হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঙ্গাস মাছের বাচ্চার ভাইরাস লাগলে দানাদার ভাস সমান খাবারের সাথে ভিটামিন সি কিভাবে মিশিয়ে খাওয়াতে হয় তারই সুন্দর একটি ব্লগ নিয়ে। আশা করব এই পোস্ট দেখার মধ্য দিয়ে বিশেষ একটি ধারণা পেয়ে যাবেন।
প্রথমে মাছের ঔষধের দোকান থেকে বিভিন্ন ঔষধের পাশাপাশি ভিটামিন সি সংরক্ষণ করেছে। এই ভিটামিন সি জানাজার ভাসমান খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এজন্য যে দ্রুত রোগ প্রতিরোধ করবে এবং মাছের গায়ের যে ঘা সৃষ্টি হয়েছে সেগুলো দূর করবে।
এবার ছোট মাছের ভাসমান খাবার এক গামলা প্যাকেট থেকে বের করে আনলাম। যেহেতু ভিটামিন সি মাকিয়ে নিতে হবে। তাই গামলা সবচেয়ে উপযুক্ত।
ভিটামিন সি'র প্যাকেট এবং মাছের খাবার একটু আলোযুক্ত স্থানে নিয়ে এসে রাখলাম। যেন এখানে একসাথে মিশাতে সমস্যা না হয় এবং ভালোভাবে দেখে মেসাতে পারি।
এবার প্যাকেটের মুখটা কেচি দিয়ে কেটে নিলাম। এরপর ২৫ গ্রাম মত ভিটামিন সি ভাসমান খাবারের উপর ছিটিয়ে নিলাম। এরপর বোতল থেকে পানি নিয়ে সেই ভিটামিন সি এর গুড়ার উপর এবং খাবারের উপর সিটিয়ে দিলাম।
এবার প্যাকেটের মুখটা খুব সুন্দর করে বেঁধে দিলাম যেন ভেতরে কোন বাতাস চলাচল না করতে পারে বাইরে আলোর বাতাস না লাগে। কারণ যতদিন না প্যাকেটের ভিটামিন সি ফুরাবে ততদিন এভাবে সংরক্ষণ করতে হবে। কারণ বাইরের আলো বাতাস লাগলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কার্যকারিতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
এবার পানির মাধ্যমে খাবারের সাথে ভিটামিন সি খুব সুন্দর ভাবে মিশিয়ে নিলাম। কারণ পুকুরে যখন ভাসমান খাবারগুলো ফেলা হবে ওই মুহূর্তে সাথে সাথে মাছের বাচ্চারা ধরে খেয়ে নেবে। এতে ভিটামিন সি খুব সহজে তাদের পেটে যাবে। তাহলে দ্রুত ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে।
কয়েক মিনিট ভালোভাবে ঢুকিয়ে নিলাম যেন ভিটামিন সি খাবারের সাথে একটু লেগে যায়। তাহলে সরাসরি মাছের পেটে যেতে সুবিধা হবে অর্থাৎ পানিতে গুলিয়ে যাবে না।
এরপর পুকুর পাড়ে উপস্থিত হয়ে ভাসমান খাবার একটু একটু করে দিতে থাকলাম। ভাসমান খাবারের তেলের বাসনা পেয়ে দ্রুত মাছ ছুটে আসে। আবার অনেক সময় নির্দিষ্ট খাবারের জায়গায় মাছের পোনা থেকে থাকে। তাই খাবার ফেলার সাথে সাথে তারা ঝাকবেঁধে এসে গেল। এরপর আমিও খাবার ফেলতে থাকলাম তারা খেতে থাকলো। আর এভাবেই গামলার খাবার গুলো যতক্ষণ না শেষ হলো ততক্ষণ খাওয়াতে থাকলাম। পাঙ্গাস মাছের বাচ্চারা বেশ আনন্দ সহকারে খেতে থাকলো। দোয়া করবেন যেন এভাবে দ্রুত মাছের অসুখ দূর হয়ে যায় এবং দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। আর আমরা চাইলে খুব সহজে এভাবেই পাঙ্গাস মাছের বাচ্চার ট্রিটমেন্ট করতে পারি রোগ প্রতিরোধের জন্য। এই ভিটামিন সি শুধু রোগ হলে দিতে হয় তা কিন্তু নয় রোগ লাগার পূর্বে দিলে পারে পাঙ্গাস মাছের বাচ্চার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ কম লাগে। তাই ভাইরাসের আক্রমণে বেশি মাছ নষ্ট হয় না।
আপনারা চাইলে খুব সহজে এই ভিডিওটা দেখে মাছের খাবার দেওয়ার মুহূর্ত উপভোগ করতে পারেন। কারণ খাবার দেওয়ার মুহূর্ত একটু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আপনাদের দেখাবো বলে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং মনোযোগ সহকারে দেখে আনন্দ উপভোগ করবেন।
বিষয় | মাছের পোনা ট্রিটমেন্ট |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei P30 Pro-40mp |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
বরাবরের মত আজও আপনার ব্লগটি অসাধারণ লেগেছে ভাইয়া। আপনার এই ব্লগটি দেখে যারা মাছ চাষ করে তারা সহজে মাছের টিটমেন্ট সম্পর্কে জানতে পারবে। আপনার পোস্টর মধ্যে ছবিগুলো আর মাছের খাওয়ার দেওয়ার মুহূর্তের ভিডিওটি চমৎকার লেগেছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাঙ্গাস মাছের পোনা ট্রিটমেন্টের প্রথম পর্ব আমি দেখেছি। দ্বিতীয় পর্বটি দেখেও ভীষণ ভালো লাগলো। ঔষধ গুলো যে খাবারের সঙ্গে এভাবে মিশিয়ে দিতে হয় এটা আজ প্রথম দেখলাম। মাছগুলো খুব স্বাচ্ছন্দের সাথে খাচ্ছে মনে হচ্ছে। বলা যায় মাছ যত খাবে তত মোটা হবে। বেশ ভালো লাগলো দ্বিতীয় পর্বটি পড়ে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো মন্তব্য দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কোন জিনিসের বাচ্চা কালের সময়টাই বেশ ভালোভাবে যত্ন নেয়া উচিত। কারণ যদি বাচ্চা সুস্থ সবল হয় তাহলে পরবর্তীতে তার থেকে ভালো কিছু আশা করা সম্ভব। আপনি পাঙ্গাস মাছের বাচ্চার যত্নের প্রতি অনেক সচেতন। নানা রকম ভিটামিন সহ পুষ্টি সম্পন্ন খাবার আপনি মাছের পোনার জন্য সরবরাহ করছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ একদম ঠিক কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit