হাই বন্ধুরা!
হাই
বন্ধুরা!আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। প্রথমে বলে রাখি,
মানুষ ভুলের উর্ধ্বে নয়, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকে আমি লজ্জা বিষয় নিয়ে আপনাদের মাঝে আরো একটি জেনারেল রাইটিং শেয়ার করতে চলেছি। আশা করবো আমার এই লেখা আপনাদের অনেকের বিবেকে আসবে এবং ভুল ত্রুটির মধ্যে থাকলে নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনজনদের সঠিক পথ দেখানোর সুযোগ এনে দিবেন।আলোচনার বিষয়: লজ্জা |
---|
যে মানুষের মধ্যে লজ্জা রয়েছে, তার মধ্যে তত সভ্যতা রয়েছে ধর্ম রয়েছে, রয়েছে ধর্মীয় শিক্ষা। আর যার মধ্যে লজ্জা কমে গেছে তার রয়েছে ব্যাপক ক্ষতি, সে সর্বদা পথভ্রষ্ট। জিনা বেবিচার সহ বিভিন্ন গতিতে ক্ষতিগ্রস্ত। সমাজের দিকে লক্ষ্য করলে আমরা সেটাই বেশি দেখতে পাই। যারা লজ্জা কে ভুলে বেহায়াপনা কাজে লিপ্ত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেকে প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, নিজের লজ্জা হারিয়ে আবার অনেকেই গোপনে। মানুষের লজ্জা থাকা ভালো বেশি লজ্জা প্রয়োজন নেই আবার লজ্জা অল্প প্রয়োজন নেই। যেমনটা থাকা প্রয়োজন ঠিক তেমনটাই দরকার। কারণ অনেকেই অনেক যুক্তিসম্মত উক্তি দিয়ে উল্টাপাল্টা কথা বলে থাকে। যেমন অনেকেই বলে লজ্জা করে অঙ্গ ঢেকে রেখে হবেটা কি, যেদিন সিজার করে বাচ্চা হবে, সেদিন তো সব দেখেই ফেলবে। অথবা সন্তান প্রসব করবে নরমালে সেদিনই তো অনেকে দেখবে। আসলে এই সমস্ত বিবেকহীন মানুষের কথা যদি তাদের মধ্যে জাগ্রত বিবেক থাকতো তারা কখনো এই সমস্ত কথা বলত না। একটা মানুষ জন্মের পর থেকে সাত বছর পর্যন্ত বুদ্ধি জ্ঞান হয় না, সে যে কোন মুহূর্তে উলঙ্গ অবস্থায় থেকেই থাকে তাই বলে কি বড় হলে উলঙ্গ থাকতে হবে। যারা এই জায়গায় বিবেক করে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনি যখন ছোট ছিলেন আপনার প্রসাব পায়খানা হয়ে গেলে আপনার আম্মা পরিষ্কার করে দিত। বড় হয়েছেন, এখনো কি আপনার আম্মা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়? সেটা নিশ্চয়ই না। হয়তো কিছুটা বোধগম্য হয়েছে। আরো ক্লিয়ার করে বলি। সাত বছরের আগে আপনি জগত সম্পর্কে কতটুকু বুঝতেন। এখন তো তার চেয়ে বেশি বুঝেন তাই না। তাই বিবেক বুদ্ধি হওয়ার সাথে সাথে নিজেদের হেফাজতে নিয়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ সবকিছু তো আর খোলামেলা আলোচনা ওজন করা যায় না। যাদের বুদ্ধি বিবেক আছে তারা একটু জাগ্রত হলেই বুঝতে পারে।
আমি আশ্চর্য হই মানুষের লজ্জাহীন ভাবে চলাফেরা করতে দেখে। আমি অবাক হই মানুষ কিভাবে নিজের ইজ্জতকে বিলিয়ে দিয়ে মিডিয়ার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও ধারণ করে শেয়ার করে। কেন আপনার মত তো লাখ লাখ মেয়ে মানুষের রয়েছে দুনিয়ায় তাদের তো প্রয়োজন হয় না। সেও মহান সৃষ্টিকর্তা সম্পর্কে জানেন এবং তার আইন সম্পর্কে জানেন তবে আপনি কেন জেনেও মানেন না। আপনার কি বিচারের সম্মুখীন হতে হবে না। আজকে আপনার মাধ্যমেই তো আরো দশ জন খারাপ জিনিস শিখছে এটা কি বিবেকে আসে না। ছোটবেলায় নানী-দাদীদের মুখে শুনতাম মাথার কাপড় পড়তে নায়, সব সময় কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে হয়। গোপন স্থানগুলো যেন অন্যরা অনুভব না করতে পারে সেভাবে ডেকে চলতে হয়। বাইরের পরিবেশে অপ্রয়োজনে চলাচল না করাটাই বেটার। পর পুরুষের সাথে উচ্চস্বরে কথা না বলাটা ভালো। কিন্তু এখন তো দেখা যায় সবকিছুই ধুলিস্যাৎ হয়ে গেছে। প্রয়োজন অপ্রয়োজনে ছেলেদের ওভারটেক করে আজ আমাদের মেয়েরা হাটবাজারে ঘুরে বেড়াচ্ছে ইচ্ছেমতো। আবার অনেকেই এমন এমন পোশাক পরে চলছেন যেন বাবার বয়সী ছেলেরাও কুনজর দিতে ভুল করছেন না।
এই ক্ষেত্রে কি নিজের বিবেকে একটু বাঁধে না। নিজের লজ্জা নেই বলে এমন অবস্থা। সেই সমস্ত মানুষের দিকে তাকাতে হবে। যারা লজ্জা কে নারীর অলংকার মনে করে পদ্মা মেনে শৃঙ্খলার মধ্যে চলাচল করছে। আজকে বেপর্দা লজ্জাহিন মানুষের জন্যই অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একজন নির্লজ্জ মানুষের জন্য আর একজন ভালো মানুষ বিপদে পড়ছেন। ঠিক এভাবেই নারী-পুরুষ উভয়ের মধ্য থেকে যেন লজ্জার লিমিট ক্রস করে চলছে। আমরা জানি পুরুষ মানুষের লজ্জা স্থান সবসময় ঢেকে রাখতে হবে। নারীদের লজ্জার স্থান সেভাবে থেকে হেফাজতে রাখতে হবে। কিন্তু দিনশেষে লক্ষ্য করা যায় নারী-পুরুষ কেউ সেগুলো মানছে না যেন দিন দিন বেপরোয়া ভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে। তবে সবার মাথায় একটা বিষয় রাখতে হবে আপনি আমি যতই খারাপ হই না কেন মহান সৃষ্টিকর্তার যে বিধান রয়েছে সেটা কোনদিন বদলাবে না। আপনার আমার কুকর্মের জন্য একদিন সেই সাজা প্রাপ্ত হতেই হবে। তাই সময় থাকতে আমাদের শৃঙ্খলার গণ্ডির মধ্যে এসে বসবাস করা প্রয়োজন এবং আগামী প্রজন্মদের সঠিক পথ নিদর্শন করা প্রয়োজন। এতে লজ্জার লিমিট ঠিক থাকবে এবং সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। মহান সৃষ্টিকর্তা সবার মধ্যে সঠিক জাগ্রত বিবেক এনে দিন, এই কামনা করি।
বিষয় | লজ্জা |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
Photo editing app | picsart app |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া যে মানুষের লজ্জা আছে সে মানুষ সব দিক দিয়ে উত্তম। যাদের লজ্জা থাকে তারা চলাফেরা হতে ধর্মীয়ভাবে সবকিছু মেনে চলে। তবে এখন বেশিরভাগ মানুষ লজ্জা বিহীন ভাবে চলাফেরা করে। আর লজ্জাহীন মানুষের কারণে অনেক সময় ভালো মানুষ বিপদে পড়ে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit