♥আসসালামু আলাইকুম♥
বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি মোঃ নাজিদুল ইসলাম 'সুমন' । আজকে আপনাদের মাঝে আমি মাছ চাষ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার এই মাছ চাষ সম্বন্ধে সঠিক তথ্য জেনে উপকৃত হবেন। আমিও আমার বাংলা ব্লগের সকল সদস্যদের কে আমারে বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে জানাতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করিতেছি।
আজ সোমবার, ১২ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ। আজ বিকেল সাড়ে পাঁচটার সময় ,আমি আমার মৎস্য খামার ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম । সেখানে অনেক মৎস্যচাষীদের সাথে মাছের খাবার দিয়ে সময় কাটিয়েছি এবং মাছ দেখে আনন্দ উপভোগ করেছি
কেন আমরা মাছ চাষ করি?
মাছ উৎপাদন অত্যন্ত সহজ এবং লাভজনক ব্যবসা। আমাদের এখানে চাষিরা অধিকাংশ পরিবারি মাছ চাষ করে তাদের পরিবারের ভরণ পোষণ করে থাকে। আমাদের গ্রামে প্রায় প্রতিটি পরিবারে দুই একটা করে মৎস্য খামার রয়েছে। সকলের মতো আমাদেরও চারটা মৎস্য খামার রয়েছে।
তবে 🐟 উৎপাদনে প্রতিনিয়ত কিছুটা সময় ব্যয় করতে হয় তাদের রক্ষণাবেক্ষণের জন্য । পোনা ছাড়ার আগে পুকুর সুন্দরভাবে মেরামত করে নেওয়া। সঠিক পরিমাণে পানি দেওয়া মাছরাঙ্গা; বকের মুখ থেকে মাছের পোনা কে বাঁচানোর জন্য পুকুরের চারপাশের উপর সুতা টাঙানো এগুলো জরুরি ।
সঠিক পন্থায় বৃদ্ধির জন্য গুণগত মানের খাবার সঠিকভাবে দিনে সকাল বিকাল দুই বেলা দেওয়া জরুরী। আমাদের পাঙ্গাস মাছের পোনার 'রূপসী বাংলা ফিড ' খাওয়ানো হয়। ছোট পোনার ছোট খাবার এটাই স্বাভাবিক। মাছের খাবারগুলো ভাসমান, পুকুরের পানিতে ফেলার সাথে সাথে পাঙ্গাসের পোনা ঝাকে ঝাকে এসে কিলিবিলি করে খেতে থাকে। মাছের এই দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যায়। সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় । কখন যেন মন থেকে মুছে যাই বা হারিয়ে যায় সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতে হবে । মাছের খেলার দৃশ্য দেখতে আর ধীরে ধীরে খাবার দিতে দিতে, তাদের সাথে মনটা মেতে যায়। ছোটবেলার সেই বন্ধুদের সাথে পাড়া গায়ের খেলা করার কথা ভেবে মন হারিয়ে যায় ,মাছের ছোট বাচ্চাদের সাথে আনন্দ করে খাবার দিতে দিতে কখন জানি সময় কেটে গেল ।
আশা করি আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আমার জন্য দোয়া করবে । যেন আমি সর্বদা মৎস্য চাষ করে আমার পরিবারকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ও কষ্ট করে মাছ চাষ করে লাভবান হতে পারি এবং তারই পাশাপাশি আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের সাথে প্রতিনিয়ত ও সময় ব্যয় করতে পারি। আশাকরি সকলেই ভালো থাকবেন আল্লাহর অশেষ মেহেরবানীতে ও আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ
আপনার মৎস্য খামার টি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল ভালোবাসা অবিরাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মৎস্য খামারের প্রতি অবগত হওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি সব সময় আমাকে সহায়তা প্রদান করবেন এবং আমাকে আমার বাংলা ব্লগের একটিভ মেম্বার হতে আরো বিশেষ বিশেষ উৎসাহ প্রদান করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit