এমন কি সৌর ফ্যান ও লাইট। আর ঠিক তেমনি বিশেষ কিছু কেনাকাটার জন্য গতকাল বিকেলে উপস্থিত হয়েছিলাম গাংনী বাজারে। আর সেই সময়ের কেনাকাটার অনুভূতি আপনাদের মাঝে প্রকাশ করতে উপস্থিত হলাম। আশা করি এই ব্লগের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।



IMG_20240403_162709_613.jpg


ফটোগ্রাফি সমূহ:



বিশেষ কিছু প্রয়োজনকে সামনে রেখে আমি আর মুস্তাফিজুর উপস্থিত হলাম নিকটস্থ গাংনী বাজারে। মুস্তাফিজুর এর প্রয়োজন সৌর প্যানেলের জন্য একটি ডাইসেল ব্যাটারি এবং তার প্রয়োজনীয় সরঞ্জাম। এদিকে আমার প্রয়োজন প্রচন্ড গরমের জন্য ঘরে কিছু হার্ডবোর্ড কিনতে হবে। পাশাপাশি আপনাদের নতুন ইউজার জান্নাতুল জিরো ওয়ান তার মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিল ঠিক করে আনার জন্য। আমাদের পরিবারের একমাত্র ছোট ছেলে সন্তান রাজ বাবু মোবাইলটা বালতির পানির মধ্যে গোসল করিয়েছে। তাই সার্ভিসিং প্রয়োজন। এই তিনটা বিশেষ উদ্দেশ্য মাথায় রেখে বাইক যোগে চলে গেলাম গাংনীতে। গাংনী বাজারে উপস্থিত হয়ে দেখলাম মানুষের ভিড় খুবই কম। মানুষের ভিড়ের জন্য গাংনী বাজারে পা রাখা যায় না। আর ঈদের সময়টা আরো মানুষের ভিড় থাকে বেশি। কিন্তু কালকে দেখলাম ব্যতিক্রম। হয়তো প্রচণ্ড গরম পড়ছে এই জন্য হতে পারে।


IMG_20240403_171154_344.jpg

IMG_20240403_171148_323.jpg



প্রথমে আমরা মোবাইলটা সার্ভিসিং করতে রেখে আসলাম গাংনীর জনপ্রিয় সার্ভিসিং সেন্টার 'নেট ফাস্ট' নামক মোবাইল সার্ভিসিং ঘরে। মোবাইলের সমস্যার কথা জানিয়ে আধা ঘন্টার জন্য চলে আসলাম মুস্তাফিজুরের সোলার ব্যাটারি কিনতে। কারণ তারা বলে দিল আধা ঘন্টা পর আসলে দেখবেন মোবাইল ঠিক করে রেখে দিয়েছি। সেই সুযোগে এদিকের কেনাকাটা সম্পূর্ণ করার চেষ্টা। আমার সুপরিচিত মা ব্যাটারি হাউসে উপস্থিত হলাম।


IMG_20240403_162809_071.jpg

IMG_20240403_162737_572.jpg



এটা মূলত নতুন ব্যাটারি বিক্রয় সহ বিভিন্ন গাড়ির সরঞ্জাম বিক্রয়ের ঘর। তবে উনারা পুরাতন ব্যাটারি কিনে রাখেন, গাড়ি থেকে যে সমস্ত ব্যাটারিগুলো চেঞ্জ করা হয়। আর আমাদের মত কাস্টমাররা উপস্থিত হয় প্রথম ব্যাটারির মধ্যে যেগুলো একটু সার্ভিস দিতে পারবে ভালো সেগুলো কেনার জন্য অথবা নতুন ব্যাটারি ১/২ পিস কেনার উদ্দেশ্যে। প্রথমে আমরা পুরাতন সেকেন্ড হ্যান্ড ব্যাটারির দাম জানতে চাইলাম এবং চেক করলাম। মূলত আমি এই বিষয়টা মোটামুটি জানি যে কোন ব্যাটারিগুলো সোলারে ব্যবহার করা যাবে। ১২ ভোল্টের ব্যাটারি সর্বোচ্চ সাড়ে ১৪ ভোল্ট পর্যন্ত চার্জ গ্রহণ করতে পারে। তবে পুরাতন ব্যাটারিগুলো সেক্ষেত্রে ১১ ভোল্ট পর্যন্ত যদি ভালো তা পাওয়া যায় সেগুলো নেওয়া যায়। সেগুলা প্যানেলে অথবা আইপিএস এর ব্যবহার করা যায় এক্ষেত্রে 2 হাজার টাকা সাশ্রয় হয়। ঠিক তেমনই উদ্দেশ্য নিয়ে আমাদের উপস্থিতি।


IMG_20240403_162744_960.jpg

IMG_20240403_162748_926.jpg



তবে কোন রকম ব্যবহার করা যাবে এমন একটি ব্যাটারি দেখলাম। যার মূল্য দিতে হবে ৩৭০০ টাকার উপরে। এদিকে নতুন ব্যাটারি ছয় হাজার টাকা একটু বেশি। হিসেব করে দেখলাম ব্যাটারিটা ৯ থেকে ১২ ভোল্টের মধ্যে ওটা নামা করছে। চার্জ ফুল করলে ১২ ভোল্ট দেখাবে। তবে বেশিক্ষণ লাস্টিং করবে না। তাই সিদ্ধান্ত নিলাম নতুন ব্যাটারি নিয়ে যাব। যেহেতু প্রচন্ড গরম কারেন্ট থাকে না লোডশেডিং হয়। এই মুহূর্তে আমরা যে কাজ করি অনলাইনে তাই সোলারে অনু রাউটার চালানোর সুযোগ রাখতে হবে। এদিকে এক দুইটা ফ্যান তিন-চারটা বাল্ব রাতে চলতে হবে। সে সমস্ত চিন্তা মাথায় রেখেই নতুন ব্যাটারি কেনার সিদ্ধান্ত নিলাম। বর্তমানে ডিজে ডিসি একটি দামি ব্র্যান্ড আর ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। তবে ৬০০০ টাকায় ১২০ এম্পিয়ারের ব্যাটারি তুলনায় আর একটা কোম্পানির ১৬০ এম এ এইচ এর ব্যাটারি পাওয়া যায়। আর এমন দুই কোম্পানির ব্যাটারি আমার কাছে রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি ডিজের চেয়েও ওই কোম্পানির ব্যাটারিটা বেশি সার্ভিস দিয়ে থাকে। তাই সিদ্ধান্ত নিলাম তার মধ্যে একটা নিয়ে নেই। তাই অবশেষে ৬০০০ টাকা দিয়ে নতুন একটা এর ব্যাটারি কিনে নিলাম।


IMG_20240403_163135_090.jpg

IMG_20240403_162931307_BURST0002.jpg



এরপর সোলারের কিছু সরঞ্জাম কেনার জন্য গাংনী বাজারের একটিমাত্র সোলার ঘর রয়েছে সেখানে উপস্থিত হলাম। কিন্তু সেখানে এতটা বেশি দাম বলতে থাকলো কেনার কোন সুযোগ সুবিধা পেলাম না। তাই চিন্তা করলাম শুক্রবার বাজারের দিন, বামুন্দি বাজারে উপস্থিত হয়ে আমার প্রিয় এক ইলেকট্রনিক্সের ঘর থেকে জিনিসগুলো কিনব এতে সেভ হবে প্রায় ৭০০ টাকা। এরপর মোবাইল সার্ভিসের ঘরে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। সার্ভিসিং খরচ দেড়শ পাশাপাশি উপরে গ্লাস লাগানো ৫০, টোটাল ২০০ টাকা খরচ হল মোবাইল সার্ভিস করতে। এরপর আমার হার্ডবোর্ড কেনার পালা। একটি গ্লাস হাউজে উপস্থিত হলাম। এখান থেকে মূলত এই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করে থাকে। চারটা হার্ডবোর্ড নিব দামদার হয়ে গেল ২৬০০ টাকা। কিন্তু যে গাড়িতে বহন করে নিয়ে যাব সেটা আমাদের চাচার অটো গাড়ি। ওই মুহূর্তে চাচার গাংনী বাজার থেকে বাড়িতে চলে এসেছে। অবশেষে পাড়াগাঁয়ের কোন গাড়ি সেখানে দেখতে না পারায় আর আমার হার্ডবোর্ড নেওয়া হলো না। তাই আমি আর মুস্তাফিজুর ব্যাটারিটা আর মোবাইলটা ঠিক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এভাবেই কালকে বিকেলের মুহূর্তটা আমাদের দুজনার গাংনী বাজারে কেটেছে।


IMG_20240403_170718_766.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়কেনাকাটা
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুরাতন জিনিস ক্রয় না করে নতুন জিনিস ক্রয় করে খুবই ভালো হয়েছে। কারণ সামান্য কিছু টাকার জন্য যদি পুরাতন জিনিস কিনতাম তাহলে হয়তো বা পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে হত। এখন যখন নতুন জিনিস কেনা হয়েছে আশা করি ভালোভাবেই সোলার এ কাজ করবে।

একদম ঠিক বলেছ, বেশ সার্ভিস পাওয়া যাবে।

এই গরমে আসলেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ এর ব্যাক আপ করানো গেলে তো বেশ ভালোই হয়। যদিও আমাএ অত জ্ঞান না থাকায় আপনার পোষ্ট এর অনেক কিছুই ভালো বুঝি নি। তবে এটুকু বুঝেছি, আপনি প্রতিটি কাজ করার আগেই বেশ নানাদিক চিন্তাভাবনা করেই করেন। এটা ভাল লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

আপু আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখান তাহলে খুব সহজে বুঝতে পারবেন।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy WhatsApp 01700817832

আসলে অনেক সময় এরকম কেনাকাটা করা লাগে। অনেক সময় অনেক কেছুর প্রয়োজন হয় আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো বিকেলটাই তো দেখছি আপনারা দুজন গাংনী বাজারে কাটিয়েছেন। আসলে পুরাতন কোন কিছু যদি ক্রয় করা হয় তাহলে আমার তো মনে হয় ওটা বেশি দিন ভালো যায় না। তাই নতুন কিছুই কেনা সব সময় ভালো। আপনি নতুন ব্যাটারি কিনেছেন দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বাজারে আপনাদের কাটানো মুহূর্তটা আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য।

এজন্য নতুন ব্যাটারি কিনেছিলাম যেন সৌর প্যানেল সংযোগ করে চলার প্যানেল এর মাধ্যমে ওয়াইফাই লাইন এবং ডিসি ফ্যান চালানো যায় সব সময়।

আসলে পুরাতন কোন কিছু কেনার থেকে না কেনাই ভালো। কারণ পুরাতন জিনিসগুলো একেবারেই অকেজ হয়ে থাকে৷ ইলেকট্রিক্যাল জিনিসের ক্ষেত্রে তো তা বলার কিছুই নেই। পুরাতন হলে তো তার কোন কথাই নেই৷ সেটি নষ্ট হবেই৷ তার থেকে নতুন জিনিস কেনাই ভালো৷ তাই আপনি নতুন একটি ব্যাটারি কিনেছেন৷ আসলে এখনকার সময় যেভাবে লোড শেডিং এর সমস্যা দেখা দিচ্ছে আমাদেরকে এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন না করলে কোন মতেই গরমে শান্তি পাওয়া যাবে না৷

হ্যাঁ ভাই পুরাতন জিনিস কিনলে শুধু ঝামেলা হয়।