❤️আসসালামু আলাইকুম❤️
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। অনেকদিন পর আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। আশা করবো আমার কন্ঠে গানটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
Editing the picture with picsart
গানের তথ্য
Song : Oi Chad Mukhe Jeno
Singer : Andrew Kishore
Movie : Biyer Phool
Lyric, Tune & Music : Ahmed Imtiaz Bulbul
Cast : Shabnur , Shakil Khan & Riaz
Director : Motin Rahman
Produce : Anondomela Cinema Ltd
কন্ঠ: Sumon09
গান
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
হাজার বছর বেঁচে থাকো তুমি
বুকে নিয়ে স্বর্গের সুখ
দুঃখ-ব্যথা সবই ভুলে যাই যে
দেখলে তোমার ওই মুখ
ফুলও তুমি, ফাগুনও তুমি
গন্ধ বিলাও সারাক্ষণ।
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
স্বপ্ন তোমার, মনে যত আশা
সবই যেন পূর্ণ হয়
আমার তুমি এই পৃথিবীতে
ও প্রিয়া, আর কারো নয়
দিনও তুমি, রাতও তুমি
ফুরাবে না কভু প্রয়োজন।
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদমুখে যেন লাগে না গ্রহণ
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
জোছনায় ভরে থাক সারাটি জীবন।
আমরা সকলে কমবেশি বিনোদন প্রিয় মানুষ। কেউ ভিডিওর মাধ্যমে বিনোদন পেতে পছন্দ করি আবার কেউ গান শুনে বিনোদন পেতে পছন্দ করে। বিভিন্ন রকমের বিনোদনের মধ্যে গানটা আমার খুবই ফেভারিট। যেকোনো মুহূর্তে আমি গান শুনতে পছন্দ করি এবং মাঝে মধ্যে গান গাইতেও পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিরহের গান। যদি বিরহের গানটা মনের মত হয় তাহলে আমি সেই গানটা যে কোনোভাবেই নিজের আয়ত্ত করার চেষ্টা করি। আজকে আপনাদের মাঝে নিজ কন্ঠে পরিবেশন করলাম দেশের বিখ্যাত একটি জনপ্রিয় গান। এই গানটি দেশের স্বনামধন্য শিল্পী এন্ডু কিশোরের গাওয়া। গানটা ব্যবহার করা হয়েছে বিয়ের ফুল মুভিতে। ছবিতে বেশ সুন্দর অভিনয় করেছেন শাকিল খান। গানটা যেমন সুন্দর গানের অভিনয়টাও বেশ চমৎকার। তাই একদম ছোট থেকেই জানো এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আমি যে কোন মুহূর্তে এই গানটা যে কোন স্থানে সুর করে গাইতে পারবো এবং মুখস্থ করেও রেখেছি। মুখস্ত বললে ভুল হবে শুনতে শুনতে যেন নিজের মধ্যে আয়ত্ত হয়ে গেছে। যাইহোক অনেকদিন পর চেষ্টা করলাম আজকে আপনাদের মাঝে আমার প্রিয় এই গানটা কভার করে শোনাতে। এখন থেকে চেষ্টা করব ভালো লাগার গানগুলো আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা পরিবেশন করতে।পারিবারিক কোনো ঝামেলা সৃষ্টি না হলে আর সুযোগ সুবিধা হলে অবশ্যই এমন সুন্দর সুন্দর গান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আমার কন্ঠে জনপ্রিয় এই গানটা শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
গুরুত্বপূর্ণ | তথ্য |
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | Infinix Hot 11s-50mp |
Editing apps | InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। |
08-01-25
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা গান ব্যবহার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক দেরি পরে আপনার কন্ঠে গান শুনতে পেরে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গান অসাধারণ হয়েছে ভাইয়া। পুরনো গানগুলো শুনতে অনেক ভালো লাগে। এই গানগুলো অনেক পুরনো হলেও সবার অনেক পছন্দের। আর আপনিও দারুন ভাবে গান গেয়েছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গান শুনতে তো আমরা সবাই খুব ভালোবাসি। গান শুনলেই আমার মন ভালো হয়ে যায় একেবারে। মন খারাপের সময় আমি গান শুনতে একটু বেশি ভালোবাসি। তবে মন ভালো থাকলেও আমি বেশিরভাগ সময় গান শুনে থাকি। গান শুনলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আপনি আজকে যেই গানের কভারটা করেছেন, এটা অসম্ভব সুন্দর একটি গান। সুন্দর ভাবে গানটার কভার করে আমাদের মাঝে করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি এন্ডু কিশোর এর খুব সুন্দর একটি গান কভার করেছেন। আমাদের সবার প্রিয় শিল্পী এন্ডু কিশোর। উনার গান শুনতে সবাই পছন্দ করে। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ গান কভার করেছেন। আপনার কণ্ঠে শুনতেও খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit