Singer: Monir Khan
Album: Tomar Kono Dosh Nei
Released on: 2017-03-20
Composer: Farid Ahmed
Lyricist: Milton Khandaker
Main link
বুকের মাঝে সুখের কাঁটা
তুমি বিঁধাইয়া
রইলা কোথায় প্রান সজনী
তুমি লুকাইয়া।
কোথায় রইলা লুকাইয়া।
বুকের মাঝে সুখের কাঁটা
তুমি বিঁধাইয়া
রইলা কোথায় প্রান সজনী
তুমি লুকাইয়া।
কোথায় রইলা লুকাইয়া।
দেহো হইলো আমার দেহো
মনতো আমার নয়।
দিবানিশি মনটা শুধুই
তোমার কথা কয়।
দেহো হইলো আমার দেহো
মনতো আমার নয়
দিবানিশি মনটা শুধুই
তোমার কথা কয়।
এমন কি যে হইবোরে লাভ
এমন কি যে হইবোরে লাভ
আমায় কাদাইয়া।
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া
কোথায়,রইলা লুকাইয়া।
বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিধাইয়া
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া।
কোথায়, রইলা লুকাইয়া
নয়ন হইলো আমার নয়ন
দৃস্টি আমার নয়
নয়নেরই আড়াল হইলে
দৃস্টি অন্ধ হয়।
নয়ন হইলো আমার নয়ন
দৃস্টি আমার নয়
নয়নেরই আড়াল হইলে
দৃস্টি অন্ধ হয়।
তুমিবিনে প্রেমেরী ফুল
তুমিবিনে প্রেমেরী ফুল
যায়রে শুকাইয়া।
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া
কোথায়,রইলা লুকাইয়া।
বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিঁধাইয়া।
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া।
কোথায়, রইলা লুকাইয়া।
বুকের মাঝে সুখেরকাঁটা
তুমি বিঁধাইয়া।
রইলা কোথায় প্রানসজনী
তুমি লুকাইয়া।
কোথায়, রইলা লুকাইয়া
গুরুত্বপূর্ণ | তথ্য |
---|---|
পোস্ট | গান কভার |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ক্যামেরা | Infinix Hot 11s-50mp |
Editing apps | pixelLab, InShot & picsart |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
অনেক সুন্দর একটি গান কভার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। এত সুন্দর গান কভার করেছেন শুনতে পেরে খুব ভালো লাগলো আমার। মনির খানের বেশ কিছু গান আমারও খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে সুন্দর সুন্দর গানগুলো শোনার জন্য আমি তো প্রতিনিয়তই অপেক্ষায় থাকি। আপনি এত সুন্দর গান করেন যে, গানগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায় সাথে সাথে। সব সময়ের মত আপনার আজকের গানের কভারটাও দারুন ছিল। নিজের মতো করে আপনি এই গানে খুব সুন্দর করে সুর দিয়েছেন। এই গানটা একবার শুনে আরো শুনতে ইচ্ছে করছিল। ধন্যবাদ এত সুন্দর করে এটা ভাগ করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গানটি শোনতে অনেক ভালো লাগলো
আসলে এখন আর আগের মতো সময় নিয়ে গান শোনা হয় না। তবে মাঝে মাঝে শোনতে পারলে অনেক ভালো লাগে। অনেক দিন পরে মনির খানের গান শোনলাম। আপনি অনেক সুন্দর গান করেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সবার প্রিয় শিল্পী মনির খানের গান গুলো খুবই সুন্দর। বিশেষ করে মনির খান বিরহের গান গুলো বেশি গাইতেন। আপনি আজকে অনেক সুন্দর একটি গান কভার করলেন মনির খানের গাওয়া গান। আপনার গান কভার শুনে আমার বেশ ভালো লেগেছে। দারুণ কন্ঠে গান গেয়ে শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
23-01-25
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কন্ঠে গান শুনতে আমার অনেক ভালো লাগে ভাইয়া। আমি এর আগেও আপনার কন্ঠে একদম পাশে বসে শুনেছি অনেকগুলো গান শুনেছি। আপনার মিষ্টি কন্ঠটা আমি অনেক পছন্দ করি। আশা করব এভাবে সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন আমাদের কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর গান কভার করেছেন আপনি। বুকের মাঝে সুখের কাঁটা এই গানটি আমার খুব পছন্দের। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আসলে মনির খানের গান আমার কাছে শুনতে খুব ভালো লাগে। এতো সুন্দর মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্পী মনির খানের গান গুলো শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মনির খানের একটি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো গান টি একদম সুন্দর ভাবে পরিবেশন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার শেয়ার করা গানটি শোনা হয়নি তবে আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালোই লাগলো।বলতে গেলে আপনার কন্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"বুকের মাঝে সুখের কাঁটা" একটি গভীর অনুভূতি, যেখানে একদিকে সুখের ছোঁয়া থাকে, কিন্তু অন্যদিকে সেই সুখের মাঝে কিছুটা দুঃখ বা আক্ষেপও থাকে। জীবনের কিছু মুহূর্ত এমন হয়, যখন আমরা মিষ্টি সুখের মাঝে কিছু হারানোর বা পূর্ণতা না পাওয়া কষ্ট অনুভব করি। এই অনুভূতি আমাদের জীবনকে আরও জটিল ও সুন্দর করে তোলে। আপনার কন্ঠ বেশ চমৎকার ভাইয়া গান টি অনেক সুন্দর করে গাইছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit