আজ - সোমবার
২৬ কার্তিক,১৪৩১ বঙ্গাব্দ
১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৫৭ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
স্ক্রিনশট: ইউটিউব
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ |
নাম | হাড় কিপটে |
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৫৭ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
হারাধন দত্তের বাড়িতে আসা মিলন হঠাৎ করে ফরহাদের দোকানে ডাকাতি করে। এই ডাকাতি এই গ্রামে প্রথম। সে ম্যাজিস্ট্রেট সেজে গিয়ে তার দোকানে বিভিন্ন দোষারোপ করে ১০০০ টাকা বের করে আনে। ফরহাদকে জেলে দেওয়ার হুমকি দেয়। এর পরে এক হাজার টাকা মিটায়। কিন্তু ফরজ তাকে চিনতো না। তাই ভেবেছিল সত্যি সে ম্যাজিস্ট্রেট। কিন্তু টাকা নিয়ে চলে আসার শেষ দিকে গোল্লা তাকে জানিয়ে দেয় এই হারাধনের ভায়রা ভাইয়ের ছেলে মিলন। এমন সাংঘাতিক কাজ করবে কেউ ভাবতে পারিনি। সে ফরহাদের ভাই মজনু এবং তার বন্ধু মুকুলের সাথে ষড়যন্ত্র করে এমন কাজটা করেছে। যখন গোল্লার মাধ্যমে জানতে পারে শিবানীর খালাতো ভাই মিলন। তখন হারাধন দত্তের বাড়িতে অর্থাৎ ভূপেন সিবানিদের বাড়িতে ফরহাদ ছুটে যায়। সেখানে যে উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখে নজর আলী কৃপণের মেজ ছেলে তার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। তার মাঝখানে আর্তনাদ করে বিস্তারিত খুলে বলতে থাকে। শেষ হয়েছিল হারাধন দত্ত কোন একটা সমাধান দিবে। কিন্তু দেখা গেল শিবানী শিবানী এর বাবা হারাধন দত্ত মিলনকে সাপোর্ট করছে। এদিকে মিলন বাড়িতে নেই। এছাড়াও নজর আলীর মেজো ছেলে বহর আলী মিলনের সাপোর্ট দিয়ে কথা বলল। তার ১০০০টা টাকা দিনে দুপুরে এভাবে ডাকাতি করে নিয়ে আসবে বিষয়টা খুবই সাংঘাতিক। এখন কিভাবে কি সমাধান করবে কিভাবে মিলনের কাছ থেকে টাকা বের করবে সে ভেবেই পাচ্ছেনা।
স্ক্রিনশট: ইউটিউব
এদিকে মিলন ফরহাদের দোকান থেকে এক হাজার টাকা ডাকাতি করে আনতে পেরে নিজেকে ধন্য মনে করছে। এছাড়াও মজনু মজনুর বন্ধু মুকুলকে যেন সে পাত্তা দিচ্ছে না ম্যাজিস্ট্রেটের কোট গায়ে দিয়ে। মিলন নিজেকে ম্যাজিস্ট্রেট দাবি করার মত ডাট নিচ্ছে। মিলনের এমন আচরণ দেখে মুকুল তার গা থেকে কোট খুলে ফেলার চেষ্টা করল। কিন্তু চাকমন বাজারে গিয়ে ছবি উঠাবে মিলন তারপরে গা থেকে কোট খুলবে। মনে হচ্ছিল যেন সে নিজে বড় কোন সাহেব হয়ে গেছে। সবাই তাকে সম্মান করুক। আর এমন ড্রেসে ছবি তুলে বাড়িতে টাঙিয়ে রাখবে সে। কিন্তু ফরহাদ তার সাথে কেমন আচরণ করবে সেটা সে ভাবছে না।
স্ক্রিনশট: ইউটিউব
এদিকে নজর আলীর বড় ছেলে চুমকি কে ভালোবাসে। এমন একটা পর্যায় সৃষ্টি হয়েছে জীবনে বাবার মাধ্যমে তো আর বিয়ে হবে না। তাই যেভাবে হোক গোল্লার সহযোগিতায় গোপনে বিয়ে করতে হবে। আর তাই সে চাচ্ছে তার মায়ের কিছুটা সহযোগিতা থাক। তবুও লাস্ট পর্যন্ত মায়ের কাছে একটাই অনুরোধ বাবাকে কোনভাবে রাজি করানো যায় কিনা। তার মা সব সময় চায় বড় ছেলের বিয়ে হোক নাতিপুতির মুখ দেখুক। কিন্তু তার বাবা এমন লোক পরের বাড়ির মেয়ের খাওয়াতে রাজি না। যার জন্য তাদের মনটা সব সময় খারাপ থাকে। মা ছেলে যখন রান্নাঘরে বসে বিয়ের বিষয় নিয়ে কথা বলছিল। ঘরের মধ্যে থেকে নজর আলী মা ছেলের আলাপ করতে দেখে দ্রুত বের হয়ে আসে। বাবার এমন আসতে দেখে ছেলে দ্রুত মায়ের কাছ থেকে চলে যায়।
স্ক্রিনশট: ইউটিউব
এদিকে কমলা বানু তার স্বামী নজর আলী কৃপণকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো বড় ছেলের বিয়ে দেওয়ার জন্য। কারণ বড় ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের প্রেম ভালোবাসা রয়েছে। চুমকি এখনো তাকিয়ে রয়েছে ফজরের দিকে। তাই এই সুযোগে যদি নজর আগে কৃপণতার বড় ছেলের বিয়েটা সম্পন্ন করতো, তাহলে তারা নাতি পুতির মুখ দেখতে পারতো। এমন বিষয় নিয়ে যখন স্বামীর কাছে বলছিল কমলা বানু। নজর আলী কি পন্তার বড় ছেলের বিয়ে দিতে রাজি হল চুমকির সাথে তবে একটা বড় স্বার্থ শর্ত রেখে দিল। নজর আলী রিপনের শর্ত, চুমকে বাবা যদি পাঁচ বিঘা জমি লিখে দেয় নজর আলীর নামে তাহলে তার বড় ছেলের বিয়ে দিবে। এমন কথা শুনে কমলা বানু খুবই দুঃখ পেল। চুমকির বাবার কি এমন দায় পড়েছে নজর আলী কি বোনের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে। তাও আবার ৫ বিঘা জমির বিনিময়ে। নজর আলী কৃপণ খুব সুন্দর করে হাসিখুশি মুখে বলল সে যদি এই বিষয়টার ম্যানেজ করে নিতে পারে তবেই বিয়ে হবে তার আগে নয়। নজর আলী কৃপণের এমন কথাবাত্রা গুলো সত্যিই বেদনাদায়ক।
স্ক্রিনশট: ইউটিউব
আমরা এই পর্বের লক্ষ্য করে দেখেছি নজর আলী কৃপণের বাড়িতে এবং হারাধন দত্তের বাড়িতে দুইটা ঝামেলা। হারাধন দত্তের বাড়িতে নতুন ঝামেলা সৃষ্টি করেছে ভাইরা ভাইয়ের ছেলে মিলন। নজর আলী কৃপণের বাড়িতে ঝামেলার সৃষ্টি করেছে সে নিজেই। ছেলেদের বিবাহ দিতে রাজি নয় মোটেও। পরের বাড়ির মেয়েকে বাড়িতে এনে খাওয়ানোর কোনো ইচ্ছে নেই তার। কিন্তু তার এই চিন্তার জন্য ছেলেদের বয়স পার হয়ে যাচ্ছে সেই বিষয়ে তার কোন নজর নেই। আমরা দুই কৃপণের বাড়িতে দুই রকমের আনন্দ লক্ষ্য করে থাকে। তারা নিখুঁত অভিনয় করে এবং কৃপণতার কথাবাত্রা গুলো আমাদের আনন্দ প্রদান করে থাকে। এইজন্য হাড় কিপটে নাটকটা বেশ দর্শক নন্দিত হয়েছে। আমরা এ পর্বে নতুন মাত্রা লক্ষ্য করেছি। যেখানে মিলনের কোন বিচার হয়নি বরঞ্চ মিলনের আত্মীয়রা মিলনকে সাপোর্ট দিয়ে চলছে। দিনের বেলায় সে ফরহাদের দোকানে ডাকাতি করল কিন্তু এটাও যেন হারাধনের কাছে রাইট। কারণ সে তার কথাবার্তার বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিলো মিলন ঠিক করেছে। তাই আমরা নাটকটার এই পর্ব বিশ্লেষণ করলে দেখতে পাই যে ফরহাদের কথা বা তার ভঙ্গি যেমন ঠিক তেমনি বহরের কথা বাত্রা একই ধারার কৃপণতা বহন করে। এদিকে নজর আলী হারাধন দত্ত ও শিবানী তো রয়েছে। সকলের এই কৃপণতার কথাবাত্রা গুলো সৌন্দর্য বাড়িয়ে তোলে। তারা নিজ নিজ অবস্থান থেকে দারুন অভিনয় এবং অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কথা বলে থাকেন। তাই সব মিলে অনেক সুন্দর অভিনয় আমরা খুঁজে পাই এই নাটকে।
৮.৫/১০
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আবার আমাদের মাঝে অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন। হারকিপটে নাটকটা আমার কাছে খুব ভালো লাগে। মাঝেমধ্যে দেখার সুযোগ করি। আমি মনে করি এই নাটকটা আমাদের সকলের জন্য বেশ আনন্দদায়ক এবং হাস্যকর। বিনোদনের জন্য আমরা বিভিন্ন অভিনয় খুঁজে থাকি তার মধ্যে এটা সেরা বিনোদন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করব এভাবে পাশে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে এই হাড় কিপটা নাটকের আরো একটি পর্ব শেয়ার করেছেন। আর এটা দেখামাত্রই আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা আপনি অনেক আগে থেকেই এটা খুব সুন্দর ভাবে পর্বের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকের পর্বটি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আজ আপনিই হারকিপটে নাটকের ৫৭ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন। হাড় কিপটে নাটকটির বেশ কিছু পর্ব আমি দেখেছি। নাটকটি আমার কাছে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে সত্যি অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাকি পর্বগুলো দেখার চেষ্টা করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের জনপ্রিয় একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটা আমার কাছে যে কতটা বেশি ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন এই সময় পাই তখনই আমি এই হারকিপটে নাটক দেখতে শুরু করে দেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক ভালোলাগার নাটক এটা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড় কিপটে নাটকের ৫৭ তম পর্বের রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে দেখতে এই নাটকের অনেকগুলো পর্ব শেষ হয়ে গেলো। আপনার শেয়ার করা এই নাটকের অন্য পর্বগুলোর রিভিউ আমি পড়েছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর রিভিউ আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণ নাটক টা দেখবেন খুবই আনন্দ পাবেন আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড় কিপটে নাটকটির কয়েক পর্ব আমি দেখেছিলাম। এই নাটকে আমার দুইজন প্রিয় অভিনেতা আছে। চঞ্চল চৌধুরী এবং মোশারফ হোসেন এর অভিনয় আমার কাছে খুব ভালো লাগে। তবে এই নাটক দেখতে হাসি অনেক আসে। আপনি দেখতেছি নাটকের ৫৭ পর্ব রিভিউ করেছেন। এবং নাটকটির ৫৭ পর্ব খুব সুন্দর করে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্ব টা আপনি দেখবেন আনন্দ পাবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি নাটকটা দেখবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit