![IMG_20231231_181033_735.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQBGQXNbkD3VZfk2AUiMRpbB9jkuL5Wkwtq9MyWXkqvdf/IMG_20231231_181033_735.jpg)
হাই বন্ধুরা!
আমার গল্পের রাজ্যে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পূর্বসপ্তার ন্যায় আজকে উপস্থিত হয়ে গেলাম আমার জীবনের সুন্দর একটি গল্প নিয়ে। যে গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার জীবনে কোন একটা লুকিয়ে থাকা অজানা ঘটনা। একজনের জানা ঘটনা অন্য জনের মাঝে ব্যক্ত করার মধ্য দিয়ে প্রকাশিত হয় অজানা তথ্য। ঠিক তেমনি সুন্দর একটি গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি আজ। আশা করি আমার স্মৃতিচারণ মূলক এই গল্প আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে গল্পটা পড়ি এবং ভয়ংকর গল্প পড়ার আনন্দ উপভোগ করি।
![IMG_20231231_181028_257.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUr2WvGwdvcaUfYruAFhWy9kqrmSfXFqjQpyAiD8L1UCP/IMG_20231231_181028_257.jpg)
তেঁতুল গাছ থেকে পড়ে যাওয়ার গল্প: |
আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাড়িতে ইয়া বড় একটি তেঁতুলের গাছ রয়েছে। আর যে সময়ের ঘটনা বলে করতে চলেছি সেই সময় পাশাপাশি মোট চারটা তেঁতুল গাছ ছিল। যাইহোক বর্তমানে একটি তেঁতুল গাছ রয়েছে যে গাছে সারা বছর সবসময় কম বেশি তেতুল দেখতে পাওয়া যায়। সামনে মাঘ মাসে তেতুল পাকার সময়। একদম ছোটবেলায় যখন বুদ্ধি জ্ঞান হয়েছে তখন থেকে যেন আমি গাছে উঠতে শিখে গেছি। যেহেতু গ্রামের ছেলে বন্ধুদের দেখাদেখি আমরা গাছে ওঠা শিখে গেছি কবে তার কোন হদিস নেই। যাই হোক ঠিক এমন একটি সময়ে তেতুল পড়ার জন্য আমি আমাদের বড় গাছটায় ওঠার চেষ্টা করছিলাম। যেহেতু সেই সময় হাফপ্যান্ট পড়তাম এভাবে গাছে উঠে প্যান্টগুলো ছিঁড়ে যেত বাড়িতে বকা খেতে হতো। বাড়িতে আব্বা-আম্মা যখন আমাকে গাছে উঠতে দেখত তখনই বকা দিত। ঐদিন আমি চুপিসারে দুপুর টাইমে গাছে উঠে বসেছি। গাছে ওঠার পর লক্ষ্য করে দেখেছিলাম তেতুল পাকেনি বেশিরভাগ তেঁতুল বেলে হয়ে এসেছে। বেলে বলতে পাকার আগে একটু টক মিষ্টি অনুভব।
![IMG_20231231_103624_661.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcYAv3337dUZwdavvFynFh7vsJAxNm8DhqPzHLYKDbKVV/IMG_20231231_103624_661.jpg)
যতদূর মনে পড়ে আমি গাছের একদম উপর পর্যন্ত উঠে পড়েছিলাম। নিচ থেকে উপর পর্যন্ত খুঁজতে খুঁজতে কোথাও যেন একদম পরিপূর্ণ পাকা তেঁতুল খুঁজে পেলাম না। অবশ্য ছোটবেলায় আমরা যে সমস্ত বন্ধু একসাথে খেলা করতাম, সবার চেয়ে আমি বেশি তেঁতুল খেতে পারতাম। যেহেতু বাড়িতে গাছ রয়েছে তাই লবণ দিয়ে মাকে খাওয়ার প্রয়োজন হতো না গাছে অনেকগুলো খেয়ে ফেলতাম। ঠিক এভাবে তেঁতুল খুঁজে পাকা তেতুল পেলাম না তাই যে তেতুলগুলো একটু বেলে হয়েছিল তার মধ্যে কয়েকটা পেড়ে খাওয়ার পর নিচে নেমে আসছি। এমন মুহূর্তে প্রায় পাঁচ হাত উপরে একটি ডাল ছিল। ওই ডাল টাই সর্ব নিচের ডাল, তার উপর থেকে গাছের ডালপালা শুরু। আমি অবশ্য ওই ডালটার প্রতিবেশী নজর রাখেনি। যেহেতু প্রায়ই গাছে ওঠা উঠে করি, ওই ডাল হাত দিয়ে ধরি তারপর উঠে পড়ি। তবে জানতাম ডালটা মরে গেছে তবে যে পচে নষ্ট হয়ে গেছে ভেঙে পড়ে যাবে এমনটা বুঝা যেত না। আর এমনিতেই ছোট থেকে যানি তেঁতুলের ডাল খুব চিমড়ি হয়ে থাকে, তেতুলের ডাল কখনো ভেঙে পড়ে না, ফেটে যায়।
![IMG_20231231_103634_684.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZtXdC3Eyoc69XSxFb3DrYFiCXwGDEtsHnTNxruFfagzW/IMG_20231231_103634_684.jpg)
গাছ থেকে বাড়ির ভেতরে সবকিছু দেখা যেত। লক্ষ্য করে দেখলাম আব্বা গাংনী বাজার থেকে বাড়িতে চলে এসেছে। আমরা দুই ভাই ছোট থেকে আব্বাকে খুব ভয় করতাম কারণ সামান্য কোনো কারণে আব্বা আমাদের বেশি করে মারত শাসনে রাখার জন্য। যাইহোক নামার সময় যখন আমি ওই ডালটা শক্ত করে ধরে ঝুল মেরে গাছ থেকে নামছি, এই মুহূর্তে ডালটা ভেঙে আমি পড়ে গেলাম গাছের গোড়ায়। গাছের গোড়ায় অনেকগুলো শিকড় বের হয়েছিল। একদম গাছের গোড়া থেকে হামাগুড়ি খেয়ে গড়াতে গড়াতে পড়ে গেলাম বাড়ির টিউবওয়েল এর পানি বের হয়ে পুকুরে যাওয়া ডেনের মধ্যে। এরপর আমি প্রায় এক মিনিট বা দুই মিনিট পড়ে থাকলাম। আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। আমার গা হাত পা শীতল হয়ে গেছিল। আমি ভাবছিলাম হয়তো আমার হাত পা ভেঙ্গে গেছে। যাই হোক ২-৩ মিনিট পর আমি আস্তে আস্তে উঠে হাঁটা শুরু করলাম দেখলাম আল্লাহ আমাকে হেফাজত করেছে আমার সামান্য পরিমাণ কোন ক্ষতি হয়নি। এমনকি তার পরের দিনও আমার গায়ে কোন অংশ ব্যথা হয়নি। এটাই ছিল আমার জীবনে প্রথম গাছ থেকে পড়ে যাওয়ার স্মৃতি।
![IMG_20231231_103700_372.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcwq7RSRNAhdYpjo9ng1e1owK2dpm3AJe1mwDttZxHrSX/IMG_20231231_103700_372.jpg)
গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
![received_434859771523295.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmNWDB75FzSxTwtShAnr43iHiR2FP4VCa1LxXScRQcmyaG/received_434859771523295.gif)
পুনরায় ফিরে আসবো নতুন কোন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। |
![TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQ3mfWTXpoSCNp2gtiVisKb3mP2PhBrCpfiKzGRAMPD1g/TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png)
সেই ছেলে বেলার কথাগুলো বেশ মনে হয়ে গেল পোস্টটি পড়ে। আসলে তেঁতুল গাছের ওই ডালটি যে মরে গিয়েছিল সেটা আমিও খেয়াল করছিলাম না। ওই ডালটি ভেঙ্গে খুবই ভয়ঙ্কর রূপে গাছ থেকে পড়ে গিয়েছিলে। একমাত্র মহান আল্লাহই রক্ষা করেছিল সেদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণটা সৃষ্টিকর্তার সহায়তা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তেঁতুল গাছ থেকে পড়ে যাওয়ার গল্পটি পড়ে তো আমি নিজেই ভয় পেয়ে গেছি।সয়ং সৃষ্টি কর্তা আপনাকে বাঁচিয়েছেন। অনেক বড়ো বিপদ থেকে বেঁচে গেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু একদম বেঁচে গেছিলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit