আজ - সোমবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৫২ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৫২ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @banglavisiondrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
হার কিপটে নাটকের ৫২ তম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি রেশমা তার ভালোবাসার জন্য বেশ কষ্টে রয়েছেন। কারণ নজর আলী কৃপণ রেশমার বাবাকে অপমান করেছেন। জব্বার আলী নজর আলীর কাছে অপমানিত হয়ে নজর আলী ছেলেকে বলে দিয়েছে সে যেন তার মেয়ের কাছে আর কখনো কথা বলতে না আসে। আর এই থেকেই নহর ও রেশমার মধ্যে ভালোবাসার ফাটল ধরেছে। কখনো যদি নহর তার বাড়ির সামনে আসে তখন সে নহরকে ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। আর এভাবেই আজ রেশমার ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার পথে। তাই বিছানায় শুয়ে থেকে শুধু কান্না করে রেশমা। মেয়ের এমন অবস্থা দেখে বাবা জানতে চাইলো তাহলে সে কি এত অপমান হওয়ার পরেও কৃপণের ছেলেকে কিছু বলবে না। কিন্তু বাবার সম্মান রক্ষার্থে রেশমা বলল তার বাবার জন্য যেটা ভালো হয় সেটা করুক।
এদিকে হারাধন দত্তের বাড়িতে দুই কুটুম এসে এখনো যায়নি। হারাধন দত্ত মিলনের কাছে জানতে চাইলো তার বাবা এখন কি করে না করে। মিলন বলল তার বাবা জমি বিক্রয় করে আর বসে বসে খায়। হয়তো মারা যাওয়ার আগ পর্যন্ত সব জমির শেষ হয়ে যেতে পারে। হারাধন দত্ত বেশ আফসোস করলে তার ভাইরা ভাইয়ের কর্মকাণ্ড শুনে। তবে হারাধন দত্ত কেমন আছে এই বিষয়টা জানতে চাইলে হারাধন তত্ত্ব বলল বড় প্রবলেম এর মধ্যে রয়েছে দুই কুটুম এসে। তার নিজের ছেলেটাও যেন তাদের কথা শুনে খারাপ হয়ে গেছে। তবে মিলন নতুন ফন্দি আটলো। হারাধনের বিয়ের সময় হারাধনের শশুর অর্থাৎ মিলনের নানা একটি সাইকেল দিতে চেয়েছিল কিন্তু দেয়নি। তবে এখন মিলন ফন্দি আসছে সে সাইকেলটা মামাদের মাধ্যমে কিভাবে বের করে আনা যায়।
এদিকে নজর আলী কৃপনের স্ত্রীর নাকে মুখে পানি। কারণ তার ছোট ছেলে বিয়ের জন্য পাগল কিন্তু বিয়ে তো দূরে থাক অপমান করেছে জব্বারকে। তাই ছোট ছেলে বেশ রাগান্বিত তাকে সামাল দিতে হচ্ছে। এদিকে নজর আলী ও মেজ ছেলের কথা শুনতে হচ্ছে। এর মধ্যে আবার জামাই এসে হাজির হয়েছে বাড়িতে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যেতে হচ্ছে সব সময় এই কমলা বানু কে। তাই তার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নেই। গোল্লা তাদের বাড়িতে এসে রয়েছে কিছুটা হলেও তার কাছে প্রকাশ করে স্বস্তি পায় কিন্তু তাতে শান্তি নেই। বললাম মাঝে মাঝে জানতে চাই তাদের এই অবস্থার অবসান ঘটবে কবে। কবে তাদের পরিবারের সুখ শান্তি আসবে।
এদিকে নজর আলীর মেজো ছেলে তার উপরে বেশ রাগ করেছে। দেখা যাচ্ছে বাবা এখন মায়ের কথা শুনছে কিন্তু মেজো ছেলের কথা আর শুনছে না। বিভিন্ন কারণে মেজ ছেলেকে দোষী মনোভাব করে। তাই তার চোখে মুখে পানি। হঠাৎ করে বাবার এমন পরিবর্তন সে কিছুতেই মেনে নিতে পারে না। কিন্তু বাবা তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল এরপর ছেলে শান্ত হয়। এরপর বলল বাড়িতে তার দুলাভাই এসেছে সে যেন পিস পিস খবর রাখে দুলাভাই কেন এসেছে কি বিষয় নিয়ে এসেছে। ঠিক এমন একটা মুহূর্তের দুলাভাই যখন খেতে বসেছে তখন বাবা-ছেলে যে উপস্থিত হয়েছে দুলাভাই এর কাছে। এরপর জানতে চাইলো কেন সে এসেছে কি কথা বলতে চায়। দুলাভাই যতই বললো এখন না রাত্রে বেলায় ঠান্ডা মুহূর্ত একসাথে সবাই বসে বিষয় নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু বাপ ছেলের আর দেরি সইছে না কারণ রাত্রিবেলা থাকা মানে তার জন্য আবার ভালো মন্দ রান্না করতে হবে তাদের ভাত খরচ হবে। তাই এখনও শুনতে চাই এর বিষয়টা। জামাই খেতে খেতে বলা শুরু করে দিল তাদের মেয়ে একটা পাত্রী দেখেছে বহরের জন্য। এমন কথা শুনে বাপ ছেলে তো তেলে বেগুনে জ্বলে উঠলো। এরপর দেখা গেল নজর আলী কৃপন তার স্ত্রীকে বলে দিল জামাই কে যেন সে বুঝিয়ে বলে দেয় এ সমস্ত বিষয় নিয়ে তার সামনে যেন না আসে। এদিকে বহত পরের বাড়ির মেয়েকে বিবাহ করে এনে খাওয়াতে রাজি নয় কখনোই।
এদিকে মজনুর বড় ভাই ফরহাদ নজর আগে কৃপণের ছোট ছেলে নহরের নামে কেস করার জন্য রেডি হচ্ছে। কারন সে দোকানে গিয়ে রাগ দেখিয়ে একটা চায়ের কাপ ভেঙে এসেছে। ফরহাদের বউ তাকে খুব সুন্দর করে বোঝাতে থাকে একটা চায়ের কাপের দাম ১০ টাকা কিন্তু কেস করতে খরচ হবে অনেক টাকা। আর সে তার দোকানে মানুষ কাস্টমারদের বস্তি দিতে চায় না এটা তো তার অপরাধ। অনেক কিছু বোঝানোর পর তার মাথায় একটু ঠান্ডা হয় এরপর দোকানে আসে। এদিকে গোল্লা এসে বসে রয়েছে ফরহাদ যদি কেস করে তাহলে গোল্লা তার শায়েস্তা করবে। থেকে এমন এ বিষয় নিয়ে তর্ক হয়ে যায়। অবশেষে গোল্লা তাকে ৫০টা টাকা দিয়ে বুঝিয়ে দেয় সে যেন আর আবোল তাবোল না খাটায়।
হাড় কিপটে নাটকের ৫২ তম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি জামাই আসার কারণে নজর আলী কৃপণ যেমন ঝামেলায় রয়েছে। মিলন আশাতে ঝামেলায় পড়েছে হারাধন দত্ত তারপরেও সে মিলনের মাধ্যমে উদ্ধার হতে চাই দুই কুটুমের হাত থেকে। আর এদিকে বড় ঝামেলায় রয়েছে নজর আলী কৃপণের একমাত্র ছোট ছেলে প্রেম বিরহে। ওদিকে তার প্রেমিকা রেশমাও কান্নায় ভেঙে পড়েছে। এদিকে গোল্লা সমাধান করলো মামাতো ভাইয়ের চায়ের কাপ ভাঙ্গার বিষয়টা। তাই আমরা বলতে পারি এই পর্বে খেয়াল করেছি বিভিন্ন সমস্যা। এখানে বিভিন্ন পাটে সবার মধ্যে সমস্যা লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছেন নজর আলী কি রিপন। কারণ সে কখনো মুখে নিতে চায় না তার ছেলেদের বিয়ের কথা। এজন্য এই নাটকের অভিনয়ের মধ্যে সবচেয়ে হাস্য রস এবং ভালোলাগার পাঠ ছিল জামাই খেতে বসার মুহূর্তে কৃপণ এবং তার মেজো ছেলে এসে উপস্থিত হওয়া এবং পাত্রির ফটো না দেখে রেগে ওঠা। এখানে এ পর্বের সার্থকতা এবং দর্শকের আনন্দ প্রকাশ পেয়েছে। তাই বলতে পারি এ নাটকের সবারই অংশগ্রহণ বেশ চমৎকার ছিল তবে নজর আলী কৃপণ আর তার ছেলের পরামর্শটা জামাইয়ের কাছে উপস্থিত হওয়াটা খুবই সুন্দর অভিনয়।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি হাড় কিপটে নাটকের বাহান্ন তম পর্ব শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এই পড়বে আমার কাছে সব থেকে ভালো লাগে যখন জামাই খেতে বসে আর মেজো ছেলে আর কিপটে মশায় যখন চলে আসে। তখনকার মুহূর্তটা ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার পোষ্টের মাধ্যমে এখন দেখে আমার ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এই মুহূর্তটা অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি অনেক সুন্দর করে হাড় কিপটে নাটকের ৫২ তম পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে তো এই পর্বের রিভিউটা অনেক ভালো লেগেছে পড়তে। সবগুলো পর্বের কাহিনী অনেক সুন্দর করে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। এই পর্বে তো দেখছি অনেক কিছুই হয়েছে। আমি চেষ্টা করবো পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করব বাকি পর্বগুলো শেয়ার করতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। হাড় কিপটে নাটক আমার কাছে খুব ভালো লাগে। দেখতে দেখতে বাহান্ন তম পর্ব শেষ করেছেন। এখানে মিলনের অভিনয়টা নতুন মাত্রা যুক্ত হয়েছে। এছাড়াও জামাই এসে বিয়ের কথা বলায় মেজো ছেলে রেগে গেছে। আশা করি আগামীতে নতুন কিছু ঘটতে চলছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ মিলন নতুন মাত্রা যুক্ত করেছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকের মধ্যে অনেক কিছু জানার থাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনি হার্কিপটা নাটকের প্রায় সকল সিরিসগুলোই আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আসলে ছোটবেলায় হারকিপটে নাটক আমার পছন্দের একটি নাটক ছিল এখনো মাঝেমধ্যে দেখা হয়। আজকের পর্ব টা খুব দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অনেক প্রিয় নাটক এটা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit