আজ - বুধবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে থাকবে বিরহ অনুভূতিমূলক একটি সুন্দর কবিতা, আশা করি আবৃত্তি করতে ভালো লাগবে সকলের। তাহলে চলুন কবিতাটা আবৃতি করে।
কবিতা
নাম:
ফিরে তাকায়খুঁজে পাই তোমায় এ মনের আঙিনায়।
খুঁজে ফিরি সেই ফেলে আসা সুখ
যে সুখে ভরে উঠতো অভাগা এই বুক।
আমি খুঁজে ফিরি মনের গহীন থেকে
তোমার পদার্পণ ছিল যেথায়।
চোখ বন্ধ করলে এখনো দেখি
নুপুর পায়ে আসছো চেয়ে আমার কলিজায়।
এখনো কল্পনায় হারায় তোমার মাঝে
ফিরে পায় একরাশ অনুভূতি আর সুখ।
এইতো সেদিন তুমি আর আমি একই পথ ধরে
চলেছিলাম কত না হাসি আনন্দের ছলে।
এখনো মনে হয় চিড়িয়াখানার বাঁদর দুইটা আমাকে ভুলে নাই।
কিন্তু তুমি এক নিমেষে কিভাবে ভুলে গেলে আমায়।
মনে কি পড়ে দুজনে করমচাঁ তুলে খাওয়ার কথা
তুমি ভুলে গেলেও আমি তা কখনো ভুলি না।
মধুর স্মৃতি কখনো কি ভোলা যায়?
যেখানে ছিল পবিত্র বন্ধন নির্জন নিরালায়।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
প্রত্যেকটা মানুষের জীবনে কম না কম মধুর স্মৃতি থেকে থাকে। আর সেই সমস্ত স্মৃতিগুলো একদিন অতীত হয়। ভালো-মন্দ সময়ের মধ্য দিয়ে মানুষ জীবন পার করে। আর এই মুহূর্তে অতীতের মতো স্মৃতিগুলো স্মরণে আসলে সত্যি অন্যরকম ভালোলাগা জাগ্রত হয়। তবে কিছু কিছু অতীত স্মৃতি মানুষকে নিরাশ করে, হতাশায় ফেলে দেয়। ঠিক তেমনি কিছু মধুর স্মৃতি মানুষকে বারবার আহত করে থাকে। ঠিক তেমনি কিছু স্মৃতি যখন মনের মধ্যে আসে তখন মানুষের মাঝে ব্যক্ত করতে না পারলেও, সেই সমস্ত স্মৃতি কাহিনী গুলো কবিতার ভাষায় ব্যক্ত করা সম্ভব। ঠিক তেমনি অনুভূতিতে লেখা এই কবিতা। যেখানে অতীতে ফিরে তাকিয়ে মনে করা হয়েছে অনেক কথা। যেন এই সমস্ত স্মৃতিগুলো হয়ে আছে মালা গাঁথা। যেন স্মৃতিরাও কথা বলে। ফিরে পাওয়া যায় অতীতের সেই মধুর আলাপন,প্রিয়জনের সাথে চলাচলের অনুভূতি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
11-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন কিছু অতীত আছে যা কখনো ফিরে তাকাতে নেই শুধু কষ্ট আর কষ্ট দেয়। আবার এমন কিছু অতীতের স্মৃতি আছে যেগুলো স্মরণ করলে মনটা গর্বে ভরে যায়। তবে আমি বলবো না যে এমন কোন অতীতকে স্মরণ করবেন না যা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। সুন্দর কবিতা লিখলেন অনেক ভালো লেগেছে পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্মরণ করতে না চাইলেও স্মরণ হয়ে যাবে এটাই স্বাভাবিক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবারই অতীত আছে আর সেখানে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি। এই স্মৃতির মধ্যে কিছু কিছু স্মৃতি যেটা ভাবলেই খুব খারাপ লাগে। আপনি আজকে চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে ছন্দ মিলিয়েছেন এবং কবিতাটির ভাব অর্থ অনেক সুন্দর। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit