সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা

in hive-129948 •  13 days ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকের পোষ্টের বিষয় সুন্দরবন ভ্রমণের জন্য "আকাশ নীলা ইকো ট্যুরিজম পার্কে" অবস্থান।

IMG_20221117_135742_851.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location



ফটোগ্রাফি সমূহ:


পাশাপাশি বেশ কয়েকটা ফেরিঘাট রয়েছে। যেখান থেকে নৌকা স্টিমারে করে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করে। আবার অনেকেই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকার রিজার্ভ করে এগিয়ে যেতে থাকে সুন্দরবনের দিকে। আমরা ঠিক একটা থেকে আর একটায় উপস্থিত হলাম এবং সেখান থেকে কিছু ফটো ধারণ করার চেষ্টা। আমাদের তিন বন্ধুর মেন উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি করব আর ইচ্ছে মত ফটো ধারণ করবো। ঠিক সেই জায়গায় আমার ইচ্ছেটা একটু বেশিই ছিল। যেহেতু আপনাদের মাঝে শেয়ার করতে হবে সুন্দর সুন্দর ফটো ধারণ। কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করে দেখলাম নৌকা বাধা রয়েছে। আমরা সেই সমস্ত নৌকা গুলোর সৌন্দর্য উপভোগ করলাম এবং নৌকায় চলাচলের অভিজ্ঞতা অর্জন করলাম।

IMG_20221117_124124_386.jpg

IMG_20221117_124116714_BURST0006.jpg

IMG_20221117_124130_602.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ইঞ্জিন চালিত বেশ অনেক নৌকা স্টেমার সেখানে আমরা দেখতে পারলাম। এছাড়াও অনেক মাঝে নৌকা চালিয়ে বেড়ায় সেখানে। আমরা সেখান থেকে কয়েকজনের সাথে কথা বললাম এবং লোকেশন টা একটু ভালোভাবে দেখে নিলাম ও ধারণা নিলাম। আমরা তিন বন্ধু সিদ্ধান্ত নিলাম আকাশ নীলা একই ট্যুরিজম পার্কের মধ্যে প্রবেশ করব। যদিও মেন গেট থেকে প্রবেশ করতে হলে আমাদের অনেকটা পথ হাটা লাগবে। কিন্তু কিছু করার নেই এদিক থেকে সেখানে প্রবেশ করা নিষিদ্ধ। থেকে প্রবেশ করার মতো তেমন পথ নেই। তবে স্থানীয় লোকরা তারের বেড়া পার হয়ে ভেতরে প্রবেশ করে থাকে এটাও জানতে পারলাম। আমরা তিন বন্ধু এখান থেকে বেশ কিছু ছবি ধারণ করে নদীর পাড় থেকে আবার হাই রোডের দিকে উঠে গেলাম।

IMG_20221117_124210_497.jpg

IMG_20221117_124305_425.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


হাইরোডে ওঠে তিন রাস্তার মোড়ে যে চায়ের দোকানে প্রথমে আমরা অবস্থান করেছিলাম, সেই চায়ের দোকানের সমবয়সী ছেলেটার সাথে আবার আলোচনা করলাম। ছেলেটা বলল ভাইয়া আপনারা গাড়িতে না উঠে 10 মিনিট হাঁটতে থাকেন তাহলে বেশ কিছু দেখতেও পারবেন সামনে সবজি বাজার রয়েছে পোশাকের বাজার রয়েছে সেগুলো দেখতে পারবেন একটু ধারণা পাবেন। আমি খেয়াল করে দেখলাম দেখার পাশাপাশি ফটো ধারণ করতে পারব এটাই ভালো হয় তাই দুই বন্ধু আর গাড়িটা না উঠে 10 মিনিটের জন্য হাঁটা শুরু করলাম। হাঁটাহাঁটি অভিজ্ঞতাটা বেশ ভালোই লাগছিল যেহেতু দীর্ঘ ভ্রমন করেছি বাসে। এজন্য আমাদের জন্য হাটা জরুরি ছিল। পথ চলতে দেখতে পারলাম সাতক্ষীরা শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজার। সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান লক্ষ্য করলাম। এছাড়াও এদিক থেকে ওদিকে চলাচলের জন্য বিভিন্ন রকমের যানবাহন রাস্তার কোলে দণ্ডায়মান। কিছুটা পথ এগিয়ে যেতে আকাশ নীলা ইকো ট্যুরিজম পার্কের সীমানা। তার অপজিট পাশে দেখলাম একটি বিদ্যালয়। এছাড়াও বিজেবিদের কিছু জায়গা।

IMG_20221117_125602_349.jpg

IMG_20221117_125417_987.jpg

IMG_20221117_125844_900.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


তিন বন্ধু মিলে কিছুটা পথ এগিয়ে যে য়ে কাঙ্ক্ষিত পার্কের পূর্বেই দেখতে পারলাম অপজিট পাশে আরও একটি পার্ক তৈরি হচ্ছে। এটার নাম করণ করা হয়েছে মাছের উপর দিয়ে। যাইহোক আমরা ওদিকে না গিয়ে নির্দিষ্ট পার্কের দিকে অর্থাৎ আকাশনীলায় প্রবেশ করলাম। আকাশ নীলার টিকিট কেটে আমরা বেশ অনেক ফটো ধারণ করি এরপর আমরা মন স্থির করলাম সুন্দরবন ভ্রমণ করতে হবে। তবে তার আগে সুন্দরবনে যাওয়ার জন্য যে নৌকা প্রয়োজন এমন মাঝির সাথে সাক্ষাৎ করতে হবে। সেখানে একজন ব্যক্তি বললেন এখানে বেশ কয়েকজন মাঝি রয়েছে তাদের মধ্যে সাগর মাঝি অনেক ভালো। আমরা সাগর মাঝির জন্য অপেক্ষা করতে থাকলাম। কয়েকজন বলল সাগর মাঝে কিছুক্ষণ আগে মানুষ নিয়ে গেছে সুন্দরবন ভ্রমণ করার জন্য। সে ফিরে আসলে আপনারা সেটাই যেতে পারেন। ততক্ষণে আমরা অপেক্ষা করলাম। আর ইচ্ছেমতো ফটো ধারণ করা বন্ধুরা আড্ডা দেওয়া এই সেই চলতে থাকলো।

IMG_20221117_130027_909.jpg

IMG_20221117_135610_713.jpg

IMG_20221117_135656744_BURST0002.jpg

IMG_20221117_135728_312.jpg

IMG_20221117_135736_570.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
What3words locationSatkhira sundarban
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png



IMG-20241121-WA0015.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভ্রমণ বিষয়ক পোস্টটি অনেক ভালো হয়েছে ভাইয়া। পোস্টের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে। সবমিলে বেশ ভালো লেগেছে পোস্টুটি। আপনাদের তিন বন্ধুর সুন্দরবন যাত্রা শুভ ও আনন্দময় হয়েছিল আশাকরি। পরবর্তি পোস্টে আরো আপডেট পাব নিশ্চয়ই। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

লোকেশন টা দারুন তো তাই ছবি ভালো হয়েছে।

সুন্দরবন অঞ্চলে গত বছর ঘুরতে গিয়েছিলাম ।সাতক্ষীরা অঞ্চল থেকে নৌকায় উঠে ঘুরাঘুরি করেছিলাম। সুন্দরবনের মাঝে এই ধরনের নৌকা নিয়ে ঘুরাঘুরি করেছিলাম। আমার প্রথমবার ছিল সুন্দরবন যাওয়ার সেখানকার পরিবেশ ভালই উপভোগ করেছিলাম। আপনার কাটানো মুহূর্ত অনেক সুন্দর ছিল আশা করি।

হ্যাঁ ভাই জায়গাটা দারুন, আমি তো দুই বছর আগে গেছিলাম।

চমৎকার একটি জায়গায় ভ্রমণ করতে গেলেন। সবাই দেখছি বেশ ভ্রমণ প্রিয়। বিশেষ করে সবাই মিলে ভ্রমণ করতে গেলে খুবই ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হল নতুন জায়গা সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা আসে। পাশাপাশি তো সুন্দর জায়গা গুলো দেখার সুযোগ হয়। সুন্দর একটি মুহূর্ত আপনি বিস্তারিত তুলে ধরলেন। অনেক কিছু জানতে পারলাম আপনার আজকে ব্লগ পড়ে।

হ্যাঁ আপু ভ্রমণ করতে আমারও ভালো লাগে।

10-12-24

Screenshot_20241210-161234.jpg

Screenshot_20241210-161149.jpg

Screenshot_20241210-160902.jpg

প্রথমেই আপনাদের তিন বন্ধুর সুন্দবন যাত্রা শুভ হোক এই কামনা করি।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আর পোষ্টের ছবিগুলো দেখে মনে হচ্ছে আপনারা তিন বন্ধু অনেক আনন্দঘন পরিবেশে সময় কাটিয়েছেন। পরবর্তী পর্বে আরো বেশ কিছু তথ্য পাব আশা করছি।

হ্যাঁ আপু অনেক আনন্দ ছিল