DIY: খুব সহজে মোবাইলের নরমাল ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি

in hive-129948 •  3 years ago  (edited)


আজ - শুক্রবার

২০ ফাগুন | ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম



'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,
আপনারা কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো ও সুস্থ রয়েছি। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন এবং এই কমিউনিটিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলুন। আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল মডারেটর এবং সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি পোস্ট। আমার আজকের পোস্ট এর বিষয়ে:


খুবই অল্প খরচে মোবাইলের নরমাল ব্যাটারি দিয়ে একটি কার্যকারী পাওয়ার ব্যাংক তৈরি।

আর কথা না বাড়িয়ে চলুন কার্যক্রম শুরু করে দেওয়া যাক। তবে কার্যক্রম শুরুর আগেই প্রয়োজনীয় জিনিস পাতি গুলো নিয়ে রেডি হয়ে যায়, যেন কাজ করতে সহজ হয়।তাই প্রয়োজনিয় জিনিস এবং যন্ত্রপাতিগুলো নিয়ে প্রস্তুত হয়েগেলাম কার্যক্রম শুরু করার জন্য।

GridArt_20220304_205005760.jpg




পাওয়ার ব্যাংক তৈরীর উপকরণ সমূহঃ
ক্রমিক নংনামপিস
১।দুই ঘাটের হোল্ডার বোর্ডএকটি
২।নতুন সার্কিটএকটি
৩।মোবাইলের নরমাল ব্যাটারিতিনটি
৪।তাঁরদুই খণ্ড

GridArt_20220303_230356422.jpg




পাওয়ার ব্যাংক তৈরীর সহায়ক যন্ত্র সমূহঃ
ক্রমিক নংনাম
১.এন্টিকাটার
২.গ্লু স্টিক
৩.গ্লু গান
৪.তাতাল
৫.রাং
৬.রজনী

পাওয়ার ব্যাংক তৈরির ধাপ সমূহঃ


ধাপ :-১


হোল্ডার বোর্ডের নাট খুলে দুইটি বডি পৃথক করে নিলাম।

IMG_20220207_112238.jpg



received_305654148004402.webp

ধাপ :-২


এবার গরম তাতাল দিয়ে হোল্ডার বোর্ডের
মেন খন্ডের মাঝখানের ঠেকনা অংশটি কেটে দিলাম।

IMG_20220207_115408.jpg



received_305654148004402.webp

ধাপ :-৩


হোল্ডার বোর্ডের মেইন বডির মাঝ বরাবর একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে তার বের করতে হয়। আমি এই ছিদ্র বরাবর পাওয়ার ব্যাংক সার্কিট এর ইউএসবি পোর্ট বসিয়ে দিলাম এবং চার্জ দেয়ার অংশটির জন্য একটি ছিদ্র করে নিলাম গরম তাতাল দিয়ে।

IMG_20220207_120829.jpgIMG_20220207_120759.jpg



received_305654148004402.webp

ধাপ :-৪


পাওয়ার ব্যাংক সার্কিটটি বের করে নিলাম। এবার তাতাল দিয়ে পাওয়ার ব্যাংক সার্কিট এর প্লাস এবং মাইনাস পয়েন্টে তারের খন্ড দুটি লাগিয়ে দিলাম।

IMG_20220207_121554.jpg



received_305654148004402.webp

ধাপ :-৫


এবার তার দুটি অন্য মাথা মোবাইলের ব্যাটারির প্লাস এবং মাইনাস স্থানে প্লাস-মাইনাস মিল রেখে তাতাল দিয়ে লাগিয়ে দিলাম। অর্থাৎ সার্কিটের প্লাস ব্যাটারি প্লাস এর সাথে এবং সার্কিটের মাইনাস ব্যাটারির মাইনাসের সাথে সংযুক্ত করলাম।

IMG_20220207_124056.jpg



received_305654148004402.webp

ধাপ :-৬


এবার সার্কিট ও ব্যাটারি সংযুক্ত পাওয়ার ব্যাংকটি হোল্ডার বোর্ডের মেইন বডির যথাস্থানে বসিয়ে দিলাম গ্লু গান এর আঠা সাহায্যে।

IMG_20220207_125622.jpg



received_305654148004402.webp

ধাপ :-৭


মোবাইলের বাকি দুই ব্যাটারি একইভাবে সার্কিটের প্লাস ও মাইনাসের সাথে সংযুক্ত করে দিলাম এবং আঠা দিয়ে বসিয়ে দিলাম হোল্ডার বোর্ডের মধ্যে। আর এভাবেই সম্পূর্ণ হলো শক্তিশালী একটি পাওয়ার ব্যাংক তৈরি।

IMG_20220207_142130.jpg



received_305654148004402.webp

ধাপ :-৮


এবার হোল্ডার বোর্ডের উপরের খাপটি মেইন বডির সাথে চারটি নাট লাগিয়ে দিলাম এবং পাওয়ার ব্যাংকটি মোবাইল চার্জার দিয়ে কারেন্ট থেকে চার্জ করে নিলাম।

IMG_20220207_153150.jpg



received_305654148004402.webp

শেষ ধাপ :


বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করে দেখুন পাওয়ার ব্যাংকে মোবাইল চার্জার এর ক্যাবল লাগিয়ে মোবাইল চার্জ করে নিলাম একশো পার্সেন্ট। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক সার্কিট এবং কয়েকটি অ্যান্ড্রয়েড এর নরমাল ব্যাটারির মাধ্যমে একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করা সম্ভব খুব সহজেই। আর আমি তার প্রমাণ সফলভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। মোবাইল চার্জের প্রমাণ করার মধ্য দিয়ে আমার আজকের কার্যক্রম সমাপ্ত হল।

IMG_20220304_200755.jpg




received_305654148004402.webp


💖আমার পরিচয়💖


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী কিন্তু লেখার প্রয়োজন বোধ করি না পূর্বে চর্চা করতাম এখন ছেড়ে দিয়েছি।



আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।



xh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23dg71NMC5sRWRkKLR2RfX8yNNYVVCB4FM1eo2HYfcrxr2eV176iSFg9w1j3VNsnuYXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

received_2144945912336733.webp


পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মোবাইলের পরিত্যক্ত ব্যাটারি দিয়ে খুব সুন্দর একটি পাওয়ার ব্যাংক প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো আপনার আইডিয়াটি শুভেচ্ছা রইল আপনার জন্য

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনার মত করে আগে কখনো পাওয়ার ব্যান তৈরি করতে দেখিনি । আপনি অনেক সুন্দর হবে আমাদের অপ্রয়োজনীয় জিনিস যদি একটি পাওয়ার ব্যান তৈরি করেছেন । তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল ।

টাইটেলে ব্যাংক এর বদলে ব্যান হবে ভাইয়া

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনি নিজে চেষ্টা করবেন তৈরি করার জন্য।

আপনি খুবই চমৎকার ভাবে মোবাইলের নরমাল ব্যাটারি দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন ভাইয়া। আপনি আপনার এই কাজের মাধ্যমে নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি পাওয়ার ব্যাংক তৈরি দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পাওয়ার ব্যাংক তৈরি পর্বটি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি আমার এই পাওয়ার ব্যাংক নিয়ে ।আশা করি চেষ্টা করবেন তৈরি করার জন্য।

নরমাল ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি যা সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার আজকের পোষ্ট। যেটা আপনার প্রয়োজনীয় সময় খুব উপকারে আসবে ।এত সুন্দর ভাবে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ।আশা করি এভাবেই পাশে থাকবেন।

এটা সম্পূর্ণই নতুন আইডিয়া। এবং একদম ইউনিক একটা জিনিস। তবে এটি কতটুকু কার্যকরী কিংবা কতটুকু নিরাপদ আমাদের ফোনের জন্য সে বিষয়ে আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে।

তারপরেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি এযাবত তিনটি পাওয়ার ব্যাংক তৈরি করেছি ।আজ থেকে প্রায় তিন/চার বছর আগে প্রথম তৈরি করেছিলাম। সেগুলো নষ্ট হয়নি এবং মোবাইল নষ্ট হয়নি। তবে এটি তৈরি করার আগে ভালো সার্কিট নিতে হবে।

আপনি খুবই ইউনিক একটি পোস্ট করেছেন। পরিত্যক্ত মোবাইলে ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি। আপনার পাওয়ার ব্যাংক তৈরি প্রতিটা প্রসেস খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি নিজে যেটা পারি, চেষ্টা করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি পাশে থাকবেন এবং নতুন নতুন আরও কিছু আমার থেকে শিখে নিবেন।

আপনি খুব চমৎকারভাবে স্বল্প খরচে কিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করা যায় সেটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পোস্টটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং উপকারী বলে মনে হয়েছে। একসময় আমাদের মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি কম ছিল তখন আমাদের পাওয়ার ব্যাংক এর প্রয়োজন হতো, এখন কিছুটা হলেও এই ঝামেলা থেকে মুক্ত পাওয়া গেছে। তবে পোষ্ট আপনার মানুষের উপকারে আসবে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি। আর আপনি চেষ্টা করবেন এমন একটা পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য।

অসাধারন দারুন একটি পোস্ট করেছেন ভাই।আমরা নেকেই অনেক জায়গা জায় ফোন গুল বন্ধ হয়ে যায় সব জায়গাতে বিদুত পাওয়া যায়না আর পাওয়া গেলেও চারজ দিতে পারি না বিভিন্ন কারনে আপনার এই আইডিয়া টা দারুন লেগেছে আমার ধন্যবাদ।

খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি আপনি এমন সুন্দর কাজ নিজে করার চেষ্টা করবেন।

আমার জানামতে খুবই শিক্ষণীয় একটি পোস্ট ছিল। খুব সহজেই নরমাল ব্যাটারি দিয়ে আপনি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখালেন। আসলে পাওয়ার ব্যাংক অনেক সময়ই নরমাল তা দিয়ে ভালো দামে বিক্রি করে। অনেক সময় ড্যামেজ হয়ে যায়। আসলেই আপনি খুব সহজেই যারা জানে না তারা খুব সহজেই মোবাইলের ব্যাটারি দিয়ে তৈরি করতে পারবে। বেশ উপকৃত হলাম এবং জানতে পারলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া। আরো সুন্দর সুন্দর কাজ আমরা আপনার কাছ থেকে চাই। শুভকামনা রইল ভাইয়া

দৈনন্দিন জীবনে আমাদের পাওয়ার ব্যাংক একান্ত প্রয়োজন। তাই ভেবে দেখলাম আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিলে আপনারা উপকৃত হবেন। তাই তৈরি করে পোস্ট করলাম।

অনেক উপকারী একটা পোস্ট ভাইয়া। আমার ফোনে তেমন একটা চার্জ থাকে না। তাই সব সময় পাওয়ার ব্যান নিয়ে সব জায়গায় যেতে হয়। এতো সুন্দর ভাবে উপস্থাপন করে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আশা করি আপনি খুব সহজেই এমনভাবে একটি পাওয়ার ব্যাংক তৈরি করে নিবেন।

ওয়াও, আজকের এই পোস্টে কমেন্ট করে ভালো লাগছে। সত্যি এক কথায় অসাধারণ হয়েছে। আপনি পরিত্যক্ত মোবাইলে ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক তৈরি করেছেন, যা সত্যি আপনার প্রতিভার প্রকাশ পেয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।