আরোগ্য লাভের আশায় ডাক্তারের শরণাপন্ন হলাম || দ্বিতীয় পর্ব

in hive-129948 •  last year  (edited)
আসসালামু আলাইকুম

GridArt_20231201_013504437.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমি আবারো আপনাদের মাঝে দ্বিতীয় বারের মত উপস্থিত হয়ে গেলাম ডাক্তারের শরণাপন্ন হওয়ার সেই আরোগ্য লাভের বিষয় নিয়ে। যেখানে আপনারা দেখতে পাবেন হেমায়েতপুর বাজারের আলিম ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার মুহূর্ত।


ফটোগ্রাফি সমূহ:



আপনারা হয়তো অনেকেই জানেন আমার ঘাড়ে বেশ কিছু আসলি হয়েছে। আর এর জন্য আমি অনেকদিন ধরে হেমায়েতপুর বাজারের আলিম ডাক্তারের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছি। আর এই বিষয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করেছিলাম অনেক দিন আগে। দ্বিতীয় পোস্ট হিসেবে আজকে উপস্থিত হয়েছি যেখানে চতুর্থবারের মতো ঔষধ নিতে গেছি। বেশ কিছুদিন যাবত ঔষধ খাওয়ার তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠেনি। যার জন্য যখন আমি ওষুধ নেওয়ার জন্য উপস্থিত হলাম ডাক্তারের কাছে আমার সাথে উপস্থিত হলেন আমার শশুর আব্বা। যেহেতু ডক্টর আমাদের আত্মীয়ের মধ্যে একজন। উনি আমার শ্বশুর কুলের আত্মীয়। তাই উনি আমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর বিস্তারিত জানার জন্য সাথে গেলেন।

IMG_20231129_165554_408.jpg

IMG_20231129_165553_403.jpg
Photography device: Infinix hot 11s
location


ডাক্তার আমাকে দেওয়া পূর্ব প্রেসক্রিপশনটা আমার কাছ থেকে নিল এবং দেখলো কত তারিখে এর আগে আমি ওষুধ নিয়েছি। আর এখন কোন পর্যায়ের ডোজ দিলে ভালো হয়। আমি আমার সে পূর্ব স্লিপটা তার হাতে দিয়ে দিলাম। এরপর উনি কম্পাউন্ডারকে নির্দেশ করলেন কয়েকটা ওষুধের কথা যেগুলো আলমারির মধ্যে থেকে বের করতে বলল।

IMG_20231129_165516_959.jpg

IMG_20231129_165519_402.jpg
Photography device: Infinix hot 11s
location


এরপর কম্পাউন্ডার আলমারির মধ্যে থেকে বিভিন্ন পর্যায়ের ঔষধ বের করল এবং একসাথে মিশ্রণ করল। আমি চেয়ে চেয়ে দেখতে থাকলাম। পাশাপাশি ফটোগ্রাফি করতে থাকলাম তার কার্যক্রম। বেশ ভালো লাগলো তার বিভিন্ন উপাদান গুলো একসাথে মিশ্রণ করতে দেখা।

IMG_20231129_165537_889.jpg

IMG_20231129_165539_675.jpg
Photography device: Infinix hot 11s
location


এদিকে আমার শশুর আব্বা ডাক্তারের সাথে বিভিন্ন গল্পে জড়িত হয়ে গেল যেহেতু তারা একি বাড়ির লোক। দেখলাম অতীতের বিভিন্ন স্মৃতি নিয়ে তারা গল্প করছে পাশাপাশি রোগ শোক বিষয় নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু করে দিল। এদিকে কম্পাউন্ডার ওষুধ মিশ্রনের পাশাপাশি আমাকে বিভিন্ন পরামর্শ দিতে থাকলো যেগুলো খাওয়া যাবে আর যেগুলো খাওয়া যাবেনা সে বিষয়ে।

IMG_20231129_165727_822.jpg

IMG_20231129_165726_529.jpg
Photography device: Infinix hot 11s
location


এরপর ডাক্তার ঔষধ টা আমার হাতে ধরিয়ে দিল। পাশাপাশি বিভিন্ন নির্দেশনা বুঝিয়ে বলতে থাকলো আমাকে। আর ঔষধ সঠিক টাইমে খাওয়ার পর যখন ফুরিয়ে যাবে তখনই তার সাথে যেন দেখা করি সেই বিষয়টা আমাকে ভালো করে বলে দিল। যেহেতু এটা হেমায়েতপুর বাজারে তার ফার্মেসি তাই আমার জন্য বিশেষ একটা সুবিধা এ পথে আমার চলাচল। তাই ওনাকে বললাম আমি কোন সময় ঔষধ নেওয়া এবং আপনার সাথে পরামর্শ নেওয়ায় দেরি করবো না সঠিক সময়ে উপস্থিত হয়ে যাব।

IMG_20231129_170031_735.jpg

IMG_20231129_170035_668.jpg
Photography device: Infinix hot 11s
location


এরপর আমাদের মাঝে কথা শেষ হলো। ওষুধ নিয়ে চলে আসলাম। আর চলে আসার পূর্বেই চেষ্টা করলাম ডাক্তারের সাথে একটা সেলফি উঠাতে। আপনারা দোয়া করবেন যেন আমার ঘাড়ে দুই পাশের আসলি গুলো খুব দ্রুত দূর হয়ে যায় এবং এই ওষুধের মাধ্যমে সুস্থ হতে পারি। পরবর্তীতে কি অবস্থা হয় না হয় সে সমস্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো।

IMG_20231129_165524647_BURST0001_COVER.jpg

Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি।আসলি আসলে কি? এই রোগেটি চিনলাম না তবে আমাদের এলাকায় মনে হয় অন্য নাম বলে।আসলে যে কোন রোগের চিকিৎসা দ্রুত করা দরকার। হোমিওপ্যাথি ঔষধ মিশ্রণ করা আমিও দেখেছিলাম কয়েকবার। আপনার শ্বশুড়ের পরিচিত ডাক্তার জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

এটা কাধের দুই পাশে ছোট্ট ছোট্ট ফোড়া মত হয়ে থাকে।