হাই বন্ধুরা!
কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব।
বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমে একটি জেলা সাতক্ষীরা। এখানে বাংলাদেশের সুন্দরবনের সুন্দর দৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু সুন্দরবন বলেই নয় আরো রয়েছে কৃত্রিমভাবে তৈরি সুন্দর সুন্দর স্থান। আমরা সাতক্ষীরায় উপস্থিত হয়েছিলাম পরীক্ষার উদ্দেশ্যে এরপর বিভিন্ন স্থানে ঘুরতে গেছি। সাতক্ষীরা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেবহাটা কালিগঞ্জ শ্যামনগর পার হয়ে সুন্দরবনের দেখা ও মিলেছে। তবে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাতক্ষীরা শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দর সুদর্শনীয় একটি স্থান নিয়ে যার নাম "লেভ ভিউ রিসোর্ট" মূলত স্থানটি ভদ্র সম্প্রদায়ের জন্য বিশেষভাবে নির্মিত। এখানে বাচ্চাদের জন্য যেমন শিশু পার্ক রয়েছে তেমনি যুবক মানুষের জন্য রয়েছে অসাধারণ এক রেস্টুরেন্ট। তবে যে যুবক মানুষেরা এসে উপস্থিত হয় তা কিন্তু নয় পরিবারকে সাথে নিয়ে অনেক চাকরিজীবী মানুষেরা সন্ধ্যাকালীন মুহূর্তে উপস্থিত হয় কিছুটা সময় পার করার জন্য। জায়গাটা কিছুটা ফসলের জায়গার পাশে হওয়ায় প্রাকৃতিক পরিবেশের শীতল হাওয়া মানুষের মন জুড়িয়ে দেয়। পাশাপাশি সন্ধ্যাকালীন মুহূর্তে ঘোরাফেরা খাওয়া-দাওয়া বসে থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। এদিকে নামাজ পড়ার জন্যও রয়েছে মসজিদ। আমরা তিন বন্ধু আমি মিলন আর জুলহাস একদিন বিকেল মুহূর্তে ওই জায়গা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং পৌঁছে গেলাম খুব শীঘ্রই। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পুকুরের মাঝখানে এই রেস্টুরেন্ট।
আমরা উপস্থিত হয়ে প্রথমে চারিপাশে খুব মনোযোগ সহকারে দেখলাম এবং ঘুরলাম। পাশাপাশি মোবাইল ফোনের ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করলাম। পুকুরের চারিপাশের রাস্তা এই গাছ দ্বারা সুন্দরভাবে দুই পাশে লাগানো রয়েছে এবং এক পাশে রয়েছে নারিকেল গাছ। আর এভাবেই সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে এই জায়গার। যে পাশে পুকুর নেই গেট থেকে ঢুকতেই দুই পাশে নারিকেল গাছ। আর এভাবেই গাছ ও কৃত্রিম কার্যক্রমের দ্বারা সুন্দরভাবে "লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট" সাজানো।
মানুষের পাশাপাশি আমরা এখানে চড়ুই পাখির দেখা পেয়েছিলাম। আর যত বিকেল থেকে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলো ততই মানুষের আনাগোনা বাড়তে থাকলো। তবে এত মানুষের মধ্যে এতগুলো পাখি বারবার উড়ে কারেন্টের তারে বসছে আবার আম গাছের মধ্যে বসে এদিকে নিচের সান করা জায়গাতেও উড়ে এসে বসছে, এমন দৃশ্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে ছিলাম।
ঘুরতে ঘুরতে একটি জায়গায় দেখলাম সুন্দর একটি লাভ তৈরি করা রয়েছে। সেখান থেকে রেস্টুরেন্টের ভিউটা বেশ ভালোভাবে ধারণ করা যাচ্ছিল মোবাইলে। আর এই লাভের মধ্যে বসার জন্য মানুষের আনাগোনা একটু বেশি। আমরা তিন বন্ধু যখন ওখানে উপস্থিত হলাম দেখলাম বেশ কয়েকজন মেয়ে tiktok করছে। যেন সিরিয়াল পেতেই দেরি হয়ে গেল ওই জায়গায়। তবুও আমার বন্ধু মিলন বলল দোস্ত এখানে বসে আমি ছবি উঠাবোই। তারে পাগলামিতে অপেক্ষা করতে হলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল মেয়েগুলোর কোন লজ্জা ছিল না আমাদের সামনে ডান্স করছে বিভিন্ন ভঙ্গিমাতে অভিনয় করছে ওই জায়গায় দাঁড়িয়ে বা বসে। তবে তাদের অঙ্গভঙ্গি যেকোনো যুবক পুরুষকে খারাপ পথে অনুপ্রাণিত করবে। এ কথা না হয় বাদ দিলাম। এরপর হুট করে একটি ছোট্ট বাচ্চা এসে বসে পড়লো এবং ছবি উঠাতে চাইলো। আমি তার কয়েকটা ছবি উঠালাম এবং দেখালাম বাবু দেখো অনেক সুন্দর তোমার ছবি হয়েছে এরপর সে হাসিখুশি ভাবে চলে গেল। কিন্তু বাচ্চাটা বুঝলো না এটা যে আমার মোবাইলে ছবি উঠালাম এতে আরো লাগবে। আসলে ছোট বাচ্চারা লাভ-লস বোঝেনা তারা যেটা ভালো লাগে, সেই ভালোলাগা হতে পারলেই আনন্দিত।
দীর্ঘ সিরিয়াল দেওয়ার পর কাঙ্ক্ষিত সময় আসলো ওই জায়গায় আমাদের ছবি উঠার বা একটু বসার। এদিকে আমার বন্ধু মিলন সেও নাছোড় বান্দা। এখানে না ছবি তুলে যাবে না। হয়তো তারই জন্য আজকের এই ছবিগুলো আপনাদের দেখাতে পারলাম।
সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলো। তাই আমি বারবার বললাম এক জায়গায় বসে থাকা ঠিক নয়। আরো তো সুন্দর জায়গা রয়েছে,সেগুলো একটু ঘুরে দেখি। এরপর যেখানে কৃত্তিম ঝরনা রয়েছে সেখানে উপস্থিত হলাম। দেখলাম জায়গাটা বেশ মনোমুগ্ধকর ভাবে সাজানো। চারিপাশে মানুষের বসার সুব্যবস্থা এমনকি ঝর্ণার বাইরেও গোল করে জায়গা করে দেওয়া হয়েছে আবার মাঝখানে এমন সুন্দর করে গোলাপ ফুল গাছের ব্যবস্থা করা হয়েছে এক কথায় অসাধারণ। আমার মনে হল এই জায়গার সবচেয়ে আকর্ষণ সৃষ্টি করেছে পানির মধ্যে ঝুলন্ত দোতলা এই রেস্টুরেন্ট তার পাশাপাশি মানুষের বসার জন্য দ্বিতীয় আকর্ষণীয় জায়গা এটা। কারণ বেশিরভাগ মানুষকে লক্ষ্য করেছি এখানেই এসে বসে থাকতে কেউ মোবাইলে চ্যাটিং এ ব্যস্ত কেউ টিকটক করাই ব্যস্ত আবার কেউ ভিডিও ধারণ করা ও খাওয়া-দাওয়া ব্যস্ত। দুই বন্ধুর সাথে হাসি আনন্দের মধ্য দিয়ে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম তখন।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ব্লগার | @sumon09 |
ফটো ও ব্লগ ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | Lake-View |
ক্যামেরা | 50mp |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাতক্ষীরা জায়গাটা বেশ সুন্দর লাগতেছে। লেক ভিউ ক্যাপে এবং রেস্টুরেন্টটা বেশ দারুণ। পরীক্ষার উদ্দেশ্যে সাতক্ষীরায় গিয়ে বেশ দুর্দান্ত ভ্রমণ তুলে ধরেছেন। মাঝেমধ্যে ভ্রমণ করতে ভীষণ ভালোই লাগে। লাভ শেপের এই বসার জায়গাটি তো আমার অনেক পছন্দ হয়েছে। আপনাকে বেশ দারুণ মানাচ্ছে। আপনার ভ্রমণ যাত্রা শুভ হোক। বেশ ভালো লাগলো মুহূর্তটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেমন মানিয়েছে জানিনা তবে ব্লগের জন্য ফটো ধারণ করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুলনা পরিচিত লাভ করেছে সবচেয়ে বেশি তাহলে সুন্দরবনের জন্য। আপনি এবং আপনার দুই বন্ধু মিলে খুবি চমৎকার জায়গা ঘুরেছেন। বিশেষ করে পুকুরের মধ্যে যে রেস্টুরেন্ট আছে এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই জায়গাটাও কিন্তু অনেক সুদর্শন একটি জায়গা। এছাড়া বিভিন্ন জায়গায় দেখতে বেশ ভালো ঘোরাঘুরি করেছেন এত সুন্দর জায়গা গুলো দেখে সেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই বড় রেস্টুরেন্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু জায়গা দেখতে একটু সুন্দর হলে মানুষের ভিড় বেশি হয়। আপনারা লাভের মাঝখানে বসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো। কেননা এই অপেক্ষা করার সময়টা আপনার আরো অন্য কিছু সেখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছেন নিশ্চয়ই। যাইহোক সাতক্ষীরার লেক ভিউ ক্যাফ এন্ড রেস্টুরেন্ট দেখতে তো অনেক সুন্দর। আপনারা তিন বন্ধু মিলে সেখানে খুবই মজা করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাইতো সুযোগ পেলে আমিও ছুটে যাই ঘোরাঘুরি করতে। খুলনা বিভাগ সত্যিই খুব সুন্দর একটি বিভাগ। সেখানে যেমন সুন্দরবন রয়েছে তেমনি বিভিন্ন ধরনের ঘুরার জায়গাও রয়েছে। আপনি সেই খুলনা বিভাগের সাতক্ষীরায় অবস্থিত লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি সেই জায়গাটা দেখতে খুব সুন্দর। অবশেষে আপনারা সিরিয়াল ধরে হলেও লাভের মত বসার জায়গার ছবি তোলার সুযোগ পেয়েছেন জেনে ভালো লাগলো। এই জায়গাটা দেখতে সত্যি খুব সুন্দর। যাই হোক ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিকটকার আপুদের জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit