আজ -শনিবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে একটি বিরহের কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো অনেকদিন পরে আপনাদের মাঝে পুনরায় বিরহের কবিতা তুলে ধরতে যাচ্ছি। আশা করি একাধিকবার আমার এই কবিতা পাঠ করে তার অর্থ বুঝে নিবেন। তাই চলুন আর দেরি না করে কবিতাটি মনোযোগ সহকারে পড়ি। |
---|
কবিতা
চলতি পথের দোকানীর আলোর উজ্জ্বলতায়।
দাঁড়িয়েছিলাম আমি নির্জন নিরালায়
সাথের বন্ধুটা ব্যস্ত কেনা কাটায়।
অপলোকে একবার দেখে চোখ ফিরিয়ে নেওয়ায়
ভীষণ অপরাধী মনে হয়েছিল নিজেকে আমায়।
পুনরায় পারিনি দৃষ্টি রাখতে
আবারো চেয়েছিলাম তোমার পিছুপানে।
চেয়ে দেখি তুমি আর নেই।
মিশে গেছো তিন রাস্তার জনকলাহলে।
দৃষ্টি ফিরিয়ে নিয়েছিলাম সামনের দিকে
অনাকাঙ্খিত আবেগ নিজেরই ব্যর্থ নিষ্ফলতায়।
কোন সুত্রে গাতবো মালা
বাড়িয়েসো শুধু মনের জ্বালা।
করে গেছ নিঃস্ব রেখে মন একেলা
মনের আবেগ অনুভূতিটাকে করে অবহেলা।
চলছিলে তিন জন বাবা-মায়ের সাথে
কি জানি ছিল তোমার কোমল দু হাতে।
যে হাতের নরম অনুভূতি স্বপ্ন দেখাতো আমায়
চিরসাথী করে নিবে বানিয়ে জামাই।
সেই মধুর স্মৃতিগুলো মন আঙ্গিনায়
গুমড়ে মরে একটু ভাবলে তোমায়।
এমনও দিন ছিল দেখলে তোমায়
ভালোবাসার আবেগে জড়াতে আমায়।
আজ শুধু মনে পড়ে সেই স্মৃতিগুলো
যা কিনা হয়েছে আজ অচীন পথের ধুলো।
তবুও নিখাদ আঁখি মেলে
মনকে বুঝদেই দীর্ঘশ্বাস ফেলে।
ছিলে শুধু মরীচিকা ছলনাময়ী স্বপ্নচারিনী
সত্যিকারের ভালবেসেছি তাই ভুলতে পারিনি।
তবুও ভালোবাসবো একাকী অনুভূতি নিয়ে
বাসর সাজাবো চোখের অশ্রু বিসর্জন দিয়ে।
কবিতাটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে দীর্ঘদিন পরে প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটিকে এক ঝলক দেখতে পাওয়ার এক অনুভূতি। যাকে দেখে চোখ ফিরিয়ে নেওয়া হয়েছে লজ্জায়, কারণ যার প্রতি ভালোবাসা অগাধ ও অপরিসীম। সেই ভালবাসাকে তুচ্ছ করে যে প্রেয়সী ছেড়ে গেছে এই অন্তর। সে অন্তর আজ বিরহের আগুনে পুড়ে ক্ষতবিক্ষত। তাই সে পোড়া বুক নিয়ে আর ভালোবাসার মানুষের দিকে হাত মেলে না দাঁড়ানোটাই উচিত। তারপরেও অবুঝ মনটা যেন পুনরায় তার পানে তাকানোর চেষ্টা করল কিন্তু মানুষের ভিড়ে তাকে আর খুঁজে পাওয়া গেল না সেই মুহূর্তে। ভালবাসার সে অতীত মধু স্মৃতিগুলোকে স্মরণ করেই মনের আত্মহুতির প্রকাশ। নাই বা থাকুক তার মনে ঠাঁই তবুও মন থেকে ভালবেসে যাবো একা একা। এমনকি অন্যের সাথে বিবাহের মুহূর্তেও বাসর ঘরে অশ্রু বিসর্জন দিতে হবে প্রাণপ্রিয়ার স্মৃতিকে স্মরণ করে। যাকে ভুলে থাকা যায় না। আর এই অনুভূতিটাকে বলা হয় সত্যিকারের ভালোবাসা।
সমা প্ত |
---|
আসলে ভাই কি বলবো? আপনার কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রিয়জনকে উদ্দেশ্য করে এত সুন্দর কবিতা লিখেছেন সত্যি তা অসাধারণ। নিশ্চয়ই প্রিয়জনকে অনেক বেশি মিস করছেন। কবিতাটি ছন্দ গুলো সত্যি চমৎকার ছিলো
এমন সুন্দর অনুভূতি কবিতা ছন্দের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলেন আসলেই কি তাই? নিজের প্রিয় মানুষটির সাথে অনেকদিন পরে দেখা হল? আপনার কবিতার বিশেষ মন্তব্য পরেই বুঝতে পেরেছি কবিতাটি কি নিয়ে লিখেছেন। আসলেই এই বিষয়টা অনেক বেশি দুঃখজনক। তবে আজকে আপনি দুর্দান্ত কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম বাস্তবতা তুলে ধরেছি কবিতায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার মধ্যে আপনার বাস্তব অনুভূতিগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবে ছবিতে দেখা মানুষটি কি আপনার প্রিয়জন? আর আপনার কবিতার ভাবে বুঝতে পারছি হৃদয়ে অনেক কষ্ট রয়েছে। তবে সম্পূর্ণ কবিতা পড়ার পর ভিন্ন রকম একটা ধারণা হলো। অবশ্যই গল্পটি শুনতে চাই ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উনি আমাদের বিদ্যালয়ের ম্যাডাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার মাধ্যমে আপনার মনের অনুভূতি ফুটিয়ে তুলেছেন কবিতা পড়ে অনেক খারাপ লাগতেছে। প্রিয়জনকে পাশে না পাওয়ার বেদনা অনেক বড় যন্ত্রণাদায়ক।হৃদয় ক্ষতবিক্ষত করে চোখের অশ্রুতে ভেসে যায় জীবন।আপনার মনে অনেক কষ্ট লুকিত আছে যা কবিতার মাধ্যমে তুলে ধরেছে। ফটোগ্রাফিতে যার ছবি শেয়ার করছেন মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর।দুজনকে অনেক ভালো দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক প্রিয় একজন ম্যাডাম আমাদের বিদ্যালয়ের স্টাপ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুন লিখেছেন ভাই। সত্যি অনেক ভালো লেগেছে। তবে আপনি এই কবিতাটা আবার তাকে শোনাতে পারেন সে একদম ইমপ্রেস হয়ে যাবে। প্রথম ৮ লাইন কবিতা তাকে পড়ে শোনালে আমি নিশ্চিত সে আবার আপনার প্রতি দিবানা হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই খুশি হলাম কবিতাটা মনোযোগ দিয়ে পড়েছেন তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি আসলে অনেক দারুন হয়েছে। প্রিয়জনকে উদ্দেশ্য করে দারুন একটি কবিতা লিখেছেন। আসলে অনেকদিন পর ভালবাসার মানুষের সাথে দেখা হলে এরকমটাই হয়ে থাকে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর স্বরচিত কবিতাটি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি এভাবেই পাশে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক ভাইয়া আপনার অনেক দিন হলেও প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে জেনে অনেক ভালো লাগল। আর প্রিয় জনকে না পাওয়ার আসলে অনেক যন্ত্রনাদায়ক।তবে আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর যাই হোক বিরহের কবিতাগুলো আমি দারুণ দেখে থাকি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষটির সাথে অনেকদিন পর দেখা হয়েছে জেনে ভালো লাগলো। কবিতাটি পড়েই বুঝতে পারছি আপনি কার জন্য এই কবিতা লিখছেন। আপনার জন্য দোয়া রইল ভাইয়া আপনার সেই প্রিয় মানুষটি জেনে আপনার এই কবিতার ভাষা গুলো বুঝতে পারে এবং আপনার কাছে ফিরে আসে। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখনোই বুঝবেনা সে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহে বিশ্ব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit