স্বরচিত অনুভূতিমূলক কবিতা ||সঙ্গী যখন বিরহের গান

in hive-129948 •  25 days ago 


আজ - বুধবার

১১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৮ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_24-08-28_09-37-52-735.jpg

Photography device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হাই বন্ধুরা,

সালাম নিবেন সকলে। আশা করি ভালো আছেন সবাই। সৃষ্টিকর্তা ভালো রাখুক সেই প্রত্যাশা সর্বক্ষণ। পূর্বের মতো আজ আমি উপস্থিত হলাম একটি হৃদয় আবেগ নিংড়ানো কবিতা নিয়ে। জানিনা কতটা সুন্দর কবিতার রূপ দিতে পেরেছি। তবুও মন থেকে অভিমানে ছাড়া পাওয়া কিছু শব্দ কবিতার অক্ষরে লিখে প্রকাশ করলাম। আশা করি কবিতাটি আবৃত্তি করবেন এবং গভীরভাবে অনুধাবন করবেন।

কবিতা

নাম:
সঙ্গী যখন বিরহের গান

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


জানো প্রিয়া

তুমি নেই তাই, এমনে আমার
আর আসে না অভিমান।

তুমি চলে যাওয়ায়
প্রতিদিন প্রতিরাত প্রতিক্ষণ
আমাকে সান্তনা দেয় বিরহের গান।

শুনি আসিফের কন্ঠে
নিজেকে শান্ত রাখতে
বেশ কিছু ভালো লাগার গান।

প্রিয়জন ধোকা দিলে
মনের কষ্ট সামলাতে
বিরহের গানগুলোই যেন হয়ে ওঠে প্রাণ।

আছে মনির খান
নিরাশ প্রেমিকের বন্ধু
যার গানগুলো করে হৃদয় সুশীতল।

কষ্টের প্রহরগুলো এতটা কঠিন
বেদনায় পা বাড়িয়ে হয়ে ওঠে সীমাহীন
তাদের সামলাতে গানগুলোই একমাত্র সম্বল।

কখনো শান্ত হয়
সনু-নিগমের গানে
হৃদয়ের রক্তক্ষরণ থেমে যায় নির্জনে

সান্তনা দিয়ে বলে
আমরা রয়েছি একই পথযাত্রী
বিরহ বেদনার আর্তনাদ কাটিয়েছি মনে মনে।

মাঝে মাঝে মনে হয়
কে আমি কে আমার আপন
ভাবতেই বেদনার বালুচর হয়ে ওঠে ধূসর

যে ছিল আপন
চিরন্তন হয়ে গেছে পর করে আমায় যাযাবর
নতুন যে হলো আপন সেও রাখে না মনের খবর।

হৃদয়ের আর্তনাদ কাঁদায় যখন
কিছু বিরহের গান সান্তনা দিয়ে বলে
এসো বন্ধু বিরহের মাতলামিতে রাঙায় ভুবন।

রাতে ইয়ারফোনটা
হয়ে ওঠে তোমার প্রতিনিধি
তুমি চলে যাওয়ায় এরাই অতি আপন।

বিরহের গান তোমাদের মত নয়
দেয় না মনে কখনো কষ্ট আঘাতের লাঞ্ছনা
ভরিয়ে দেয় মন সুরে সুরে দিয়ে সান্তনা।

আমিও গোপনে ভুল পথে পা রাখি
আবেগের তাড়নায় নয় তাই বিবেকেই ফিরে আসি
জানিনা কোথায় এর শেষ নিহিত হবে মনের যন্ত্রণা।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

কিছু মনের অনুভূতি মানুষের মাঝে ব্যক্ত করা যায় না, তবে কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। কিছু কথা প্রকাশ করলে নিজেরই ক্ষতি, তবুও চাপা রাখা যায় না। মনের মধ্যে জমে থাকা কিছু কষ্ট কখনো নিঃশেষ হয় না, তবে তা থামিয়ে রাখা যায়। পাশের মানুষ অতি আপন হওয়া সত্ত্বেও মনের খবর সব সময় বোঝেনা, সেখানেই বড় আফসোস। যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় নতুন করে বাঁচার, সে কখনোই খুঁজতে যায় না প্রিয়জনের কোন অনুভূতিতে অনুগত্য প্রকাশ করতে হবে। নিজের শরীরের রোগের যেমন ভাগীদার নেই, মনের কষ্টের ভাগীদার নেই। তবে সবাই প্রশান্তির জন্য প্রিয়জনকেই ভরসা করে, সব জায়গায় প্রিয়জনকে পেলেও মনের কষ্টের জায়গায় প্রিয় জন সান্তনা দিতে যায় না। যার মনে কষ্ট আছে তার সেখানেই ট্রাজেডি, বাস্তবতা আমারই মতন। হয়তো বিরহের গান গুলো সান্তনা ও বেচে থাকার বাণী, না জানি কবে সে ভালোলাগাটা হারিয়ে যায়। তবে এটা গ্যারান্টি থাকবে মনের কষ্ট কখনোই শেষ হয় না, ততদিন না নিজে শেষ না হওয়া যায়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কবিতা দারুণ লিখেন সেটা বলতে পারি। হৃদয়ের ভিতর জমিয়ে থাকা অনুভূতিগুলো কবিতায় প্রকাশ করেন। এত সুন্দর কবিতা আপনি প্রতিনিয়ত লিখে আমাদের সাথে শেয়ার করেন অনেক ভালো লাগে। আপনার আজকের কবিতাটিও বেশ ভালো লেগেছে প্রতিটি লাইন অসাধারণ ছিল।

আপনার ভালো লেগেছে জানেন খুশি হয়েছি

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ। বাস্তবমুখী এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

বাস্তবতা আমি জানি আরো জানি আপনার বাস্তব জীবন কাহিনী। আর সেই অনুভূতি থেকে লেখা আপনার কবিতা। তবে এত আবেগ কষ্ট অনুভূতি মনের মধ্যে জমে না রাখাই ভালো। এটা সত্য দারুণ লিখেছেন আপনি। তবে আপনার থেকে ভালোলাগার ভালোবাসার কবিতা প্রত্যাশা করি।

ভালোবাসার কবিতা তো লিখে থাকি

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার সঙ্গী যখন বিরহের গান কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। অনেক সময় নিজের মনের ভাব প্রকাশ করাও যায় না আর প্রকাশ করলেও বিপদ। চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য দেখে অনেক খুশি হলাম।