আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার পুকুরপাড়ের সবজি বাগানের সেচ দেওয়ার মুহূর্তের সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করি ফটোগুলো আর ভিডিওটি দেখার মধ্য দিয়ে অনেক উপকৃত হবেন।
ছোট থেকে একটি কথা শুনে আসছি তা হচ্ছে কর্ম করলে অবশ্যই তার ফল পাওয়া যায়। আপনারা জানেন আমি কৃষিকাজ পছন্দ করি। পুকুরে মাছ চাষ করার পাশাপাশি আমার রয়েছে সুন্দর দুই থেকে তিনটা সবজি বাগান। সবজি বাগান পুকুরপাড়ের জমিগুলো সুন্দরভাবে তার জাল দিয়ে ঘিরে তৈরি করে রেখেছি। সারা বছরে কমবেশি শাকসবজি উৎপাদন করার চেষ্টা করি তার মধ্যে। এবার শীতে সবজি হিসেবে টমেটো গাছ লাগিয়েছিলাম। জায়গাটা এমন ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল,বন জঙ্গল ছাপ করতে বেশ কষ্ট হয়েছিল আমার। এটা আমাদের সবজি বাগান হিসাবে তিন নম্বর। এবার নতুন এ বাগানটা তৈরি করেছি। এরপর মাটি সাইজ করা হয়েছে বন জঙ্গল সাফ করার পর। তাই জায়গাটা দেখার মত রূপে গড়ে তুলেছে। এরপর বামুন্দি বাজার থেকে টমেটোর চারা এনেছিলাম। চারা গুলো দেখতে বেশ সুস্থ সবল ছিল। আমি বাড়ি থেকে আমার সাবমারসিবল পাম্প নিয়ে গেলাম। এরপর জায়গাটা কোদাল দিয়ে কুপিয়ে গাছ লাগানোর উপযুক্ত করে নিয়েছিলাম। তারপর একদম মাগরিবের আযানের পর গাছগুলো লাগিয়েছিলাম। তাই ওই মুহূর্তে ভিডিও ধারণ করতে সম্ভব হয়নি। ঠিক এর কয়েকদিন পর আবারও সাবমারসিবল পাম্প নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হলাম। গাছ লাগানোর ৫-৭ দিন পর গাছের গোড়ায় একটু হালকা করে নিড়িয়ে দেয়া ভালো। ঠিক এমনই পরিচর্যা আর সেচ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি।
গাছ লাগানোর এক সপ্তাহ পরে গোড়ার মাটি একটু আলগা করে দিলে গাছগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে। তাই ভালো ফলন পেতে যা যা করার প্রয়োজন আমি সেভাবেই পরিচর্যা করার চেষ্টা করছিলাম। অতঃপর গাছের চারিপাশে সাবমারসিবল পাম্প এর সহযোগিতায় পানি দেওয়ার চেষ্টা করলাম। টমেটো গাছগুলো লাগানো হয়েছিল জায়গার মাঝখানে। আর দুইপাশ দিয়ে থানা করে লাগানো হয়েছিল লাউয়ের বীজ। টমেটো গাছ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লাউয়ের গাছগুলো জন্মিয়ে বড় হতে থাকলো। আর আমি এই যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এভাবে কিন্তু অনেক বার সেচ দিয়েছি। সেচ ও পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলো বড় হয়েছে। এরপর অনেক সবজি হয়েছিল। যেহেতু এই গাছ লাগানো হয়েছিল শীতের সময় এখন গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। তবুও আজ পর্যন্ত টমেটো উত্তোলন করে নিয়ে আসা হয় সেখান থেকে। আশা করি ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রাথমিক পর্যায়ে কেমন যত্ন সহকারে গাছ গুলো রোপন করার পর দেখাশোনা করেছি। আর এই জন্য টাটকা টমেটো লাউ বেশ খেতে পেরেছি, এখনো খাওয়া চলছে।
Video device: Huawei P30 Pro-40mp
location
এইতো কিছুদিন আগে টমেটো উত্তোলন করতে গিয়ে সেদিনের কথা স্মরণ করলাম। এরপর এই টমেটোগুলো উত্তোলন করেছি। গাছে এখনো প্রচুর পরিমাণ টমেটো রয়েছে। তাই আমাদের সকলের উচিত কমবেশি পরিশ্রম করা। যেকোনো কাজের প্রথমে একটু বেশি পরিশ্রম করা লাগে। এরপর পরিশ্রম তেমন করতে হয় না শুধু তার ফল পাওয়া যায়। আশা করি আমার এই পোস্ট পড়ার মধ্য দিয়ে বুঝতে পারবেন কৃষিকাজের গুরুত্ব ও তার উপকারিতা। আমি যতটা জানি এই কাজের মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে নতুন ফল ধরানোর মধ্যে নিজের গৌরব রয়েছে। এতে মন মস্তিষ্ক খুবই ভালো থাকে। তাই আসুন সুযোগ সাপেক্ষে আমরা এই জাতীয় কৃষি কাজ করি। পরিত্যাক্ত জায়গা গুলো কাজে লাগায়। আর এভাবেই সচেতন দৃষ্টিভঙ্গের মধ্য দিয়ে গড়ে তুলি আমাদের সোনার বাংলা।
Photography device: Huawei P30 Pro-40mp
location
ভিডিও বিষয়ক | তথ্য |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | PicsArt & inshot |
YouTube channel | সোর্স |
বিষয় | সবজিতে সেচ ব্যবস্থা |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
আপনি কৃষিভিত্তিক যে কাজ গুলো করেন, তা অনেক গর্বের। কারণ কৃষকেই আমাদের দেশের সম্পদ। মানুষের মুখে অন্য জোগানোর কারিগর।আপনি ঠেকেই বলেছেন ভাইয়া,কর্ম করলে অবশ্যই তার ফল পাওয়া যায়। কৃষি ক্ষেত্রে আপনার আরো সাফল্য কামনা করছি। টমেটো ক্ষেতে পানি সেচ দেওয়ার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। ভিডিওগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমরা যেটাই করব না কেন তার ফল অবশ্যই রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের পুকুর পাড়ে লাগানো সবজি গাছগুলোতে নিয়মিত পানি সেচ দেওয়ার কারণে প্রতিটি সবজি গাছের বৃদ্ধি অত্যন্ত সন্তোষ জনক হয়েছে। একই একই সাথে কয়েকদিন আগে লাগানো বেগুন গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়ে উঠেছে এবং প্রত্যেকটি বেগুন গাছ থেকে নতুন পাতা গজাতে শুরু করেছে। যাহোক অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক কথা বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে সবজির দাম অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে। তারপরও নিজেরা যদি সবজি চাষ করে খাওয়া যায় তাহলে বেশ ভালো। আপনি আজকে সবজি বাগানের সেচ দেওয়ার ভিডিও ফটোগ্রাফি করেছেন। আপনার সেচ দেওয়া এবং ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারপরেও ভাই নিজের হাতের শাকসবজি খাওয়ার মজা আলাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাগানের সবজি গাছে সেচ দেওয়ার সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। কথায় আছে কষ্ট করলে এর ফল সুনিশ্চিত। আপনি বন জঙ্গল পরিষ্কার করে সবজি বাগানের ক্ষেত তৈরি করেছেন। এ কাজটি করা খুবই কষ্টদায়ক ছিল। আপনার বাগানে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল জাতীয় গাছ দেখতে পেলাম। আপনি সেখানে নানা রকম শাকসবজি চাষ করেছেন। আশা করি আপনি খুব দ্রুত আপনার কষ্টের ফল পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই অলরেডি ফল ধরে শেষের দিকে, তবে লাউ গাছে এখনো মোটামুটি লাউ ধরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ আচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবজি বাগান থেকে যে সবজি গুলা পাওয়া যায় সেগুলা অনেক টাটকা ফরমালিনমুক্ত। আসলে এ ধরনের সবজি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাজারে যেসব সবজি বিক্রি হয় সবজির মধ্যে ফরমালিনযুক্ত। তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। নিজের সবজি বাগানে সেচ দেওয়ার ভিডিওগ্রাফি প্রকাশ করেছেন যা খুবই ভালো একটি উদ্যোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই বড় বিষয় এটা রোগ প্রতিরোধ করতে ফরমালিনমুক্ত টাটকা শাকসবজি প্রয়োজন সকলের সেক্ষেত্রে নিজের হাতে শাকসবজির তুলনা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit