আজ - শুক্রবার
১১ ফেব্রুয়ারি,২০২২ ইং।
হ্যালো বন্ধুরা,
আপনারা কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো ও সুস্থ রয়েছি। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন এবং এই কমিউনিটিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলুন। আসুন,করোনা মহামারীর সময় নিজেরা সজাগ ও সচেতন থাকি এবং পরিবার ও সমাজের মানুষদেরকে সজাগ সচেতন থাকার উৎসাহ প্রদান করি।
- লাইট মেরামতের সর্বস্তরের ফটো।
বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আপনাদের মাঝে একটি চায়না স্মার্ট লাইট নিয়ে উপস্থিত হয়েছে মেরামত করার উদ্দেশ্যে। প্রথমে ভালোভাবে লক্ষ্য করুন যে লাইটের সুইচ মাঝামাঝি অবস্থানে রয়েছে। উপরদিকে উঠালে উপরের বাতি জ্বলবে এবং নিজ দিকে টিপলে নিচের বাতি জ্বলবে কিন্তু নিচের বাতিটা ঠিক রয়েছে উপরের বাতিটা জ্বলছে না। হয়তো কিছু একটা নষ্ট হয়েছে। কেন যে জ্বলছে না সেটাই ঠিক করতে হবে। আসুন বাইরে থেকে পরীক্ষা করে দেখি।
দেখুন লাইটের সুইচ নিচ দিকে টিপ দেওয়াতে নিচের বাল্ব জ্বলে উঠেছে।সুইচটা উপরদিকে টিপ দেওয়াতে সামনের বাল্ব জ্বলে নায়। তাহলে বুঝতেই পারছেন সামনে বাতিটি না জ্বলার পেছনে কিছু একটা সমস্যা রয়েছে, তাই লাইটটি খুলতে হবে।
ক্রমিক নং | নাম |
---|---|
১. | চায়না লাইট |
২. | গ্লু স্টিক |
৩. | গ্লু গান |
৪. | তাতাল |
৫. | সিরিজ বোর্ড |
৬. | টেস্টার |
৭. | রাং |
৮. | রজন |
ধাপ :-১
• খুব মনোযোগ সহকারে উপর এবং নিচের অংশটি খুলে নিলাম।
ধাপ :-২
• এবার লাইটের বডির খাপ দুই টি আলাদা করতেই লক্ষ্য করলাম সামনের বাল্বের সার্কিট বোর্ড থেকে একটি তার খোলা।
ধাপ :-৩
• সার্কিট থেকে যে তারটি খোলা, সেটি হাতে নিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে লক্ষ্য করুন। এখন আমাদের মেইন পয়েন্ট খুঁজে বের করতে হবে যে তারটি কোথা থেকে ছিটকে গেছে।
ধাপ :-৪
• যেহেতু তাতাল দিয়ে তারটি লাগাতে হবে সেহেতু লাইট এর কেসিং থেকে ভেতরের অংশ গুলো বের করে নিলাম।
ধাপ :-৫
• বন্ধুরা, আপনারা খুব মনোযোগ সহকারে ভালোভাবে লক্ষ্য করুন যে বাল্ব এর সার্কিট বোর্ডের প্লাস পয়েন্ট থেকে তার খুলে গেছে। তাই উপরের বাল্বটা জ্বলতে ছিল না। এখন আমাদের তারটা সংযুক্ত করতে হবে তাতাল দিয়ে।
ধাপ :-৬
• তাতাল টা সিরিজ বোর্ডে দিয়ে গরম করে নিলাম।
ধাপ :-৭
• এবার খুলে যাওয়া তার টিতে একটু বেশি পরিমাণে রাং ধরে নিলাম তাতাল দিয়ে। যাতে তার টা লাগানো খুব সহজ হয়।
ধাপ :-৮
• দুঃখিত বন্ধুরা! তারতি লাগাতে গিয়ে মাইনাস তার অর্থাৎ রেজিস্ট্রারের লাইন খুলে গেল। এ থেকে বুঝতে পারলাম যে, কোম্পানি খুব নরমাল ভাবে তার সংযোগের কাজ করেছে। কারণ, ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে ওয়ার লাগালে টানাটানি করেউ ছুঁড়তে চায় না। যাইহোক! কি আর করার? এটাও লাগাতে হবে।
ধাপ :-৯
• মাইনাস পয়েন্টে আগে রাং লাগিয়ে নিলাম, এরপর তার সংযুক্ত করলাম।
ধাপ :-১০
• দেখুন বন্ধুরা তার লাগানো শেষে সুইচ সামনের দিকে অন করেছি কিন্তু বাল্ব জ্বলে না। এতে বোঝা যাচ্ছে আরও কিছু সমস্যা রয়েছে। হয় তো বা বাল্ব নষ্ট, নয় তো বা সুইচে সমস্যা রয়েছে।
ধাপ :-১১
• সুইচ সামনের দিকে অন রেখে সুইচ-বডি সার্কিট-বোর্ড এর সাথে চাপ দিয়ে ধরলাম। এতে সামনের বাল্ব ক্লিয়ার ভাবে জ্বলে উঠলো। এ থেকে বুঝতে পারলাম যে সুইচটার টানার নাইনটি সার্কিট বোর্ড এর সাথে ভালোভাবে আটকানো নেই। অথবা দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্ষয় হয়ে গেছে, তাই ঢিল হয়ে গেছে।
ধাপ :-১২
• বন্ধুরা, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে সার্কিটের লেখা 'বি মাইনাস' এর নিচে একটি দাঁত বসিয়ে দেওয়া হয়েছে এবং আমার হাতের বুড়ো আঙ্গুলের নিচে একটি দাঁত বসিয়ে দেয়া হয়েছে। মূলত এ দাঁত দুইটা সুইচের টানা লাইন। এই লাইন দুইটা সব সময় খাড়া থাকে। দীর্ঘ ব্যবহারে ফলে ভেতরের বডি ক্ষয় হয়ে গেলে এই লাইন দুটো ঢিলা হয়ে যায়, তাই বসিয়ে দিলে সুইচ এর ভেতরে সঠিকভাবে সংযুক্ত হয়ে কাজ করতে থাকে ।
ধাপ :-১৩
• সুইচের টানা লাইন বসিয়ে দেওয়াই বাল্ব জ্বলে উঠেছে। সুইচ অন করা মাত্র বাল্ব ক্লিয়ার ভাবে জ্বলছে। এতে বোঝা যাচ্ছে যে লাইট এখন পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে।
ধাপ :- ১৪
• এবার ঠিক আগের মত করে লাইট এর কেসিং বডিতে ভেতরের অংশগুলো যথাযথ স্থানে বসিয়ে নিলাম।
ধাপ :-১৫
• এবার উপরের খাপটি লাগিয়ে দিলাম। সামনে পিছনের খাপগুলো লাগিয়ে লাইটটির অরজিনাল চেহারা ফিরে এলো।
ধাপ :১৬
• এবার লাইটের সামনের সুইচ অন করলাম দেখুন বাল্বটি ভালোভাবে জ্বলে উঠেছে। অর্থাৎ আমার কার্যক্রম সাকসেস হয়েছে।
শেষ ধাপ :
• লাইটটি আলো জ্বালিয়ে আমার হাতে রেখে একটি ফটো উঠালাম।
আর এই সফলতার মধ্য দিয়ে আমি আমার আজকের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করলাম।
💖আমার পরিচয়💖
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Al dual camera-8mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহাফেজ।