বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু

in hive-129948 •  8 months ago 


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি এই পোস্ট করার মধ্য দিয়ে অনেক সজাগ হতে পারবেন এবং আপনার পথ চলায় সচেতন থাকবেন। বিপদের মুহূর্তে এবং আপনার হাসি আনন্দের মুহূর্তে মানুষ চিনতে পারবেন।

IMG_20230422_082515_869.jpg


ফটোগ্রাফি সমূহ:



ঈদের দিনটা মানুষকে বলে আসে কিন্তু বিপদের দিনটা মানুষকে বলে আসে না। তবে উভয় দিনটা উপভোগ করা বেশ আনন্দদায়ক আবার কঠিন। হয়তো জটিল চিন্তা ধারার মধ্যে ফেলেছি আপনাদের। এই ধরুন আপনার আজকে যেটা আনন্দের দিন সেটা অন্যের জন্য বেদনার দিন হতে পারে। আবার আপনার আজকের দিনটা বেদনার দিন হলেও আরেকজনের জন্য আনন্দের দিন হতে পারে। তবে এখানে একটা বিষয় রয়েছে। আপনার সবচেয়ে নিকটতম মানুষটা আপনার বেদনার দিনে কি করছে। হয়তো আরো জটিল চিন্তা পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন একটা ঘুনে ধরা সমাজের মধ্যে বাস করে আসছি। সুসময়ে বন্ধুর অভাব নেই কিন্তু অসময়ের বন্ধুরা হারিয়ে যায়। আর বিপদ মানুষকে চরম শিক্ষা দিয়ে থাকে। কে আপন কে পর এটাও চিনে থাকি। ঠিক তেমনি বাস্তব অভিজ্ঞতা আমার জীবনে একাধিক বার এসেছে। মানসিক হতাশা আর দুশ্চিন্তা কাটিয়ে উঠছিলাম। গত বছর রমজান মাসে বিয়ে হল আমার। কিন্তু কি দুর্ভাগ্য বিয়ের পরপরই আমি আমার বাম পায়ের এক সমস্যায় পতিত হলাম। আর প্রত্যেকটা মুহূর্ত চরম বাস্তবতার শিকার হতে থাকলাম। ঈদের দিন ঈদগাঁয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবুও আমার বন্ধু মারুফ তার মোটরসাইকেলে করে আমাকে নিয়ে গেল। আর বলল "ঈদের নামাজ তুই পড়বি না, তা কি করে হয়? তোকে কাঁধে করে নিয়ে যেতে হলেও নিয়ে যাব"। তার কথা আমাকে কষ্টের মাঝে একটু শীতল বাতাস এনে দিয়েছিল।
IMG_20230422_071952_821.jpgIMG_20230422_072252_747.jpgIMG_20230422_074314879_BURST0001_COVER.jpg
IMG_20230422_072439_963.jpgIMG_20230422_072546959_BURST0004.jpg



মোটরসাইকেল থেকে নেমে ঈদগাহে প্রবেশ করা নামাজের জন্য উঠবস করা সবকিছুতে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। কারণ বাম পায়ে এমন একটা ক্ষত আর খারাপ অবস্থা সৃষ্টি হয়েছিল তখন। কি এমন কপাল! বিয়ে করলাম তার এক সপ্তাহ পরে পায়ের সমস্যায় বিছানাগত হয়ে গেলাম। আমি খেয়াল করলাম আমার বন্ধু মারুফ, এদিকে আমাদের মোস্তাফিজুর, আমার বড় ভাই,আমার চাচাতো ছোট ভাই জাহিদ "আমার বাংলা ব্লগ" এর চারজন মেম্বার আমার প্রতি বেশ সজাগ রয়েছে। তারা বুঝতে পারছে আমি কষ্ট পাচ্ছি আর এই কষ্টে তারাও কষ্ট অনুভব করেছিল। তবে আমার এমন নিকটস্থ কিছু ব্যক্তি ভুল করেও খোঁজখবর কোনদিন নিলনা। যাদের আমি খুব উপকারে এসেছি। এতটা উপকারে এসেছে! নিজের চিন্তা করিনি, তাদের চিন্তাই করেছে। আমার অবস্থা জেনেও তারা না জানার ভান করেছিল। কিন্তু সামান্য দুই দিন বিয়ের পর আমার শ্বশুর আব্বা মোবাইলে একাধিকবার কান্নায় ফেটে পড়েছিল আমার অবস্থা দেখে ও শুনে। উনি এটাও বলেছিল তোমার জন্য যদি আমার জমি জায়গা বিক্রয় করতে হয় তাও আমি রাজি। তুমি শুধু সুস্থ হয়ে দেখাও আমাকে। আর তার সান্তনা আমি নিজেই দিয়েছিলাম।
IMG_20230422_072621_6.jpgIMG_20230422_074422809_BURST0008.jpgIMG_20230422_072811_5.jpg
IMG_20230422_074639_618.jpgIMG_20230422_075854_195.jpg



আমি এমন স্বার্থবাদী মানুষকে দেখেছি,যে তার সামান্য স্বার্থের জন্য আমাকে ফোন দিয়েছে, আমার সাথে কথা বলেছে, আমাকে সুন্দর পরামর্শ দিয়েছে তার স্বার্থ ধরার জন্য কিন্তু আমার এই অবস্থার মধ্যে ভুল করেও একবারের জন্য প্রশ্ন করেনি কি অবস্থা কেমন আছো ডাক্তার কি বলল। বরং উল্টা রিঅ্যাকশনের সম্মুখীন হতে হয়েছে। আমি যখন ঈদের নামাজ আদায় করছিলাম তখন এত কিছু ভাবনা আমার মনের মধ্যে আসছিল যে ভাবনা কোনদিন পূর্বের নামাজ পড়তে এসে কল্পনাতেউ ভাবিনি। হয়তো অল্প কিছুদিন পরেই আমাদের মাঝে পুনরায় রোজার ঈদ এর নামাজ এসে যাবে। জানি না বেঁচে থাকব কি থাকবো না। কিন্তু গতবছরে ওই ঈদের নামাজের দিন আমি এতটাই ভীতস্থ আর ভেবেছিলাম আল্লাহ সামনে বছরের রোজা আমার কপালে আছে কী? তাহলেই বুঝতে পারছেন কতটা ভীতু মন নিয়ে আমাকে কত কিছু ভাবতে হয়েছে। ঠিক এই মুহূর্তে আমার সান্ত্বনা দেয়া বা দ্রুত সুস্থ হয়ে যাব, আমি আমার কর্মস্থলে ফিরে যাব এবং আশ্বাস দেওয়ার মতো খুব কম সংখ্যক মানুষকে কাছে পেয়েছি। ঈদের নামাজ পড়তে এসে যে সমস্ত ফটোগুলো তুলেছিলাম, দেখতে পারছেন এই ফটোগুলো আমি বিছানায় শুয়ে শুয়ে শুধু দেখতাম আর ভাবতাম আল্লাহ সেই দিনকি আবার ফিরে আসবে? ঈদের নামাজ পড়তে যাব বা গ্রামের এই মুখগুলোর সাথে আবার একত্রিত হতে পারব। সামনে কোরবানির ঈদ কি আমার কপালে আছে? কিন্তু সান্ত্বনা দেওয়া বা একটা আশ্বাসই দেওয়ার মতো স্বার্থবাদী মানুষগুলোকে কাছে দেখি নাই। যারা আমার কাছে সর্বদা এটা সেটার জন্য ফোনের পর ফোন করতে থাকতো, বিপদের মুহূর্তে তারা নাই হয়ে গেছিল।
IMG_20230422_082330_5.jpgIMG_20230422_082334_5.jpgIMG_20230422_082519_214.jpg



ঈদের নামাজ শেষে যখন বাড়ি ফিরতে পারছিলাম না তখন ভাই কে পিছনে ফিরে আসতে দেখছিলাম আমাকে সাথে নিয়ে গেট থেকে বের হবে। বাংলা ব্লগের ইউজাররা আমার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, মানুষজন সব চলে যাক তারপরে একসাথে বের হবে। কিন্তু তাদের চেয়েও অতি ঘনিষ্ঠ মানুষ আমার ছিল ওই মুহূর্তে তাদের খোঁজ পাইনি, শুধু মুখপানে তাকিয়ে চলে যেতে দেখেছি অনেকের। তাহলে বুঝেন বিপদে পড়লে মানুষ কতটা অসহায়। কিন্তু গেটের বাইরে প্রিয় বন্ধুটাকে ঠিকই দেখলাম মোটরসাইকেল নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। সাথে চলা মানুষ কয়টা আমাকে পার না করে দেওয়া পর্যন্ত গেট থেকে বের হলো না।
IMG_20230422_082859_386.jpgIMG_20230422_082710_807.jpgIMG_20230422_082855_965.jpg

IMG_20230422_082914_519.jpg



মনে মনে অনেক কিছু ভেবে দেখলাম। কত বন্ধু রয়েছে আমার। কত রয়েছে শুভাকাঙ্ক্ষী জন ও আত্মীয়-স্বজন। ঈদগায়ে নামাজ পড়তে এসেছে অনেক আপনজন। আমার পায়ের এমন একটা অবস্থা ডাক্তার তখন আমাকে ১৫ দিনের জন্য বেড থেকে উঠতে মানা করেছিল। তবুও আলহামদুলিল্লাহ নামাজ সম্পন্ন করেছি। যে কয়দিন বেডে ছিলাম সে কয়দিন বেশি ধারণা অর্জন করেছি এ বিষয়ে। সুস্থ হওয়ার পরে পুনরায় সে সমস্ত মানুষগুলোকে নিকটে এগিয়ে আসতে দেখেছি। আর এর মধ্য দিয়ে স্বার্থবাদী আপন পর মানুষ চিনতে পেরেছি।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার বাম পায়ের এমন একটা পরিস্থিতির কথা শুনে খুব খারাপ লাগলো । আর সেই সাথে আপনি অনেক ভাগ্যবান যে মারুফ ভাই সহ আপনার আরো দুই ভাইয়ের কথা যে বললেন তাদের মত বন্ধু এবং ভাই পেয়েছেন। আসলেই বিপদ বলে কয়ে আসেনা তবে আবার বিপদ মানুষ চেনাতেও আসে। যাই হোক আপনার জন্য দোয়া রইলো ।

হ্যাঁ একদম ঠিক বলেছেন।

সুসময় যে আপনার পাশে থাকে সে আপনার প্রকৃত বন্ধু কখনো হতে পারে না। আপনার বিপদের সময় যে বন্ধু আপনার পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। কারণ একজন প্রকৃত বন্ধু কখনোই আপনাকে বিপদে ফেলে একা করে চলে যাবে না। জীবনে হাজার বন্ধু থাকার চেয়ে একজন প্রকৃত বন্ধু থাকা অনেক ভালো।

Posted using SteemPro Mobile

একদম মনের মত কথা বলেছো।

ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে বিপদে পড়লে মানুষ যে কত অসহায় তখনই সে বুঝতে পারে। এবং বন্ধু নির্বাচন করার জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষকে বিপদের সম্মুখীন হয়ে একজন সঠিক নিষ্ঠাবান বন্ধু নির্বাচন করা উচিত আমি মনে করি। ডক্টর আপনাকে ১৫ দিনের জন্য বেড টেস্ট দিয়েছিল আপনি অসুস্থ থাকার কারণে। তবুও আপনি ঈদের সময় ঈদগায় নামাজ পড়তে গিয়েছিলেন জানতে পারলাম। আপনার বড় ভাই আপনার পাশে ছিল জেনে বেশ ভালো লাগলো মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ এখানে উপস্থিত সবাই কমবেশি আমার খোঁজ তো কিন্তু এছাড়াও তো আমার আরো অনেক জন ছিল যাদের প্রত্যাশা করেছি তাদের পাইনি।

আসলে ভাইয়া এমন পরিস্থিতি হলে মানুষ চেনা অনেক ভালো করে চেনা যায়। আসলে বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তবে নতুন নতুন বিয়ের পরে এমন ঘটনা সত্যি অনেক দুঃখজনক।যাইহোক এরকম ঘটনায় পরিবারের সবাই ভেঙে পড়া স্বাভাবিক। দোয়াকরি ভাইয়া কারো জীবনে যেন এমন হয় না।ধন্যবাদ ভাইয়া।

আমি হতাশ হয়েছিলাম বিয়ের পরপরই এমনটা আমার হয়েছিল।

আসলে এটাই প্রকৃতির বাস্তবতা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। যে সব সময় সুখে-দুখে পাশে থাকে সেই সঠিক বন্ধু। বিপদের সময় যে নিজেকে গুড়িয়ে নেয় সে কখনো ভালো বন্ধু হতে পারে না। বন্ধু অর্থ যে কোন পরিস্থিতিতে কাছে থাকা। এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আশা করি বুঝতে পেরেছেন আমার সেই মুহূর্তের অনুভূতি।