হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভ্রাম্যমান হরেক রকমের মালগাড়ি থেকে প্লাস্টিকের মালামাল কেনার অনুভূতি নিয়ে। আশা করি এই থেকে বেশ অনেক কিছু দেখতে ও জানতে পারবেন।
বেশ কিছুদিন আগে গ্রামের রাস্তায় দেখতে পারলাম হরেক রকমের মাল গাড়ি এসে উপস্থিত। সেখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের মালামাল ও বাসনপত্র। দশ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মালামাল রয়েছে ওনার মালগাড়িতে। হঠাৎ মনে আসলো বিক্রেতা আমাদের বাড়ির রাস্তার পাশে যখন দাঁড়িয়ে রয়েছে দেখি না গাড়িতে কি রয়েছে। আর প্রয়োজনীয় কোন জিনিস সেখানে থাকে বাড়ি বসেই কিনতে পারব। তাই সেই উদ্দেশ্যে বাড়ির পাশ থেকে রাস্তার দিকে এগিয়ে গেলাম উনার মালগাড়ি লক্ষ্য করে।
ভ্রাম্যমান এই হরেক রকমের মাল গাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখলাম, সেখানে রয়েছে প্লাস্টিকের জগ মগ গামলা বালতি বদনা সহ অনেক রকমের জিনিস। তবে আমার প্রয়োজনীয় তেমন কোন জিনিস সেখানে লক্ষ্য করলাম না। তবে বিভিন্ন জিনিস হাতে ধরলাম এবং তার দাম জানতে চাইলাম। উনি এক একটা জিনিস আমাকে দেখাতে থাকলেন এবং সেগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটাও বলতে থাকলেন পাশাপাশি প্রত্যেকটা জিনিসের দাম কেমন সেটাও জানতে পারলাম। আমার বেশ ভালো লাগছিল জেনে যে উনার কাছে যে সমস্ত জিনিসগুলো দেখলাম দামগুলো আমার কাছে কম মনে হচ্ছিল কারণ পরিবারের সাথে গাংনী বাজারে যখন নিত্য প্রয়োজনীয় এই সমস্ত কিছু জিনিস কিনেছিলাম সেগুলোর দাম বেশ অনেক বেশি ধরেছিল।
এরপর হঠাৎ মাথায় আসলো রুমে প্রয়োজনীয় এটা সেটা ঢেকে রাখার জন্য ঢেকে রাখার জিনিসের সংখ্যা কম। তাই প্লাস্টিকের ঢাকনা প্রয়োজন। এরপর এখানে লক্ষ্য করে দেখলাম বড় বড় ঢাকনা রয়েছে। বিক্রেতার কাছে দাম জিজ্ঞেস করলাম। উনি বললেন মাত্র কুড়ি টাকা করে। এর আগেও আমি ছোট আর মাজারি ধরনের ঢাকনাগুলো কিনেছিলাম ২৫-৩০ টাকা করে। তাই বড় গুলো বিশ টাকা দামে পেয়ে দুইটা কিনে নিলাম। যেহেতু এখন নিজের রুমে এটা সেটা ঢাকতে হচ্ছে পরিবার পাশে না থাকায়।
এরপর আমি যখন টাকা পরিশোধ করতে গেলাম হঠাৎ আপনাদের প্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার লেভেল তিনের সদস্য জান্নাতুল এসে উপস্থিত। এরপর উনি এসে তার রান্নাঘরের বেশ কয়েকটা জিনিস সহ প্লাস্টিকের অনেক কিছু কিনে ফেললেন। লবণ দানি থেকে শুরু করে জগ বদনা ঠিক এমনই অনেক কিছু জিনিস কেনার পর আমার হাতে টাকা দিলেন পরিশোধ করতে। আর এভাবেই প্রায় ৩০০ টাকার জিনিস কেনা হলো। লক্ষ্য করে দেখলাম ৩০০ টাকায় অনেক কিছু হয়ে গেল। যেখানে আরএফএল কোম্পানির জিনিস ছিল দুইটা। মাত্র একমাস আগে ঘর থেকে এই জগ কিনতে মূল্য নিয়েছিল দেড়শ টাকা। একই কালারের একই কোম্পানির একই জগ গ্রাম থেকে ভ্রাম্যমান গাড়িতে ১২০ টাকায় পাওয়া গেল। আর এভাবেই আমাদের দেশে ব্যবসায়িকদের কেনা বেচা চলে। তখনই বুঝলাম প্রত্যেকটা জিনিস মোটামুটি সাশ্রয় দামে পাওয়া যাচ্ছে।
এরপর আমার এবং আমার বড় ভাবির জিনিসের দাম একসাথে এনে বিক্রেতার হাতে দিয়ে দিলাম। বিক্রেতা বেশ ভালো মানুষ মনে হলো। কোথায় কোন নদীতে তার অনেক জায়গা ভেঙে গেছে বলল। তবে দীর্ঘ পঁচিশ বছর উনি ব্যবসা করেন। জমি জায়গা অনেক হারিয়ে ফেলার পরেও তিনি টিকে রয়েছেন এমন ব্যবসার উপর। তাই ওনার কথায় যা বুঝতে পারলাম উনি মিথ্যা পছন্দ করেন না। আর মানুষকে ঠকিয়ে বিক্রি করার চেষ্টা করেন না। তবে আশ্চর্য হলাম এখনো তার ১৬ বিঘা জমি রয়েছে শুনে। মন থেকে তার জন্য দোয়া করলাম এমন সহজ সরল ভালো মনের মানুষগুলোকে আল্লাহ যেন টিকিয়ে রাখে এবং ব্যবসায় বরকত দেয়। এরপর উনি টাকা হাতে নিয়ে গুনে বুঝে শুনে আমাদের নিকট থেকে বিদায় হলেন।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
এই দোকানগুলো থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন দামের ও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসগুলো সাধারণত ছোট দোকানগুলো থেকেই কিনে থাকি। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা দোকান থেকে কেনাকাটা করি কিন্তু সেখানে ঠোগি। আর এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে জিনিস কিনলে তাদের মুখে হাসি দেখতে ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই গ্রামে এসব হরেক মালের দোকান করে বিক্রি করে সাথে মাইকে গান বাজিয়ে যা দারুন লাগে ৷ তবে এসব জিনিস ২০ টাকা ১০০ টাকা সর্বোচ্চ দাম ৷ যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগে ৷ ভালো লাগলো যে এতো কিছু কিনেছেন ৷ খুব সুন্দর চমৎকার একটি ব্লগ শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই চেষ্টা করলাম এ জাতীয় মানুষের কার্যক্রম মালামাল কেনার মুহূর্ত শেয়ার করতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের রাস্তাগুলো দেখেই ময়া করছে, আপনি প্লাস্টিকের অনেক সামগ্রী ক্রয় করলেন যার ভিতরে রয়েছে ঢাকনি পানি খাওয়ার জগ ইত্যাদি, আপনার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম অঞ্চলে এই ভাবে প্লাস্টিকের নানা রকম জিনিস সাইকেলে করে বিক্রয় করতে দেখা যায়। তাদের কাছে সাংসারিকের প্রায় সব রকম জিনিস থাকে। এদের কাছে অল্প দামে বেশ ভালো মানের জিনিস পত্র কিনতে পাওয়া যায়। লোকটা কথাটা শুনে অনেক খারাপ লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ মানুষের জীবনে অনেক রকমের ঘটনা থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit