ভ্রমণ: আব্বুর চোখ অপারেশনের জন্য গাংনী থেকে কুষ্টিয়া রোটারী ক্লাবে গমন

in hive-129948 •  2 years ago 
আসসালামু আলাইকুম

IMG_20230528_071348_821.jpg




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে, যে ভ্রমণ বিষয়টা ছিল গাংনী থেকে কুষ্টিয়া রোটারী ক্লাব পর্যন্ত। তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং এর পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়ুন।


ফটোগ্রাফি সমূহ:

দীর্ঘদিন ধরে আমার আব্বা চোখের সমস্যায় ভুগছিলেন। গত দেড় বছর পূর্বে আব্বার বাম চোখ অপারেশন করে এনেছিলাম কুষ্টিয়ার রোটারী ক্লাব থেকে। ইনশাল্লাহ সেই চোখ বর্তমানে ভালো রয়েছে এবং খুব সুন্দর দেখতে পারেন। তবে বাম চোখের পাশাপাশি দান চোখটাও দেখানো হয়েছিল। ডক্টর বলেছিলেন তিন মাস থেকে ছয় মাসের মধ্যে ডান চোখ অপারেশন করতে হবে। তবে এত দ্রুত সম্ভব হয়নি। গত মাসের ২৭ তারিখে আব্বা ডান চোখ অপারেশন করার জন্য কুষ্টিয়া রোটারী ক্লাবের দিকে অগ্রসর হলাম সকাল সাতটার সময়। আর এই ভ্রমণটা ছিল অটো গাড়ি ভ্রমন। গ্রাম থেকে একটি গাড়ি রিজার্ভ করলাম। আর সেই গাড়িতে চড়ে গাংনী হাইরোড দিয়ে কুষ্টিয়া যাওয়ার চেষ্টা করলাম। আর কুষ্টিয়া যাওয়ার পথে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দৃশ্য সহ মানুষের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ল। দীর্ঘ পথ অতিক্রম করে কুষ্টিয়া মিরপুরের রেল ক্রসিং অতিক্রমণ করলাম। আর ঠিক এই মুহূর্তে তোলা অসাধারণ রেল পার্ট বা রেললাইন। যে লাইন দিয়ে রাজশাহী থেকে কুষ্টিয়া অতিক্রম করে খুলনায় চলে যাওয়া যায়।

IMG_20230527_084337_181.jpg

IMG_20230527_084338_645.jpg
Photography device: Infinix hot 11s
location

অটো গাড়িতে চড়ে এই দীর্ঘ পথ ভ্রমণ করতে গিয়ে লক্ষ্য করলাম কৃষকেরা তাদের কৃষি জমিতে চাষবাস কাজে ব্যস্ত রয়েছেন। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌছালাম কুষ্টিয়ার বিজিবি ক্যাম্প এর দিকে। বিজিবি ক্যাম্প অতিক্রম করার সময় দেখতে পারলাম তাদের সুন্দর এরিয়া তারকাটা দিয়ে ঘেরা। আর তাদের বড় এরিয়াটার পাশ দিয়ে সড়ক পথ দুইটা বিট দিয়ে গতিরোধ করা রয়েছে।

IMG_20230527_085011_2.jpg

IMG_20230527_085019_8.jpg

IMG_20230527_084444_431.jpg
Photography device: Infinix hot 11s
location

আরো কিছু দূর পথ অতিক্রম করতে লক্ষ্য করলাম নতুন কোন ফ্যাক্টরি তৈরি হচ্ছে যেখানে খুব সুন্দর ভাবে বিল্ডিং এর কার্যক্রম করা হচ্ছে শুধুমাত্র রড দিয়ে। আর এমন সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ হলাম মনে মনে ভাবলাম এভাবেই আমাদের দেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেক শিল্প কলকারখানা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। মানুষের তৈরি অসাধারন কার্যকলাপ গুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার। হয়তো আব্বাকে নিয়ে বেশ টেনশনে ছিলাম তবুও এত সুন্দর সুন্দর দৃশ্য আমাকে টেনশন থেকে একটু হালকা রাখার প্রয়াস জুগিয়েছিল।

IMG_20230527_085517_753.jpg

IMG_20230527_085518_785.jpg

IMG_20230527_085520_151.jpg

IMG_20230527_085539_348.jpg

IMG_20230527_085540_183.jpg
Photography device: Infinix hot 11s
location

মিরপুর ছেড়ে আরো কিছুটা পথ অতিক্রম করতে লক্ষ্য করলাম অনেক সুন্দর সুন্দর মিল ফ্যাক্টরি যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তৈরি করা হয়ে থাকে আর সেখানে লক্ষ্য করলাম অনেক শ্রমিক রাস্তা চলাচল করছে এবং এই সমস্ত কল কারখানার দৃশ্যগুলো ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগছিল চলতি পথে এভাবে আপনাদের জন্য ফটোগ্রাফি করার আনন্দটা জানা ছিল অন্যরকম ‌‌।এভাবেই চলতি পথের অসাধারণ দৃশ্যগুলো দেখতে দেখতে একটি মুহূর্তে আমরা কুষ্টিয়ার ত্রিমনি স্থানে এসে পৌঁছে গেলাম তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা এই যে কুষ্টিয়ার ত্রিমনি লাইনে যাওয়ার অনেকটা আগেই একটি জ্যামে পড়লাম। কুষ্টিয়া শহরের মধ্যে এমন জামে আটকাতে হয় কিন্তু কুষ্টিয়া যাওয়ার পথে এমন একটি ফাঁকা স্থানে যে জ্যামে আটকাতে হবে তা কখনোই কল্পনা করেনি। তবে জ্যাম যখন কেটে গেল তখন বুঝতে পারলাম রাস্তার কাজ চলছিল তাই এমন একটি স্থানে হঠাৎ একটি ট্রাক স্থান বদল করছিল রাস্তার উপর দিয়ে তাই এ জ্যাম। জ্যাম যখন কেটে গেল তখন আবারও আমাদের গাড়ি রানিং হলো এবং কুষ্টিয়ার দিকে অগ্রসর হলো।

IMG_20230527_085631_677.jpg

IMG_20230527_085633_260.jpg

IMG_20230527_085906_589.jpg

Photography device: Infinix hot 11s
location

অবশেষে কুষ্টিয়া শহরে এসে পৌছালাম। এরপর আমরা রোটারী ক্লাবে গেলাম। সেখানে পৌঁছে দেখি অনেক চক্ষু রোগীর আগমন। যেহেতু ওই দিন সন্ধ্যাকালীন মুহূর্তে আবার চোখ অপারেশন করবে তাই তাড়াহুড়ো করে একটি কেবিন ভাড়া করে নিলাম। কারণ কেবিন ভাড়া করা ছাড়া আমার মানুষের মধ্যে থাকা মোটেও সম্ভব নয়। গতবার যখন আমরা রোটারী ক্লাবে এসেছিলাম তখন সমস্ত কেবিন ফাঁকা ছিল কিন্তু এবার লক্ষ্য করলাম আমরা কেবিন ভাড়া করার পর পর বাকি কেবিন গুলো সব পূরণ হয়ে গেল। আর রোটারি ক্লাবের কেবিন গুলো পাঁচ তলার উপরে যেখানে সিঁড়ি দিয়ে চলাচল করতে হয় অবশ্য লিফটের ব্যবস্থা রয়েছে। যাইহোক কেবিনের চাবি নিলাম এবং রুমের মধ্যে প্রবেশ করলাম এবং কিছুটা রিলাক্সে বিশ্রাম নিতে থাকলাম। আর এভাবেই দীর্ঘ ৪০ কিলো পথ ভ্রমণ করলাম অটো গাড়িতে বা ইজি বাইকে।

IMG_20230528_070241_768.jpg

IMG_20230527_092958_791.jpg

IMG_20230527_093010_513.jpg

IMG_20230527_093041290_BURST0002.jpg

Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইজিবাইক ব্যবহার করে তো দেখছি আপনি অনেকটা পথ অতিক্রম করেছেন আসলে ইজিবাই ক আমাদের পথ চলাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। যদিও ছোটখাটো তবে গন্তব্যে পৌঁছাতে তেমন একটা বেশি সময় নেয় না। আপনার বাবার চোখের অপারেশন করার জন্য খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলেন এবং বের হবার পরে পথিমধ্যে খুবই সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগবে। খুব দ্রুতই আপনার বাবা সুস্থ হয়ে যাক এই কামনা করি।

এত সুন্দর মন্তব্য করে দেখে আমার খুবই ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল

আব্বার চোখ অপারেশন করার জন্য কুষ্টিয়া লটারি ক্লাবে সম্পূর্ণ সময়টাই তুমি আব্বার সাথেই ছিলে। যাহোক, গাংনী থেকে কুষ্টিয়া রোটারি ক্লাবে গমন করা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে তুমি। খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইজান

আপনি আপনার আব্বুকে নিয়ে চোখ অপারেশনের জন্য গাংনী থেকে কুষ্টিয়ার রোটারি ক্লাবে যাওয়ার মুহূর্তটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। ইজিবাইক ব্যবহার করে আপনি পথ চলা অতিক্রম করেছিলেন এটা জেনে ভালোই লেগেছে। এর মাধ্যমে পথ চলা অনেক সহজ হয়ে উঠে। আপনি দীর্ঘ ৪০ কিলো পথ ভ্রমণ করেছিলেন অটো গাড়িতে বা ইজিবাইকে করে। আপনার আব্বু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটাই কামনা করছি ভাইয়া। আর সম্পূর্ণটা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে।

আপনাদের দোয়ায় যথেষ্ট সুস্থ রয়েছে আপু

প্রথমেই দোয়া করি যেন আপনার আব্বু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। গাংনী থেকে কুষ্টিয়া রোটারি ক্লাবে গমন করার মুহূর্তটার খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। কেবিনের চাবি নিয়ে, রুমের মধ্যে প্রবেশ করে, রিলাক্সে বিশ্রাম নিয়েছিলেন। ইজি বাইকে করে ৪০ কিলো পথ ভ্রমণ করেছিলেন তাহলে। সব মিলিয়ে আপনার আজকের পোস্টটা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে সম্পূর্ণটা লিখেছেন আপনি।

এই বিষয়গুলো শেয়ার করতে চলেছি শুধুমাত্র সকলের ধারণা দেওয়ার জন্য