অ্যাসেমলি ক্লাসের অংশবিশেষ ফটো ও ভিডিওগ্রাফি

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

IMG_20230405_090939_6.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। অনেকদিন পর আবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমাদের ছাত্র-ছাত্রীদের অ্যাসেমলি ক্লাস করানোর মুহূর্ত। তাই চলো না দেরি না করে এখনই বিস্তারিত পর্যায়ে চলে যাওয়া যাক এবং দেখে ফেলি ভিডিওটা।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:



প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান এর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এসেম্বলি ক্লাস ও পিটি প্যারেড। এতে ছাত্র-ছাত্রীর শরীর ভালো থাকে শরীরচর্চা হয়ে যায় লেখাপড়ায় মন বসে। তাই প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে এমনভাবে ছাত্র-ছাত্রীদের শারীরিক ব্যায়াম করা একান্ত প্রয়োজন এবং সেগুলো বিভিন্ন স্টেপ অনুসারে বিভিন্ন পর্যায়ে ব্যায়ামগুলো করিয়ে সুস্থ রাখার সুযোগ করে দেওয়া শিক্ষক মন্ডলীদের কর্তব্য। এই মুহূর্তে আপনারা ফটোগ্রাফিতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা এসেম্বলি ক্লাসের অংশ। এসেম্বলি ক্লাস শেষে পিটি প্যারেড করানো হতো। আমি যখন বিদ্যালয়ে ছিলাম তখন এই সমস্ত দৃশ্যগুলো বেশি ক্যামেরাবন্দি করতাম এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতাম পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে। যেহেতু বিদ্যালয়ের একটি ফেসবুক আইডি ছিল সেখানে উপদেষ্টা মন্ডলে এ বিষয়ে আমাদের বলতো এবং তাদের না বলা সত্বেও আমরা দেওয়ার চেষ্টা করতাম নিজ দায়িত্বে কারণ একজন আর দেখাদেখি আরেকজনের শেখে আর এভাবেই দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা ছাত্র-ছাত্রীরা সুযোগ খুঁজে পায় এবং যে সমস্ত বিদ্যালয়গুলোতে এভাবে পিটি প্যারড করানো হয় না তারা উৎসাহিত হয়। সকালে ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে আধা ঘন্টা ধরে অ্যাসেম্লি ক্লাস ও পি টি প্যারেড করানো হয়। হয়তো এখনো আগের মতো এভাবেই কার্যক্রম চলে, শুধু আমি সেই অবস্থানে আর নেই। তবুও এই বিষয়টা আমি বেশি সম্মান করতাম কারণ এতে ছাত্রছাত্রীরা সুস্থ থাকে। অনেক সময় অতিমাত্রায় হয়ে গেলে ছাত্রছাত্রীরা কষ্ট পায় যেহেতু ছোট ছোট ছাত্র-ছাত্রীরা রয়েছে এখানে প্রচন্ড রোদ গরমে তাদের দিকেও নজর রাখতে হয় আবার জুতার সমস্যার কারণে অনেকের পায়ে ফুকসা পড়ে। তবে এই সমস্ত বিষয়গুলোতে আমি বেশি নজরদারি করতাম বলে যে সমস্ত ছাত্রছাত্রীরা অসুবিধা বোধ করত সে বিষয়গুলো আমার আর মোস্তাফিজুর এর কাছে তুলে ধরার চেষ্টা করত। হয়তো দৃশ্যপটে লক্ষ্য করছেন আমাদের হেডস্যার পাইপ হাতে টানাটানি করছে এটা এসেম্বলি ক্লাস চলাকালীন মুহূর্তে আমরা ফুল গাছে পানি দিয়েছিলাম এবং পরিষ্কার পরিচ্ছদে করছিলাম। ছাত্র-ছাত্রীদের পায়ে বেধে যাওয়ার সমস্যা হচ্ছিল তাই স্যার একটু সরিয়ে দিচ্ছিল।

IMG_20230405_090333_667.jpg

IMG_20230405_090851_7.jpg

IMG_20230405_090925_2.jpg

IMG_20230405_090927_5.jpg

IMG_20230405_090931_2.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



বিস্তারিত দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিওগ্রাফি করেছিলাম, হয়তো ভিডিওগ্রাফি দেখলে বুঝতে পারবেন কিভাবে আমাদের কার্যক্রম চলতো। তবে মাঝেমধ্যে সকালের সূর্যের তাপ সহ্য করা বেশ কঠিন হতো যখন ঝিরিঝিরি বাতাস হয় তখন কিন্তু এতটা সমস্যা মনে হতো না আর প্রচন্ড রোদ গরমে পিটি প্যারেড করানোর বেশ কঠিন রয়েছে শুধু এখানে বা অ্যাসেম্বলি ক্লাসের সীমাবদ্ধ নয় এর মধ্যেও রয়েছে ওয়ানডে ওয়ান ওয়ার্ড, লাইনে দাঁড়িয়ে রেখে সকলকে পড়ানো হতো। তবে যতটা পেরেছি ফুল গাছ পরিচর্যার মুহূর্তে সুন্দর একটা ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে।


Photography device: Infinix hot 11s
সোর্স



আমরা যখন লেখাপড়া করেছি সেই মুহূর্তে কিন্তু এতটা উন্নত ছিল না স্কুলের শিক্ষাব্যবস্থা। আগে বিদ্যালয়ের শিক্ষকসংখ্যা খুব কম থাকতো এখন এভেইলেবল, আর এই সমস্ত বিষয়ে সরকার বেশ জোরদার শুরু করেছে যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী সুস্থ সবল ভাবে নিজেদের গড়ে তুলতে পারে। তবে সেই সরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়ে বেশি জোরদার থেকে থাকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কারণ তারা দেশবাসীকে দেখাতে চাই এবং ছাত্র কালেকশন করতে চাই। তারা সরকারের চেয়েও একাধিক ধাপ এগিয়ে রয়েছে শিক্ষার মান উন্নয়নে অবশ্য এই সমস্ত বিষয়গুলো একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কৌশল তাদের প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা এবং লাভবান হওয়া। তবে এটা সত্য প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী বেশি শিখতে পারে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক মন্ডলীরা অতটা বেশি গুরুত্ব আরোপ করে না, তারা জানে মাস শেষে তাদের বেতন আসবেই, তাই হয়তো গুরুত্ব প্রদানটা কম করে থাকে। আর এমনটাই বেশি লক্ষ্য করা যায়।

IMG_20230405_090941_6.jpg

IMG_20230405_091003_7.jpg

IMG_20230405_091007_8.jpg

IMG_20230405_091013_2.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠান সব সময় পিটি প্যারেড এবং অ্যাসেমলি ক্লাস করানোর চেষ্টা করে থাকে। তবে আমাদের এ প্রতিষ্ঠানটাও ঠিক তেমন। কিন্তু এতে কোন বিশেষ সুনাম অর্জন হয় না প্রাথমিক পর্যায়ে। যে সমস্ত অভিভাবকরা বেশি বেতন দিয়ে তাদের সন্তানদের লেখাপড়া করার প্রাইভেট প্রতিষ্ঠানে তারা চাই আমাদের সন্তানরা ভালো কিছু শিখুক এবং খুব দ্রুত শিখুক। এ বিষয়গুলো অনেক অভিভাবকদের ভুল ধারণা হঠাৎ করে ছাত্র ছাত্রীর লেখাপড়া সুপ্ত প্রতিভা ফুটে ওঠে না এবং তারা মেমোরিতে দ্রুত ধারণ করতে পারে না সবকিছুর একটা সময় রয়েছে আর এ সময় গুলো সবার বোঝা উচিত। তবে আমরা যথেষ্ট চেষ্টা করতাম সমস্ত দিকগুলো বিবেচনা করে তাদের এসেম্বলি ক্লাস পেটি প্যারোড ওয়ান ডে ওয়ান ওয়ার্ড পড়ানো সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিয়মিত প্রত্যেকটা ক্লাস ভালোভাবে নেওয়ার। আর এটাও সত্য আমাদের দেখাদেখি পাশাপাশি অনেক বিদ্যালয়ে উৎসাহিত হয়েছিল এবং আমাদের সাথে যোগাযোগ রাখত আমাদের সোশ্যাল মিডিয়া দেখে তারাও কার্যক্রম শুরু করতো। যাইহোক দোয়া করি আমাদের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য তারা যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় নিয়োজিত করতে পারে তাদের নিজেদের। আর সেই আশা এবং শুভকামনা সর্বদা থাকবে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের প্রতি।

IMG_20230405_091042_7.jpg

IMG_20230405_091045_5.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যখন আমরা প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে পড়াশোনা করেছি তখন আমাদেরকে এভাবে পিটে-প্যারোড করানো হতো। আমাদের এটা করাতেন গেম স্যার মোহাম্মদ আলী মাস্টার। তিনি এটার জন্য কিন্তু খুব যোগ্য একটা ব্যক্তি ছিলেন। আপনার ভিডিওগ্রাফি দেখে সেই সময়ের কথা মনে হয়ে পড়ল। এই পিটি প্যারোড দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সুন্দর কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

হ্যাঁ হাই স্কুলে মোহাম্মদ স্যার আমাদের পিটি প্যারড করা তো

এই এসেম্বলি এবং পিটি প্যারেডের কারণেই অন্যান্য স্কুল থেকে আমাদের স্কুলটা আলাদা ভাবে সকলের নজরে আসে। যদিও এই ধরনের কাজ করানোর জন্য প্রত্যেক স্কুল এই শিক্ষক থাকে কিন্তু তারা করায় না। আমরা সব সময় চেষ্টা করে যাই লেখাপড়ার পাশাপাশি অন্যান্য দিকেও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করতে।

হ্যাঁ এতে ছাত্রছাত্রী শরীরচর্চা হয় এবং সুস্থ থাকতে পারে।