বৃক্ষরোপণ || আম গাছ লাগানোর মুহূর্ত

in hive-129948 •  10 months ago 
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমের চারা রোপনের সুন্দর একটি আনন্দ ভালো মুহূর্ত নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের বেশ ভালো লাগবে। তাই চলুন কার্যক্রম শুরু করি।

IMG_20230925_153346_314.jpg


ফটোগ্রাফি সমূহ:



এবার বর্ষার শেষের দিকে বেশ কিছু আমের চারা রোপন করেছিলাম আমাদের বাড়ির বিভিন্ন ফাঁকার জায়গায়। ভাই যেহেতু সকালে স্কুলে চলে যায় আসতে দিয়ে হয় তাই আমি ছাড়া গুলো কিনে দিয়ে আমার কাছে রেখে গিয়েছিল আর আমি সেই সুযোগে যখন সময় পেয়েছিলাম গাছ লাগানোর কাজ করেছিলাম। এদিকে ফটো ধারণের সহায়তা করেছিলেন আমার স্বধর্মিনী মৌসুমী খাতুন। প্রথমে গাছগুলোর মধ্য থেকে বাছাই করে একটি গাছের চারা নিয়ে বাড়ির বাইরে উপস্থিত হলাম।

IMG_20230920_161914_267.jpg

IMG_20230925_152112507_BURST0001_COVER.jpg

এরপর আমি দুইটা নারিকেল গাছের মাঝখানে একটু জঙ্গল বেঁধে থাকা জায়গায় পরিষ্কার করে নিলাম গাছের চারাটা এরকম করার উদ্দেশ্যে। যেহেতু ভাই বলে গেছিল এই জায়গায় একটি আমি চারা লাগাতে তাই আমি দেখলাম গোসল করার আগে এই জায়গায় যদি গাছের চারা লাগায় অন্যান্য জায়গায় পরে লাগাতে পারব সহজে।

IMG_20230925_152700_196.jpg

IMG_20230925_152656_622.jpg

এরপর গাছ লাগানোর জায়গা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আগাছা দমন করে পরিষ্কার করে নিলাম। যেহেতু বৃষ্টিপাত হয়েছিল গাছ লাগানোর উপযুক্ত সময়। তবে মাটি খোঁড়ার সময় বেশ ঝামেলা বোধ করছিলাম। তবু গোসলের আগে কাজ করতে গেলে তেমন বেশি ঝামেলা মনে হয় না। বেশ সাবধানতার সাথে বন জঙ্গলের মাঝখানে গর্ত খোড়া শুরু করলাম।

IMG_20230920_163339_943.jpg

আমরা জানি প্রত্যেকটা গাছের চারা উত্তোলন করার পর একটি প্যাকেট দিয়ে মোড়ানো হয় এরপর বেশ কিছুদিন রেখে দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে অনেক শিকড় গজিয়ে যায় এবং পলিথিনের এই কাগজের মাঝখান দিয়ে শিকড় বের হয়ে আসে। গাছটি লাগানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর পলিথিনটা ছিড়ে ফেলতে হবে।

IMG_20230920_164059_997.jpg

এরপর গাছটি জায়গা মত ঠিকভাবে বসিয়ে চারিপাশে মাটিগুলো দিয়ে দিতে হবে, তবে মাথায় রাখতে হবে জোরে চাপ দেওয়া যাবে না গাছের গোড়ায়। কারণ গাছের গোড়ায় চড়ে সাপ করলে অবশ্যই গাছের গোড়ার মাটি ভেঙ্গে যাবে এতে গাছটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমি সাবধানতার সাথে গাছের গোড়ায় মাটি দিয়ে দিলাম এরপর পানি দিয়ে দিলাম।

IMG_20230920_165943_760.jpg

এরপর গাছটি জায়গা মত লাগানোর শেষে একটি বাঁশের আগা তার গোড়ায় পুতে দিলাম এবং গাছটা চারি পাশে পলিথিন দিয়ে জড়িয়ে দিলাম যেন কোন ছাগল গরুতে ছাল তুলে নষ্ট করতে না পারে। এরপর পাশের সাথে গাছটা বেঁধে দিলাম। ঠিক নিজের মতো যতটুক সম্ভব যত্ন সহকারে গাছটা লাগিয়ে তারপর সেখান থেকে ঢাকায় বের হয়ে আসলাম। আর এভাবেই আমি আমাদের বাড়িতে দুইটা নারিকেল গাছের মাঝখানের জায়গাটাতে একটি আম গাছ রোপন করেছি।

IMG_20230925_153349_255.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আম বাড়িতে আম গাছ লাগানো সুন্দর মুহূর্ত আপনি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন পরে বেশ ভালো লাগলো ভাই। আপনার এই আমের গাছে একদিন অনেক সুমিষ্ট আম হবে অবশ্যই আমাদেরকে খাওয়াতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

ভাই দোয়া করেন

বর্ষার শেষের দিকে অনেকগুলো আমের চারা রোপণ করেছেন মূলত বৃক্ষরোপণ এই কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমিও যতটুকু সময় পাই বাড়ির আশপাশে এরকম ছোটখাটো কাজগুলোর পেছনে সময় দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

আরে ভাই আমি অনেক গাছ লাগিয়েছি

বৃক্ষরোপণ রোপন করা অনেক ভালো কাজ। আপনি তো দেখতেছি বর্ষা আসার আগে আমগাছ রোপন করতেছেন। তবে এটি ঠিক বাড়ির চারপাশে এরকম জায়গাগুলোতে গাছ লাগালে খুব ভালো। তবে দুই নারিকেল গাছের মাঝখানে জায়গাটিতে অনেক জঙ্গল কেটে আপনি আম গাছ লাগাচ্ছেন। যাইহোক খুব সুন্দর করে আম গাছ লাগানোর মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই বন জঙ্গল কেটে সে জায়গায় লাগিয়েছিলাম।