স্বরচিত অনুভূতিমূলক কবিতা || আবার ঘুমিয়ে যাই

in hive-129948 •  18 days ago 


আজ - বুধবার

০১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20241212_161204_182.jpg

Photography device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। পূর্ব দিনগুলোর মত আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি সুন্দর কবিতা নিয়ে। দেখা করবো আমার স্বরচিত এই কবিতা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে কবিতাটা আবৃত্তি করি।

কবিতা

নাম:
আবার ঘুমিয়ে যায়

রচয়িতা:


ঘুমাই আমি আবারো ঘুমাই

স্বপ্ন দেখে জেগে উঠে দেখি
তুমি পাশে নাই।

তখন আবারও ঘুমিয়ে যায়
একাকীত্বের অনুভূতি নিয়ে
নিরব বিছানায়।

মনে মনে দেখি কত স্বপ্ন
সেই তোমাকে ঘিরে
বারবার যাই অতীতে ফিরে।

প্রথম প্রেমের প্রথম প্রতিশ্রুতি
এনেছিলেন হৃদয় নীড়ে
ফেলে গেছ আজ বিরহের তীরে।

বিরহ নদীর কাল স্রোত
আমাকে গ্রাস করে
হারিয়ে যায় অতুল সাগরে।

আগের মত খুঁজে পায়না তোমায়
আবারো আমি ঘুমিয়ে যাই
তোমার হাতে গোছানো নীরব বিছানায়।

চোখের নদীর জল এসে
কখন বালিশ ভিজে যায়
তবুও থাকি নিঃস্ব নীরবতায়।

অজস্র বেদনা ভরা মন নিয়ে
মনে মনে ভাবতে থাকি নিরালায়
যেই তুমি আমার ছিলে আজ পাসে নাই।

এভাবেই একাকীত্ব মৌনতা নিয়ে
দিনের পর দিন চলে যায়
আজ শুধু তুমি আমার নও।

ভাবতে যেন অবাক লাগে
আজ তুমি অন্য ঠিকানায়
বেদনার ভাবনা গুলো আমায় ঘুম পাড়ায়।

বিভোর থাকি তোমার ভাবনায়
একরাশ শান্তি অনুভূতির আশায়
হতাশ মনটা যেন নীরবেই ঘুমিয়ে যায়।

ঘুমাই আমি ঘুমাই
কষ্ট লাঘব করতে নীরবে ঘুমিয়ে যায়
তোমার দেওয়া রঙিন স্বপ্নকে জানিয়ে বিদায়।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

অনেকের দৃষ্টিতে কবিতাটা হাস্যকর হতে পারে। তবে এই কবিতার তাৎপর্য অনেক বেশি। বিরহ অনুভূতি যার রয়েছে, সে অনুভব করতে পারবে এই কবিতার অর্থ। প্রিয় মানুষটিকে গভীর ভালোবেসে যখন হারাতে হয়, তখন মন থেকে মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন পার হয়ে গেলেও মনের মধ্যে জেগে ওঠে অতীত স্মৃতি। নিজেকে সান্ত্বনা দিতে তাকে ঘিরে কিছুটা ভাবনা জেগে ওঠে। ভাবনার শেষে যখন মনে হয় সেই মানুষকে আর জীবনেও পাবো না। তখন নিজেকে স্বস্তি দিতে যেন মন চায় ঘুমিয়ে তার স্মৃতি দূরে সরিয়ে রাখি। কারণ ভাবনা এতটাই গভীরে নিয়ে যায় মন থেকে দূরে সরানো কঠিন হয়। তখন একটি মাত্র উপায়, নিজেকে গভীর বেদনা থেকে বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে ঘুম। তাই অতিরিক্ত ভাবনার পর হারিয়ে ফেলা মানুষকে ভুলে থাকার একটাই মাধ্যম ঘুম। ঠিক তেমনি এক বিরহ অনুভূতিকে কেন্দ্র করে লেখা এই কবিতা।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতাটি একটা গভীর আবেগের প্রতিচ্ছবি। যে কেউ খুব মন দিয়ে পড়লে কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে। এরকম অনুভূতির কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। ছন্দের মিল বন্ধন ভালোভাবে হয়েছে কবিতাটিতে।

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

কবিতার মধ্যে বিরহ বেদনার এক গভীর ছাপ ফুটে উঠেছে। যেখানে একজন মানুষ তার প্রিয় মানুষকে কঠিন ভাবে ভালবাসার পরে হারিয়ে ফেলার ভয়ে নিস্তব্ধ হয়ে যায়। যখন ভেবে নেয় তার প্রিয় মানুষকে সে আর কখনোই পাবে না। কবিতার মধ্যে সেরকমই কিছু ভাবকে উপলব্ধি করতে পারলাম। যেখানে প্রতিটি লাইনে বিরহের এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ধন্যবাদ ভাই বিরহ বেদনামূলক কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে।

অতীতের এমন কিছু স্মৃতি থাকে যা কখনো ভুলা সম্ভব হয় না। এই স্মৃতিগুলো যতই আমরা ভুলতে চেষ্টা করি না কেন মনের অজান্তেই মনের অগোচরে বারবার স্মরণ করিয়ে দেই সেই হারানো দিনের স্মৃতিগুলো। সুন্দর স্মৃতিচারণ করলেন আপনি আপনার কবিতার মধ্যে অতীতের বিষয়গুলো নিয়ে। অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে।

খুশি হলাম আপনার অনেক সুন্দর মন্তব্য দেখে।

15-01-25

Screenshot_20250115-123842.jpg

Screenshot_20250115-112533.jpg

Screenshot_20250115-112418.jpg

প্রিয় মানুষটিকে ঘিরে আজ আপনার মনের সকল আবেগ ও স্মৃতিগুলো মিশিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। প্রিয় মানুষটাকে অনেক ভালোবাসার পর হারিয়ে ফেললে সেই কষ্ট কখনো ভুলা যায় না। আর স্মৃতি গুলো মুছে দিতে পারে একমাত্র ঘুম। কবিতার নাম ও প্রতিটা লাইন দারুন হয়েছে ভাইয়া।

অনেক সুন্দর মন্তব্য করলেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

যদিও জীবনে বিরহের ছোঁয়া নেই তারপরও কেন জানি বিরহের গান কিংবা কবিতা শুনতে পড়তে খুব ভালো লাগে। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে কতটা যন্ত্রণা অনুভব হয় যারা হারিয়েছে তারাই ভালো বলতে পারবে। কিছু কিছু কবিতা থাকে যার গভীরতা অনেক বেশি। যাই হোক আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

দারুন মন্তব্য করেছেন আপু।

অনেক বিরহ চেতনা দিয়ে লেখা আপনার কবিতা। সত্যি যাদের মনে কষ্ট রয়েছে তারাই জানে এই কষ্ট অনুভব কেমন। হারিয়ে ফেলা প্রিয়জনকে ভাবলে আবারও কষ্ট জেগে ওঠে মনে। সে কষ্ট লাগে পড়তে ঘুমিয়ে যায়,সান্তনা ফিরে পাই ঘুমের মধ্যে। দারুন আবেগ অনুভূতি দিয়ে লেখা আপনার কবিতা।

আপনার মন্তব্য দেখে খুশি হয়েছি।

আজকে আপনি আবার ও আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে উপহার দিয়েছেন। আপনার লেখা চমৎকার এই কবিতা আবৃত্তি করতে ভালো লেগেছে আমার কাছে। বেশি দারুণভাবে বিরহের কবিতা ফুটিয়ে তুলেছেন আপনি। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আশা করি মন্তব্য করে পাশে থাকবেন।

আপনার কবিতায় একাকীত্ব ও বিরহের বিষাদময় অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রেমের স্মৃতি, বিরহ, এবং অভাবের মাঝে যে নিঃশব্দ দুঃখ বিদ্যমান তা গভীরভাবে অনুভূত হচ্ছে।এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

  ·  12 days ago (edited)

প্রিয় মানুষকে ঘিরে আজ আপনি অনেক দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রতিটি লাইন পড়ে আমি বেশ মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ

আসলে ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলেও,ভালোবাসার মানুষের স্মৃতি কখনোই ভুলা যায় না। বিশেষ করে একাকী সময় কাটানোর সময় ঠিকই সেই স্মৃতি গুলো মনে পড়ে যায়। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

একদম মনের কথা বলেছেন