হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার সবজি বাগানের সুন্দর কিছু দৃশ্য উপস্থাপন করার জন্য। আশা করবো আমার এই সবজি বাগান দেখে আপনারা অনেক অনেক খুশি হবেন।
আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের সুন্দর বেশ কয়েকটা সবজি বাগান রয়েছে। সেখানে আমরা দুই ভাই অনেক শাকসবজি উৎপাদন করে থাকি। আমাদের এই সবজি বাগান পুকুরকে কেন্দ্র করে তৈরি। পুকুরপাড়ের বেশ কিছু অংশ তার জাল দিয়ে ঘেরাও করে এমন সুন্দর সবজি বাগান তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন বিভিন্ন শাকসবজি উৎপাদন করেছি আমরা। প্রথমে আপনারা যেই সবজি লক্ষ্য করছেন তা হচ্ছে বেগুন গাছ এবং বেগুন এর চিত্র। আমাদের এই সবজি বাগানে বেশ অনেকগুলো বেগুন গাছ রয়েছে। এখন সে গাছগুলোতে প্রায় বেগুন ধরা শুরু হয়েছে। তবে বেশ কিছুদিন বেগুন নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আপনারা অনেকেই জানেন বেগুন অনেক পাখিতে খেয়ে যাই। পাখির মুখ থেকে বেগুনগুলো বাঁচানোর জন্য ছোট ছোট পলিথিন ব্যাগ প্রয়োজন হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে বাজারে পলিথিন বেগ বা কঠিন হয়ে পড়েছিল। তাই অনেক বেগুন পাখির জন্য নষ্ট হয়েছে। এখন আবারও পলিথিন বেগ পাওয়া যাচ্ছে তাই আলহামদুলিল্লাহ বেগুন প্যাকেটের মধ্যে বান্দা হচ্ছে, আর তাই এত সুন্দর বেগুন পাখির মুখ থেকে বাঁচানো সম্ভব হয়েছে।
এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানের মধ্যে টমেটো আর নতুন ছোট ছোট বেগুন গাছের চিত্রগুলো। বেশ কিছুদিন সর্দি জ্বর কাশিতে শরীরের অবস্থা ভালো নয়। যখন তখন কাঁপুনি দিয়ে জ্বর আসছে। শুধু এই অবস্থা আমার নয় পরিবারের সকল সদস্যের একই রকমের অবস্থা। তাই বেশ কয়েকটা দিন পুকুর পাড়ে উপস্থিত হতে পারছিলাম না। পুকুর পাড়ে উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলাম অনেক সবজি গাছ কুকুরে ভেঙে ফেলেছে। পাশের পুকুরে অনেক পাঙ্গাস মাছ মরে যাচ্ছে, তাই মাছ খাওয়ার জন্য এলাকার অনেক কুকুর সেখানে ঘুরঘুর করছে আর গাছের মধ্যে বেড়িয়ে পায়ের দলিয়ে গাছ ভেঙে ফেলছে। তাই সর্দি কাশি জ্বরের মধ্য থেকেও বেশ কষ্ট করে গাছগুলোর গোড়ায় বাঁশের কাঠি পুঁতে দেওয়া হয়েছে আর সেচ দেওয়া হয়েছে। এজন্য পুনরায় সর্দি কাশির বেগ আরো বেশি সৃষ্টি হয়ে গেছে। তবুও আলহামদুলিল্লাহ সবজি গাছগুলোর যতনো তো নিতে পেরেছি।
এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানের মধ্যে ব্যাপক শিমের গাছ তৈরি করা হয়েছে। বাজারে অনেক দিন আগে শিম উঠেছে। কিন্তু আমাদের গাছে এখন পর্যন্ত শিম ধরা শুরু হয়নি। বেশ কিছুদিন আগে থেকে শিমের ফুল শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক প্রচুর ইঁদুরের সমস্যার জন্য শিম হচ্ছে না। শিম গাছের শীষ গুলো ইদুরে কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। এখন কিভাবে যে ইঁদুরের হাত থেকে বাঁচানো যায় সে চিন্তা। কিন্তু প্রচণ্ড শরীর অসুস্থতার জন্য পুকুর পাড়েই তেমন বেশি একটা যাওয়া হচ্ছে না। যার জন্য কিছু করার নেই। শিম গাছের পাশাপাশি শিম গাছের মাচার নিচে পালং শাক মুলা রয়েছে। একই জায়গায় সমন্বিত চাষ ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম এবং সম্ভব হয়েছে।
এছাড়াও আপনারা আলাদা স্থানে দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানের মধ্যে গাজর মুলা পালং শাক এমনকি ধনিয়া পাতা রয়েছে। আসলে পুকুর পাড়ে ব্যাপক জায়গা থেকে থাকে। আমরা যদি চেষ্টা করি তাহলে অনেক কিছু উৎপাদন করতে বা চাষ করতে সম্ভব হয়। আপনারা দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হতে পারি এবং আবারও আমার এই সবজি বাগানে সহযোগিতার হাত এগিয়ে দিতে পারি। আর দুই ভাই মিলে যেন এভাবেই মিলেমিশে সবজি বাগান পরিচালনা করে পরিবারের আর্থিক যোগান দিতে পারি। বড় ভাই স্কুলে থাকায় এছাড়াও বিভিন্ন ব্যস্ততায় যতটুক সহযোগিতা করে আমার সাথে এতেই এত সুন্দর শাকসবজি উৎপাদন করতে সম্ভব হয় আমরা। আমরা চাইলে পরিত্যক্ত স্থানগুলো এভাবেই কাজে লাগাতে পারবো। আমাদের সকলের এমন মনোবল সৃষ্টি হোক এবং দেশের শাক সবজির দামের ঊর্ধ্বগতি যেন নিয়ন্ত্রণ করতে পারি।
বিষয় | পুকুর পাড়ের সবজি |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix Hot 11s |
লোকেশন | গাংনী-মেহেরপুর |
ব্লগার | @sumon09 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
26-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আমার সবজি বাগানে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার সুযোগ হয়নি ভাইয়া। আপনার শরীরের অবস্থা ভালো না এটা আমি জানি। গতকালকে সবজি বাগানে উপস্থিত হয়েছিলেন এবং বেশ কাজ করেছেন তাই আরো শরীর খারাপ হয়েছে। যতদিন সুস্থ হচ্ছেন না ততদিন রেস্ট করেন। আপনার সুস্থতা কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসুস্থতার মাঝেও যে আপনি আপনার সবজি বাগানে গিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার সবজি বাগানটা আসলেই অনেক সুন্দর আর সেখানে তো দেখছি অনেক বেশি সবজি হয়েছে। টমেটো গাছগুলো দেখে অনেক সুন্দর হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক সবজি গাছ রয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit