স্বরচিত অনুভূতিমূলক কবিতা || প্রেম অনুভব ও পরিণতি

in hive-129948 •  6 days ago 


আজ - বুধবার

১০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20240507_184228203_BURST0001_COVER.jpg

Photography device: Infinix Hot 11s-50mp




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। পূর্বের দিনগুলোর মতো আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বরচিত কবিতা নিয়ে। তবে আজকের কবিতায় আলাদাভাবে কোন বিরহ নয়, নয় কোন ভালোবাসা। যেখানে প্রেম ভালোবাসার বিরহ উভয় থাকবে এমনই অনুভূতিতে লেখা কবিতাটি। আশা করব আবৃত্তি করছে ভালো লাগবে।

কবিতা

নাম:
প্রেম অনুভব ও পরিণতি

রচয়িতা:


বাড়ন্ত বয়সের উড়নচণ্ডী মন

কৌশোর পেরিয়ে যৌবনে পদার্পণ।

কবে যেন মনে রঙিন স্বপ্ন বাধলো বাসা
কত স্বপ্ন কত আবেগ অনুভূতির আশা।

যতদিন যায় যেন স্বপ্ন সাজায়
জেগে জেগে কল্পনায় কত বাদ্যযন্ত্র বাজায়।

সবই যেন ভালোলাগা ও ভালবাসার অনুভব
নতুন কাউকে পেলে বিলিয়ে দেবে মনের সব।

যা দেখে তাই যেন অনেক ভালো লাগে
এমন ভাব আবেগ জাগেনিতো আগে।

যেন উড়তে চায় পাখির মত মিলে দুটি পাখা
মনে মনে কল্পনায় কোন রূপসীর ছবি আঁকা।

কেটে যায় নিঝুম রাত অনুভবে রেখে হাত
কোন মায়াবী ললনার দুই হাতে।

পাশে না থাকলেও কোন রূপসী যেন আসে
যেন সর্বদা থাকে তার সঙ্গী হয়ে সাথে।

দিন যায় রাত যায় ভাবনা হয় প্রখর
স্তব্ধ পরিবেশটাও যেন লাগে আনন্দমুখর

ভাবনাগুলো চাঁদের মত যেন রাত জেগে ওঠে
মনের বাগানে বৈরী বাতাসেউ রক্ত গোলাপ ফোটে।

ভালো লাগে ফুল ফল মরা নদীর জল
আনন্দ মনে ছোঁয়া দিয়ে যাই কোন রূপসী অবিরল।

ফাগুন এলেই দেখা যায় ফুলে ভরা দিন
কার টানে যৌবন যেন হয়ে ওঠে রঙিন।

কবে কখন স্কুল ছাড়িয়ে কলেজ জীবন আসে
অনুভবে কেউ এসে অনেক ভালোবাসে।

এভাবেই যেতে থাকে দিনের পর দিন
সাথে থাকা বন্ধু-বান্ধবীরা হয়ে যায় প্রাচীন।

মন যেন তাদের ছেড়ে নতুন পাবার আসে
মুখ লুকিয়ে স্বপ্ন পিয়াসী মিষ্টি মিষ্টি হাসে।

কখনো স্কুল কখনো কলেজ কখনো পার্কে ছুটে চলা
মনের মত কাউকে পাইলে গলায় পরাবো মালা।

অনুভূতিটা যেন প্রবল বেগে ছুটতে চায় কার টানে
কে আছে কপালে কোথায় সে বিধাতাই শুধু জানে।

এরই মাঝে কত দায়িত্ব দুঃখ-কষ্ট আসে
তবু যেন উচাটন মন স্বপ্ন ভালবাসে।

এগিয়ে যায় স্বপ্নের দাওয়াই প্রেয়সীর পথচেয়ে
মনটা যেন শীতল হয় এক পলক দেখা পেয়ে।

এভাবেই হয় প্রেম নিবেদন মনে মনে রেখে
ছুটে যায় ফুল হাতে দেখা পাবার আশে।

শুরু হয় প্রতীক্ষায় থাকা দিনের পর দিন
কবে এসে ভালবেসে জীবনে করবে রঙিন।

হাজার যৌবন এভাবেই তো দেখি কত স্বপন
পর হয়ে যায় মনের প্রেয়সী হয়ে অনেক আপন।

অনেকের আশা পূর্ণ হয়ে হয় স্বপ্ন বাস্তবায়ন
সাফল্যতা পেয়ে রাঙিয়ে তোলে দুটি মনের ভুবন।

কতজন বলে কি চেয়েছিলাম কি বা আমি পেলাম
সুখের আশায় ঘর বাঁধবো বলে দুঃখই সয়ে গেলাম।

স্বপ্নে দেখেছি কত মধুর বাধবো সুখের ঘর
যখন করে ভালোবেসে সেই হয়ে যায় পর।

কেউবা কাঁদে আর্তনাদে ভেঙে স্বপ্ন আশা
বলতে পারেনা মুখ ফুটে হারায় মনের ভাষা।

এভাবেই অনেকের হাসি আনন্দ অশ্রুসিক নয়ন
সব জেনেও ভালোবেসে কাটাতে চাই জীবন।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

প্রত্যেকটা ছেলে মেয়ের কিশোর কাল থেকে যৌবনে পদার্পণ করার মুহূর্তে ভালোলাগা ও ভালোবাসার প্রেম আবেগ সৃষ্টি হয়। যদি যৌবন আসার শুরুতেই বিবাহ হয়ে যায় তাহলে হয়তো প্রেম অনুভবটা কম থাকে। তবে লেখাপড়ার কারণে যদি বিয়ে হতে একটু দেরি হয় অবশ্যই তাদের মনের মধ্যে ভালোবাসার রংটা লাগবে এবং প্রেম প্রেম অনুভব জাগ্রত হবে। আর ছেলেদের ক্ষেত্রে একটু আলাদা ধরনের উড়নচণ্ডী অনুভূতি দেখা যাবে কারণ তারা বাইরের পরিবেশে দৌড়াদৌড়ি করতে পারে খুব স্বাধীনভাবে। তাই স্বচক্ষে দেখা বাস্তবতা অনুভবে নিয়ে লেখা আজকের এই কবিতার লাইনগুলো। যেখানে প্রেম আবেগ প্রেম ভালোবাসার শুরু থেকে শেষ পরিণতির কিছুটা অনুভূতি ব্যক্ত করা হয়েছে কবিতার লাইনের মাধ্যমে। আশা করি আমার লেখা এই কবিতা আপনাদের আবৃত্তি করতে ভালো লেগেছে।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddZA4VqmFRARUGRGgqn1RUviYBVHpLxxMgFvAeZgey4aCJqhKSJNQvXGj2kaF3ZssZhcKZWtFFnV4wRgxnyN33U9gX3PXZytHX5gjHH14wjmFfgmVKHBBXGaakfLTiwaQKVjhXPVYhe6JJLLcazGKyKa3iXLq4zCxTfiLp5V1uVWAfuHBrcgQakK9xUbA9gyQJvuW5auWDqwkn.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।গুছিয়ে লাইন গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনার লেখা চমৎকার কবিতা পড়ে ভালো লাগলো। অনেক সুন্দরভাবে ভালোবাসা ও ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন। সবার জীবনে ভালোবাসা আসে। আর প্রাথমিক পর্যায়েটা ঠিক সত্যি এমনই হয়। এত সুন্দর ভাবে কবিতাটা লেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো

পূর্বের দিনগুলোর মতো আজকেও আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো। আর আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাই। আপনি কিন্তু খুবই ভালো কবিতা লিখেন।

কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ।

বাহ ভাইয়া দারুন লিখেছেন কবিতাটি। আপনার প্রেম অনুভব ও পরিণতি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে প্রত্যেক ছেলে মেয়ের মনে প্রেম অনুভূতি থাকে। তবে মনের অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।

কবিতা পড়ার জন্য ধন্যবাদ।