ব্যাডমিন্টন খেলার ভিডিওগ্রাফি

in hive-129948 •  11 months ago 

আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাডমিন্টন খেলার সুন্দর এক মুহূর্তের ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন হাত দেরি না করে এখনই ভিডিওটা দেখি।

IMG-20240127-WA0003.jpg


ফটো ও ভিডিওগ্রাফি:


প্রথমে সুন্দর একটি ছোট্ট পরিচয় তুলে ধরে আপনাদের মাঝে। আমাদের গ্রামের নাম জুগীরগোফা। এটা গাংনী মেহেরপুরের ১৬ টাকা ইউনিয়নের অন্তর্গত একটি বড় গ্রাম। আর আমাদের পাড়াটা অবস্থিত গ্রামের উত্তর-পশ্চিমে। তাই বলা হয়ে থাকে জুগীরগোফা উত্তর-পশ্চিম পাড়া। আর মূলত এখানে সুন্দর এক ব্যাডমিন্টন খেলার ঘর তৈরি করা হয়েছে। শীতকাল আসলে আমাদের দেশে ব্যাডমিন্টন খেলার এক প্রবণতা সৃষ্টি হয়। সারা দেশের গ্রামগঞ্জ শহরের অলিতে গলিতে খেলার মাঠে। আর এই ব্যাডমিন্টন খেলা খেলতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি ব্যাডমিন্টন খেলা দেখতেও ভালো লাগে আমাদের। খুব চমৎকারভাবে আমাদের পাড়ায় একটি ব্যাডমিন্টন খেলার ঘর কাটা হয়েছে আর পাশাপাশি সেই জায়গায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যায় সন্ধ্যা রাত থেকেই। এই খেলায় যারা অংশগ্রহণ করেছিল তারা বেশ অনেক টাকা উঠিয়েছিল খেলার বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য। বিশেষ করে রেকেট ফেদার জাল কারেন্টের বাল্ব তার সহ আরো অনেক কিছু। আর এভাবেই সবকিছু গোছানোর পর প্রায় দিন খেলা করা হয়। আমি এই দিন খেলা দেখার জন্য উপস্থিত হয়েছিলাম আমাদের এই খেলার জায়গাটিতে। যেত কাজকামের জন্য উপস্থিত হতে পারি না তারপরেও মনে হয়েছিল বেশ জাঁকজমক অন্য খেলা শুরু হয়ে গেছে। আর যখনই একদল আরেকদলকে গেম দিচ্ছে বা জিতছে তখন বেশ চেঁচামেচি হচ্ছে। আমি আমার অনলাইনের কাজ বাদ রেখে খাওয়া-দাওয়া সেরে দ্রুত চলে গেলাম খেলার জায়গায়। সেখানে উপস্থিত হয়ে দেখলাম সত্যিই চরম সুন্দর খেলা শুরু হয়ে গেছে। যেন দুই দলে বিভক্ত হয়েছে মানুষ। একদল পয়েন্ট পেলে আরেক দল থেমে যাচ্ছে, আর পক্ষ দলের লোকজন জোরে জোরে চেঁচিয়ে উঠছে। বেশ কিছুদিন খেলায় অংশগ্রহণ করেছি কিন্তু এই দিনটা বেশ ভালো লেগেছিল বলে ভিডিও ধারণ করেছিলাম।


Video device: Infinix hot 11s
location



আমাদের এ পাড়ায় তেমন কোন মুদি দোকান নেই, সামান্য একটি দোকান রয়েছে। তবে সেখানে বসে আড্ডা দেওয়ার তেমন কোন ব্যবস্থা নেই এইজন্য পাড়ার মানুষজন এই খেলা যখন শুরু হয় খেলার জায়গায় বেশি উপস্থিত হয়ে পড়ে। আমি যখন ভিডিও ধারণ করলাম তখন মানুষজন মোটামুটি কমই ছিল বলতে গেলে এরপর যখন ভিডিও অফ করে খেলা উপভোগ করতে থাকলাম। তারপর এত মানুষের উপস্থিত হয়ে গেল ভাবতে অবাক লাগলো। আগে আমরা জানতাম বিকেল টাইমে মানুষ খেলা দেখার জন্য স্কুল মাঠে উপস্থিত হয় আর বিকেল টাইম পুড়ে গেলে সেই দিনের খেলাধুলাও শেষ হয়ে যায়। এখন কিন্তু বিকল্প অনেক পদ্ধতি সৃষ্টি হয়েছে। তার মধ্যে ব্যাডমিন্টন আরেকটি যা রাতেই মানুষের জন্য বেশি উপভোগ করার মুহূর্ত। এদিকে ব্যাডমিন্টন খেলাটা এমন একটি সুন্দর খেলা এই খেলায় কিন্তু ছোট থেকে বড় সর্ব শ্রেণীর মানুষই অংশগ্রহণ করে, আর একত্রে বসে দেখা যায়। আর এই খেলার বেশ পরিচালনা করে থাকি আমার বন্ধু মারুফ আর পলাশ। এজন্য তেমন কোন এখানে কেউ কারো সাথে খারাপ আচরণ রাগারাগি গালাগালি করতে পারে না। আর এভাবেই সারা শীতকাল জুড়ে সুন্দর খেলার আয়োজন চলে এই জায়গায়। আশা করি আপনাদের বেশ ভালো লাগলো সুন্দর এই খেলার বর্ণনা পড়ে।

IMG-20240127-WA0002.jpg

IMG-20240127-WA0001.jpg

IMG-20240127-WA0004.jpg

Photography device: Infinix hot 11s
location


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appinshot & picsart
স্থানসোর্স
বিষয়ভ্রমণ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীত আসলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যেত আমাদের। আপনার পোস্ট দেখে অতীতে ফেলে আসা স্মৃতি মনে পড়লো। শীতে গ্রামগঞ্জে সর্বত্র এখন এই খেলার প্রচলন। সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় খেলা। ভিডিওগ্রাফিটি ভালো হয়েছে। ধন্যবাদ,আমাদের সাথে শেয়ার দেয়ার জন্য।

আমাদের এখানেও অনেকে খেলা করে আপু

খুব ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতাম তবে এখন আর খেলা হয় না।তবে ব্যাডমিন্টন খেলাটি আমার ভালো লাগে। তাই ভিডিওটি দেখে ব্যাডমিন্টন খেলা উপভোগ করলাম।এত সুন্দর একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

আসলে এই খেলাটা খুবই ভালো লাগে সবার

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ব্যাডমিন্টন খেলার ভিডিওগ্রাফি। আসলে অনেক ধরনের খেলার মধ্যে ব্যাডমিন্টন খেলা আমার অন্যতম প্রিয় খেলা ছিল। আসলে আমাদের গ্রামে চারবার টুর্নামেন্টে অংশ নিয়ে আমি তিনবার খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। আসলে এই বছরে লেখাপড়ার চাপের কারণে আর ব্যাডমিন্টন খেলা হয়নি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অবশ্য আমিও খুব পছন্দ করি এই খেলাটা

শীতকালে ব্যাডমিন্টন খেলা খুবই জনপ্রিয়।যদিও ছোটবেলায় আমিও খেলতাম এটি।আপনি সুন্দর ভিডিওগ্রাফি করেছেন।এই খেলাগুলো খেললে শরীর বেশ গরম হয় শীতের দিনে।খুবই মজার একটা খেলাতে আপনি অংশ নিয়েছিলেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আমাদের এখানে এই খেলাটা প্রায় হয়ে থাকে।

শীতের দিনে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার মজাটাই অন্যরকমের। আমিও মাঝে মাঝে রাতের বেলায় ব্যাডমিন্টন খেলা খেলি। আপনার শেয়ার করা ব্যাডমিন্টন খেলার এই ভিডিওগ্রাফি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

একদম ঠিক বলেছ। খেলতে ভালো লাগে রাতে দেখতেও ভালো লাগে।

ভাইয়া এই শীতে ব্যাডমিন্টন খেলাটা দারুন ভাবে জমে উঠেছে। যেদিকে যায় সেদিকেই ব্যাডমিন্টন খেলা দেখতে পায়। গত কাল বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে কমলাপুর আসার পথে কমপক্ষে পঞ্চাশ জাগায় ব্যাডমিন্টন খেলা খেলতে দেখতে পায়। তবে এই বছর এখনো আমার খেলার সুযোগ হয়নি। ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন সব জায়গায় ব্যাডমিন্টন খেলার প্রবণতা