কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহের বানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার প্রিয় শিল্পী কনকচাঁপার কালজয়ী একটি গান আপনাদের মাঝে নিজ কন্ঠে পরিবেশন করার জন্য। যে গানটা লাখ লাখ মানুষ পছন্দ করেন এবং গেয়ে থাকার চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুরা আনন্দ অশ্রু সিনেমার জনপ্রিয় গানটা আপনাদের জন্য উপহারস্বরূপ নিজ কন্ঠে গেয়ে শেয়ার করলাম। আশা করব আমার কন্ঠে গানটা আপনাদের অনেক ভালো লাগবে।
Editing the picture with picsart
গানের তথ্য
Main singer | Kanak chapa |
Lyrics and Music | Ahmed Imtiaz bulbul |
movie | Anondo Osru |
Song | Bangladeshi |
First line | Tumi Amar emoni ekjon |
গান
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা,এক জনমের কাছে আসা।
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা।
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ।
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
ভালোবাসার সাগর তুমি
ভালোবাসার সাগর তুমি, বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
তবু পিপাসাতে আঁখি হয় রে ছলোছল
হয় রে ছলোছল।
তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ
বিরহে মরণ।
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
প্রাণের প্রদীপ হয়ে তুমি
প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ
এত বড় ঋণ।
আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ
ভরাবো চরণ।
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ।
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
কন্ঠ:
আমাদের সকলের প্রিয় নায়ক সালমান শাহ। তার সিনেমাগুলো যেমন রোমান্টিক তার সিনেমার গানগুলো বেশ জনপ্রিয় আর মনোমুগ্ধকর। তার বেশ কিছু সিনেমা আমি একাধিকবার দেখেছি তবে তার সিনেমায় ব্যবহৃত গানগুলো আমি সেই ছোট থেকে আজ পর্যন্ত শুনে আসছি। ছোটবেলায় কাঠের রেডিওতে শুনেছি, এরপর প্লাস্টিকের রেডিওতে শুনেছি, আমার প্রিয় একাধিক ক্যাসেট এ শুনেছি,এরপর টিভিতে এই গানগুলো প্রায় শুনেছি। আর ১১ সালে গান শোনা মোবাইল হাতে পেয়ে এই সমস্ত গানগুলো আগে মোবাইলে ম্যানেজ করে রাখতাম এবং শুনতাম। এরপর অ্যান্ড্রয়েড মোবাইল হাতে পাওয়ার পর যেন এই গানগুলো মোবাইলের কলিজার মধ্যে গেঁথে রয়েছে। যখন ইচ্ছে তখনই সোনা হয় যখন ইচ্ছে তখনই গলা ছেড়ে গাইতে মন চায়। তাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনাদের মাঝে নিজ কন্ঠে গানটা শেয়ার করব। অনেকদিন পর আসা আজকে পূরণ হলো,আপনাদের মাঝে শেয়ার করার মধ্য দিয়ে। এ গানের কোন তুলনা হয় না। যুগ যুগ ধরে গান পিপাসু মানুষের অন্তরে গেতে থাকবে এমনই কালজয়ী গান এবং মনোমুগ্ধকর গান। প্রতিনিয়ত শত শত গান আমাদের মাঝে আসতে যাচ্ছে কিন্তু স্থান পাচ্ছে না। আর এই গানগুলো যেন অন্তরে গেথে রয়েছে সবার। কনকচাঁপার মিষ্টি সুরের মিষ্টি গান। সালমানসার সিনেমার অভিনীত জনপ্রিয় গান যেন আমাদের অন্তরের অন্তরে মিশে রয়েছে। এই গানের মধ্যে গভীর প্রেম ভালোবাসার অনুভূতি জাগ্রত ছিল। প্রথমে মনে করতাম প্রিয় নায়িকা শাবনুর অভিনয় করেছেন কিন্তু পরবর্তীতে দেখেছিলাম না অন্য কেউ। তখন মনটা একটু খারাপ লাগতো। যদি এই গানটা শাবনূরকে দিয়ে অভিনয় করানো হতো হয়তো একটু বেশি ভালো লাগতো। তবে যাই হোক গানটা কিন্তু যুগ যুগ ধরে গিয়ে আসা বিভিন্ন বিরহের নারীর শিল্পীদের গানের মধ্যে প্রথম কাতারে থাকা একটি গান। যে গান শুনলে মনের দুঃখটাও শীতল হয়ে যায়। যে গানটা শুনলে মনের মধ্যে অন্যরকম প্রশান্তি জাগে। এই গানটা শুধু বাংলাদেশের মানুষ নয় ভারতের অনেক মানুষ পছন্দ করে থাকেন। জানিনা এ যুগে এমন মন মুগ্ধকর গান আর পাব কিনা। তবে আশা করব এই গানটা আপনারাও মন থেকে ভালবাসবেন এবং নিজ কন্ঠে পরিবেশন করার চেষ্টা করবেন।
গুরুত্বপূর্ণ | তথ্য |
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা ও ভিডিও | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
গানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় উপস্থিত হব ভাললাগার কোন গান নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। |
এই গানটি আমার খুবই ভালো লাগে। আসলে আগেকার সময়ের গানগুলো সবার মন জয় করে নিয়েছিল। আপনিও দারুন ভাবে এই গান গেয়েছেন ভাইয়া। অনেক সুন্দর ভাবে গান গেয়ে উপস্থাপন করেছেন আর গান শুনে খুবই মুগ্ধ হয়েছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি কনকচাঁপার খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। এই গান যত শুনি ততই যেনো আরও বেশি শুনতে ইচ্ছে করে। আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। কিছু কিছু পুরনো গান থাকে যা শুনতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করব এভাবে পাশে থাকবে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার খুবই প্রিয় একটি গান। তুমি আমার এমনই একজন। খুবই চমৎকার একটি গান আপনি কাভার করেছেন,আপনার সুরেলা কন্ঠে। অনেকদিন পর আপনার কন্ঠে এই গানটি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করব আপু এখন থেকে প্রতিনিয়ত গান কভার করার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গানটি খুবই সুন্দর। সালমান শাহ বাংলাদেশের সর্বকালের সেরা নায়ক। আনন্দ অশ্রু মুভিটা আমি ইউটিউবে অনেক আগে দেখেছিলাম। যাইহোক আপনি দারুণভাবে এই গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটা শোনার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক প্রিয় একটি গান কভার করেছেন।এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। এখনো সময় পেলে গানটি শোনার চেষ্টা করি। আপনার কণ্ঠে গানটি শোনতে পেরে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার মন্তব্য করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে গান শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো মন্তব্য দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ একটি গান কভার করলেন এক সময় অনেক বেশি শোনা হতো এই গান। আমার অনেক পছন্দের গান এই গান। আপনি খুব সুন্দর ভাবে কভার করে শেয়ার করলেন শুনতে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর গান কভার করেছেন ভাইয়া। আপনার চমৎকার গান শুনে আমি মুগ্ধ হলাম। এই গানটা আমার খুব প্রিয়। আমিও মাঝেমধ্যে শুনে থাকি। ছোটবেলা থেকেই শুনছি এই গানটা এখনো আমার কাছে পুরাতন হয়নি। সুন্দর কন্ঠ দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটা শোনার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আমার এমনই একজন এই গানটি আমার খুব পছন্দের । আমি প্রায় সময় গানটি শুনে থাকি। আপনার মিষ্টি কন্ঠে শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার কথা শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই গানটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গানটা আমার অনেক পছন্দের এবং এখনও অনেক জনপ্রিয় এই গানটা। গানটা চমৎকার কভার করেছেন ভাই। বেশ ভালো লাগল আপনার কন্ঠে গানটা শুনে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে গানটার কভার শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জনপ্রিয় একটি গান
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit