জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লেগ্রাউন্ড ভিডিওগ্রাফি

in hive-129948 •  4 months ago 


আসসালামু আলাইকুম




হাই!
বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভিডিওগ্রাফি মুলক পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠের সুন্দর একটি ভিডিও নিয়ে। পড়ন্ত এক বিকেলে ভিডিওটি ধারণ করেছি আশা করব ভাল লাগবে।

IMG_20240528_183347_229.jpg


ফটো ও ভিডিওগ্রাফি:


ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বড় এরিয়া। বেশ অনেকগুলো খেলার মাঠ রয়েছে তবে তার মধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বড় মাঠ। যেখানে বিভিন্ন দলের খেলার অনুষ্ঠিত হয় এই মাঠে। একদিন বিকেল মুহুর্তে খালাম্মার বাসা থেকে বের হলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল প্রান্ত থেকে জাহাঙ্গীরনগর মেনগেট পর্যন্ত অনেক ফটো ভিডিও ধারণ করব এমন আশা নিয়ে বের হয়েছে এবং ভিডিও ধারণ করেছি। লাস্টের দিকে এই ভিডিওটা ধারণ করেছিলাম। এর আগে একবার ঢাকা ঘুরতে এসে ঠিক এই জায়গায় অনেকক্ষণ বসে থেকে ছিলাম। এখানে স্টুডেন্টদের বসে থাকার সুন্দর মুক্ত মঞ্চ রয়েছে যার নাম সেলিম আল দীন মুক্ত মঞ্চ। আর সেখানে রয়েছে রেস্টুরেন্ট। বিকেল মুহূর্তটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এই জায়গাটা সবচেয়ে বেশি জনপ্রিয় ও ফেভারিট। অনেকে গেট থেকে বের হয় শহরের দিকে এটা সেটা কেনাকাটা করার জন্য বা বিভিন্ন প্রয়োজনে। আবার অনেকেই এই বিশাল মাঠে বন্ধু বান্ধবীদের সাথে বসে সময় কাটান। হয়তো সারাদিনের ব্যস্ততা শেষে বিকেল মুহুর্তটা রেস্ট নেওয়ার জন্য অনেকের উপযুক্ত স্থান এই মাঠ। যুগ যুগ ধরে অনেক ছাত্রছাত্রীরা এসেছে বসেছে এবং নিজেদের মহামূল্যবান সময় পার করেছে এই স্থানে। আবার অনেকেই আমাদের মত ঘুরতে এসেছেন এবং সময় কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই এরিয়াতে।

IMG_20240528_183640_2.jpg

Photography device: Infinix hot 11s
Dhaka jahangirnagar


ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে নারী পুরুষ সকল শিক্ষার্থীরা স্বাধীনভাবে চলাচল করছে বসে রয়েছে গল্প আড্ডায় মেতে রয়েছে। আমি ভিডিও ধারণ করার মুহূর্তে লক্ষ্য করে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই স্থানটা স্টুডেন্টদের যেমন উপস্থিতি তেমনি অনেক রিকশাচালকদের উপস্থিতি। কারণ সব সময় স্টুডেন্টরা বাইরে যাওয়া আসা করতে থাকে তাই গাড়ি চালু করা এখানে এসে ভিড় জমায় কখন কে গাড়িতে উঠবে কোথায় যাবে তাদের ভাড়া হবে। এছাড়াও আরও লক্ষ্য করে দেখেছি অনেক মানুষ ওজন মাপার জন্য স্কেল নিয়ে উপস্থিত থাকেন। মূলত এটাই তার ব্যবসা। অনেক সময় অনেক স্টুডেন্ট নিজেদের ওয়েট দেখে থাকেন। তবে প্রতিনিয়ত বিকেল বেলায় এই মাঠে বিভিন্ন প্রকার খেলাধুলা হয়ে থাকে। আমি যখন উপস্থিত ছিলাম তখন সামনের দৃশ্যগুলো দেখে একপ্রকার ভালো লাগছিল আবার আরেক প্রকার খারাপ লাগছিল। কারণ এখানে এতটা স্বাধীনতা লক্ষ্য করলাম এতটা স্বাধীনতা আমি মনে করি অবিবাহিত মানুষের জন্য কাম্য নয়। আবার আরেকটা বিষয় ভালো লাগছিল খুব মনোরম পরিবেশ যেখানে সকল মানুষ মুক্তভাবে চলাচল করতে পারতে ইচ্ছে মত বসে থাকতে পারছে। অনেকে মেতে রয়েছে পরিবারের সাথে কথা বলায়। অনেকেই মেতে রয়েছে মোবাইল ধরে প্রেমিকের সাথে কথা বলায়। আর এরই ফাঁকে ফাঁকে চা বিক্রেতা কয়েকজন ছেলেদের লক্ষ্য করলাম, মামা চা নিবেন মামা পাউরুটি কলা নিবেন? এই বলাই ব্যস্ত অর্থাৎ সে তার ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে। যে যার ইচ্ছেমতো তাদের ডাকছে এবং চা নিচ্ছে কলা পাউরুটি নিচ্ছে। পিছন সাইডে রয়েছে রেস্টুরেন্ট। সেখানেও মানুষের ভিড় আড্ডা গল্পগুজব।

Video device: Infinix hot 11s
Dhaka jahangirnagar


বেশ ভালো লাগছিল এই সমস্ত দৃশ্যগুলো দেখে ও অনুভব করতে পেরে। এখানে শুধু স্টুডেন্টরা নয় যে যার মত এসে সময় পার করছে লক্ষ্য করলাম। মাঠের পাশ দিয়ে ছেলেমেয়েদের বসে থাকা গল্প করা, মুক্তভাবে একজন আরেকজনের কোলে মাথা দিয়ে বসে থাকার দৃশ্যটাও বেশ লোক করলাম। আর এই সমস্ত দৃশ্যগুলো বিশ্ববিদ্যালয়ের সুন্দর লোকেশন দেখতে দেখতে কখন যেন বিকেল পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলো। তবুও আমি আমার ইচ্ছে মতো দেখতে থাকলাম আর ফটো ভিডিও ধারণ করতে থাকলাম। আমি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম উত্তর প্রান্ত থেকে ফটো ধারণ করতে থাকবো এরপর সন্ধ্যার মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের ফ্লাইওভারের ওখান থেকে হালকা খাওয়া-দাওয়া করে আবার রওনা দেব বিষমাইল গেটের দিকে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাইওয়ের দিকে তিনটা গেট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট, আরো একটি গ্রেট হয়েছে ওটার নাম আমার জানা নেই, এরপর প্রান্তিক এরিয়া যেখানে আমিও উপস্থিত হয়েছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি বেশ ভালোলাগার একটি স্থান। এরপর আমার সুপরিচিত ২০ মাইল গেট। মূলত এই স্থানটা দিয়ে আমার চলাচল ছিল। যাইহোক এভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম এবং ভিডিও ধারণ করেছিলাম।

IMG_20240528_183621_9.jpg

IMG_20240528_183622_9.jpg

Photography device: Infinix hot 11s
Dhaka jahangirnagar


গুরুত্বপূর্ণ তথ্য


ভিডিও বিষয়কতথ্য
বিষয়ভিডিওগ্রাফি
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Video editing appinshot
YouTube channelসোর্স
দেশবাংলাদেশ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। আর আপনি দেখছি আজকে আমাদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সুন্দর একটি ভিডিও ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও টি দেখে বেশ ভালো লাগলো। আসলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম সুন্দর সুন্দর খেলার মাঠ রয়েছে। যেগুলো দেখতে বেশ সুন্দর।

অনেক সুন্দর মন্তব্য করেছেন

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে। আমি এডমিশনের জন্য অনেক জায়গায় গেছিলাম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়া হয়নি। এই বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখার খুবই শখ রয়েছে আমার। এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর একটি বিষয় দেখতে পেলাম।সুন্দর একটি খোলার মাঠে খেলার বিকল্প হিসাবে আর কোন সুস্থ থাকার পথ আমার জানা নেই। এই বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহিত করল। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

হ্যাঁ আপু খেলাধুলা প্রয়োজন আছে।

ভাইয়া অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় বেশ বড় একটি মাঠ দেখতে পাচ্ছি যেখানে সবাই খেলাধুলা করছে পাশাপাশে হাটাচলাও করছে। আসলে ঢাকা শহর বা তার আশপাশে এখন সব খেলার মাঠগুলো তুলে বড় বড় পোপার্টি বহুতল ভ্রমণ করা হচ্ছে। যার কারনে খেলাম মাঠ আর হাটার স্থানগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে।

হ্যাঁ ঠিক বলেছেন আপনি।

ভাই আপনার পোষ্টের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আলোকচিত্র দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। এই তো কিছুদিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার। কিন্তু সে সুযোগ আমার হয়নি। কেননা দ্রুত কারণে বাসায় চলে এসেছিলাম। যাইহোক আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

মন্তব্য দেখে খুব ভালো লাগলো।