জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে আমার অংশগ্রহণ

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20221217_113036692_BURST0007.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। এক বছর পর আবারো স্মরণ করছি আমাদের বিদ্যালয় এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা। আশা করি এ পোস্টের মধ্য দিয়ে বেশ কিছু জানতে পারবেন।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:


প্রথম পর্যায়ের ফটোগ্রাফি

২০২২ সালের ১৭ই ডিসেম্বর আমাদের জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের কর্মসূচি সকাল আটটা থেকে শুরু হয়ে গেছিল। আমরা ২০১১ সালের এসএসসি ব্যাচ যারা ছিলাম তাই সকল বন্ধু-বান্ধবী উপস্থিত হয়েছিলাম এগারোটার সময়। যেহেতু স্কুল টা আমাদের গ্রামে এজন্য আগে থেকে ই উপস্থিত হতে হয়েছিল। উপস্থিত হয়ে যেসমস্ত বন্ধুদের মোবাইল নম্বর আমার জানা ছিল তাদের খোঁজ করতে থাকলাম। এরপর অনুষ্ঠানের সামিয়ানার নিচে আমাদের সকলের জন্য বসার যে সুর ব্যবস্থা ছিল, নির্দিষ্ট গন্তব্যে বসে আমি আমার বন্ধু বান্ধবীদের ঠিকানা দিতে থাকলাম। একের পর এক বন্ধু বান্ধবীরা উপস্থিত হল এবং নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হতে থাকলো। আমাদের মত এ বিদ্যালয়ে যারা লেখাপড়া করেছে, চাচার বয়সী মানুষ থেকে শুরু করে ছোট রানিং স্টুডেন্ট সবার উপস্থিতি লক্ষ্য করলাম।

IMG_20221217_114254_243.jpg

IMG_20221217_114250_459.jpg

IMG_20221217_114252_393.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


দ্বিতীয় পর্যায়ের ফটোগ্রাফি

অনেকদিন পর স্কুল প্রাঙ্গণে উপস্থিতি আমার বেশ ভালো লাগছিল আর পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মানুষ যারা এই স্কুলে লেখাপড়া করছে তাদের সাথে দেখা হল সাক্ষাৎ হল যেন মনটা অনেক আনন্দে ছিল ওই মুহূর্তে। বছর ঘুরে এসে আবারো স্মরণ করছি সেই সমস্ত আনন্দ মুহূর্তের কথা। সত্যি মানুষের জীবন কতইনা মধুর স্মৃতি হয়ে থাকে। আজকে ক্যামেরা বন্ধ করেছি বলে অনেকদিন পর পুনরায় সেগুলো দেখার সুযোগ হচ্ছে এবং সবার মাঝে শেয়ার করতে পারছি। প্রাণ প্রিয় বন্ধুদের রিসিভ করার জন্য অনেকক্ষণ বসে ছিলাম, আর দশ বারো বছর পর সমস্ত বন্ধুর সাথে দেখা করছিল। আসলে কতটা ভালোলাগার অনুভব তার মুখে বলে বোঝানো যাবে না।

IMG_20221217_114311_780.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


তৃতীয় পর্যায়ের ফটোগ্রাফি

কিছুটা সময় ধরে আমাদের পরিচিত বড় ভাই যারা ছিল তাদের সাথে গল্প করলাম। অনেকে অনেক চাকরিতে জয়েন করে সুন্দর পরিবেশ গড়ে তুলেছে জীবনে। আবার অনেকে রয়েছে তার অবস্থা বিভিন্ন কাজে মাথা দিয়েছে। তবে দুনিয়ায় তো সবার জীবনে একরকম নয়, বৈচিত্র নয়। আর এটাকে মেনে নিয়ে জীবন গড়তে হবে। যাই হোক এই অনুষ্ঠানের দিন আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত মানুষজন লেখাপড়া শিখ বড় উচ্চ পদে চাকরি পেয়েছে সবার উপস্থিতি লক্ষ্য করলাম। তবে আমাদের বিদ্যালয় থেকে পড়ুয়া অনেক মানুষ দেশের বিভিন্ন স্থপতি চাকরি পেয়েছে যেমন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানের।

IMG_20221217_120433_5.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


চতুর্থ পর্যায়ের ফটোগ্রাফি

এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমি আর আমার চাচাতো ছোট ভাই ইমন, একসাথে বসে বাদাম খাওয়ার মুহূর্ত। ইমন হুট করে কোথা থেকে বাদাম এনে বসে পড়লো আমার পাশে আরবি নিয়ে বিনিয়ে দিতে থাকলো আমার। যেহেতু দিনকাল ছিল শীতের তারপরেও বেশ সুন্দর রোদ উঠেছিল ওই দিন। তাই মোটামুটি ভালো আনন্দ মুহূর্ত অতিবাহিত করেছিলাম সবাই।

IMG_20221217_113539574_BURST0004.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


পঞ্চম পর্যায়ের ফটোগ্রাফি

আমরা সকলেই জানি যে কোন অনুষ্ঠান শুরু করবার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এরপরে জাতীয় সংগীত গাওয়া হয়। ঠিক তেমনি ভাবে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শুরু হয়ে গেল। সকল মানুষ একসাথে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে কুরআন পাঠ শুনলাম এবং জাতীয় সংগীত। এরপর জ্ঞানেগুণী গণ্যমান সর্ব শ্রেণীর মানুষের মধ্য থেকে বাছাইকৃত শ্রদ্ধাভাজন ব্যক্তিরা বক্তব্য প্রদান করতে থাকলেন। ২০২২ সালের ১৭ ডিসেম্বর এই দিনটা ভুলে যাওয়ার নয়। হয়তো ওই দিন আমার ঘর তৈরির জন্য বাড়িতে রাজমিস্ত্রিরা কাজ করছিল পাশাপাশি আমিও তাদের সহায়তা প্রদান করছিলাম। ঠিক তার মধ্য থেকেও দিনটা উদযাপন, আপনজনদের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম এভাবে। হয়তো আরো অনেক কিছু বলার ছিল কিন্তু চলন্ত রানিং গাড়িতে হসপিটালের দিকে যাচ্ছি তাই বেশি কিছু বলা সম্ভব হতো না। সকলে আমার আম্মার জন্য দোয়া করবেন।

IMG_20221217_115414_214.jpg

IMG_20221217_115504_900.jpg

IMG_20221217_115428_843.jpg

IMG_20221217_115426_690.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। এধরণের অনুষ্ঠান মানেই মিলন মেলা। স্মৃতি চারণ। ছোট-বড় কতজনের সাথে কতদিন পর দেখা! গল্প, আড্ডা,স্মৃতি চারণ,খাওয়া দাওয়া, কিভাবে কেটে যায় সময় বোঝা যায়না। ছবি গুলোও সুন্দর হয়েছে। পোস্টটি শেয়ার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

একদম ওই দিনের হুবুহু বিষয়গুলো তুলে ধরেছেন আপু কমেন্টের মাঝে

আমাদের বিয়েটা যদি একটু আগে হতো তাহলে হয়তো তোমার সাথে এই দিনটা আমিও উপভোগ করতে পারতাম। গ্রামের এত সুন্দর অনুষ্ঠান সত্যি তোমার মুখে যা শুনেছিলাম খুবই মিস করি আমি। যায়হোক বেশ ভালো লাগে। এই জাতীয় পোস্টগুলো দেখলে।

একদম ঠিক বলেছ

আপনাদের স্কুল ২০২২ সাল থেকে ভালো একটি উদ্যোগ নিয়েছেন।সুবর্ণ জয়ন্তী উদযাপনে ক্লাসমেট সবাই একসাথে হতে পারলেন। তর্বে এরকম অনুষ্ঠানে সব বয়সের লোক যায় যেহেতু তারা স্কুলে পড়ালেখা করেছে। শুনে ভালো লাগলো ২০১১ সালের বেঞ্চের আপনারা সবাই একত্রিত হলেন। এবং আপনারা সবাই একত্রিত হলেন এই কারণে আপনাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়লো সবার। সবাই একসাথে হলে মনের মধ্যে অন্য রকম অনুভূতি আসে। যাই হোক খুব সুন্দর করে সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ১১ সালে আমরা যারা এসএসসি দিয়েছিলাম এরপর আর একত্রে সম্মিলিত দেখা হয়েছিল না। এই দিন কিন্তু দেখার সুযোগ হয়েছিল।

বিদ্যালয় এই উদ্যোগটি খুব ভালো করেছে।জয়ন্তী উদযাপনে পুরনো বন্ধুদের সাথে সবাই আবার একত্রিত হতে পারতেছে। এই কারণে আপনারা ২০১১ বেছে সব শিক্ষার্থী আবার নতুন করে একত্রিত হলেন। আসলে এই উদ্যোগগুলো সত্যি খুব প্রশংসনীয়। তবে স্কুলের ছাত্র-ছাত্রী অনেক বয়সের আছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

হ্যাঁ দীর্ঘ ১০-১১ বছর পর বন্ধু বান্ধবীদের সাথে দেখা