শুভ নববর্ষ উপলক্ষে স্বরচিত কবিতা || দুঃখ ভোলার দিন ||

in hive-129948 •  3 years ago 

আজ - বৃহস্পতিবার

পহেলা বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
১৪ এপ্রিল,২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম, সকলকে জানাই শুভ নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।




IMG_20220407_125256_456.jpg
Photography device: Infinix hot 11s-50mp
location

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগের সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের নতুন একটি ইউনিক পোস্ট। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের দিন। এই দিনে সকল বাঙালি চায় তাদের দুঃখ বেদনা ভুলে থাকতে। নতুনকে বরণ করে নিয়ে সুন্দর জীবন গড়তে। তাই সকলের জন্য দোয়া ও শুভকামনা করে বলতে চাই সবার জীবন সুখময় হোক আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই-বোন বন্ধুরা যেন নতুন দিনটা ভালো ভাবে উদযাপন করার মধ্য দিয়ে সারা বছর ভালো জীবন যাপন করতে পারে সেই আশা ব্যক্ত করলাম। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পহেলা বৈশাখের স্বাগত জানিয়ে, সুন্দর একটি কবিতা নিয়ে। হতে পারি আমি সুমন বিরহী,বিরহের কবিতা। তবে নতুনকে বরণ করতে কিছুটা হলেও আশাবাদী একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে এলাম। আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেকের মন আকর্ষণ করবে এবং আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে এবার কবিতাটি শুরু করা যাক।

কবিতা


IMG_20220407_125217_641.jpg
Photography device: Infinix hot 11s-50mp
location

দুঃখ ভোলার দিন



সকল দুঃখের স্মৃতি দূর করে এলোরে বৈশাখ,
সকল বেদনা ময়ি স্মৃতিগুলো আজ ভোলা যাক।


নৃত্যের তালে তালে বাজে ঢোল আর ঢাক,
নতুনকে বরণ করতে সকলে স্বাগত জানান।



নতুনের রঙে রঙে রাঙিয়ে ভুবন,
বৈশাখ এলোরে নিয়ে নতুন জীবন।


পান্তা ভাত আর ইলিশ এর সুগন্ধে,
নিত্য করছে রন্ধনশালা মনের আনন্দে।



বাংলার ঘরে ঘরে স্নেহময়ী নারী,
হলুদ শাড়িপড়ে নতুন বধু বেশে স্বাগত জানাল তারি।


নরনারী শিশু-কিশোর আনন্দে আজ,
নতুন পোশাকে দেখালো বাংলার সাজ।



বছর ঘুরে আবার এলো নতুন পহেলা বৈশাখ,
আবহাওয়া এসে হাজিরা দিল আমায় মনে রাখ।


বটোমূলে আজি দেখি বসেছে মেলা,
আকাশের চারিদিকে শুধু মেঘেরি ভেলা।



বৈশাখের তাপদাহ রোদেলা দিন,
বিকেল গড়তে থাকলোনা বৃষ্টিবিহীন।


জোনাক মামা এসে কালো আঁধারে,
আলো জ্বেলে বলে যায় স্বাগত তোমারে।



চাঁদমামা উঁকি দিয়ে মেঘের ফাঁকে,
নতুনকে বরণ করতে বাংলার মুখপানে চেয়ে থাকে।


কতশত আনন্দ আজ বাংলা মায়ের মুখে,
ভুলতে চাই আমি আমার সকল দুঃখ টাকে।

IMG_20220407_125227_130.jpg
Photography device: Infinix hot 11s-50mp
location



TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

সমাপ্ত
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ শুভ নববর্ষ উপলক্ষ্যে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনাকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ।আপনার কবিতাটি নতুন বছরের প্রবেশ করার ভাবমূর্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যেটা নতুনকে বরণ করে নিয়েছে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

গঠনমূলকভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বৈশাখ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন, এটা আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ

ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর হয়েছে ভাই কবিতাটা।এরকম কবিতা সত্যিই মন থেকেই আসে।পহেলা বৈশাখে সবার মন, স্বাস্থ্য ভালো থাকুক সেটাই দোয়া করি

আপনাকে ধন্যবাদ।

প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনি নববর্ষ নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতা লেখার ধরন আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

বছরের প্রথম দিন কে বরণ করে নেওয়ার মতো একটি কবিতা লিখেছেন ভাইয়া। একদম যথা সময় যথা ডেলিভারি দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কবিতাটি বেশ ভালো হয়েছে ভাই। বৈশাক নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

খুব সুন্দর মন্তব্য করেছেন।

পহেলা বৈশাখ উপলক্ষে অসাধারণ একটি কবিতা রচনা করেছেন ভাইয়া।। কবিতাটি পড়তে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।

বাহ ভাইয়া পহেলা বৈশাখ উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা মাঝে মাঝে শেয়ার করেছেন। কবিতাটি খুব সুন্দর ছিল দুঃখ-বেদনা ভোলার দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইল ।শুভ নববর্ষ।

খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি, আশা করি এভাবেই পাশে থাকবেন।

নববর্ষ উপলক্ষে আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। নববর্ষ উপলক্ষ্যে আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে এরকম নিত্যনতুন কবিতা শুনতে নিজের অনেক বেশি ভালো লাগে। আপনার কাছ থেকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কবিতা আশা করি। শুভকামনা রইল

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি তো বেশ সুন্দর কবিতা লিখেন ভাই। কবিতাটি আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। সাথে আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। সেগুলো কিন্তু দুর্দান্ত ছিল অনেক ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর মন্তব্য করেছেন।

সকল দুঃখের স্মৃতি দূর করে এলোরে বৈশাখ,
সকল বেদনা ময়ি স্মৃতিগুলো আজ ভোলা যাক।

বৈশাখ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। আমরা বাঙালিরা চেষ্টা করি এই বৈশাখ মাসে পুরনো দিনের সকল দুঃখ কষ্টকে ভুলে যেয়ে নতুন করে শুরু করতে। আপনার কবিতার মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবে বাঙ্গালীদের ঐতিহ্যবাহী একটি দিনের চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।