লেভেল ৩ হতে আমার অর্জন - By @sumon09

in hive-129948 •  3 years ago 


আজ - বৃহস্পতিবার

২৭এ মাঘ,১৪২৮বঙ্গাব্দ
টিপ টিপ বৃষ্টি ভেজা দিন






আসসালামু আলাইকুম






'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো ও সুস্থ রয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে, আমি ইতোপূর্বেই 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির @abb-school এর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী দ্বারা লেভেল ওয়ান ও টু এর ক্লাস করেছিলাম পরীক্ষা দিয়েছিলাম এবং পাস করেছিলাম। আজ থেকে দুই দিন আগে, গত সোমবার রাত নয়'টাই লেভেল তিনের ভাইবা ক্লাশে উত্তীর্ণ হয়েছি। তাই লেভেল তিনের লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। আজ সে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই লিখিত পরীক্ষায় আমি সঠিক উত্তর দিতে পারব এবং আপনাদের অনেক ভাল লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই।

  • 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির এবিবি-স্কুলর লেভেল-৩ এর লিখিত পরীক্ষার একটি পোস্টার হাতে নিয়ে আমার ফটো।

IMG_20220210_101725_502.jpg

এখন Level-3 এর
প্রশ্ন ও উত্তর শুরু


১ নং প্রশ্নঃ
মার্কডাউন কি ?


উত্তরঃ
আমরা স্টিমিট প্লাটফর্মে অনেক লেখা শেয়ার করে থাকি, আর এই লেখা শেয়ার করার জন্য সুন্দরভাবে উপস্থাপন করতে বা সুন্দর ভাবে সাজাতে এবং পাঠকের দৃষ্টিনন্দন করতে যে সমস্ত কোডগুলো ব্যবহার করে থাকি তাই মার্কডাউন কোড। একটি কনটেন্টকে কোয়ালিটি সম্পন্ন পূর্ণ রূপ দিতে বিভিন্ন প্রকার মার্ক ডাউন কোড ইউজ করা হয়ে থাকে।



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

২ নং প্রশ্নঃ
মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?



উত্তরঃ
মার্ক ডাউন কোড ইউজ এর মাধ্যমে একটি কনটেন্ট যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন হয়ে ওঠে। কোয়ালিটি সম্পন্ন পোস্ট পাঠকের দৃষ্টি আকর্ষণ করে থাকে এবং পাঠক খুব সহজে মনোযোগ সহকারে পোস্টটি পড়তে পারে। একজন অথোরের নতুন কোয়ালিটি সম্পন্ন মার্ক ডাউন কোড ইউজ করা পোস্টের মাধ্যমে প্রভাবিত হয়ে অন্য ইউজার নতুন কিছু বুঝতে ও শিখতে পারে। মার্ক ডাউন কোড ইউজের মাধ্যমে একজন ইউজার খুব সহজে যেকোনো কনটেস্ট অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে পারে। তাই সকল দিক বিবেচনা করে বলা যেতে পারে যেকোনো পোষ্টের জন্য মার্ক ডাউন কোড অবিচ্ছেদ্য অংশ।


2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৩ নং প্রশ্নঃ
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?



উত্তরঃ
মার্কডাউনের কোডগুলো একাধিকভাবে দৃশ্যমান করা সম্ভব। যেমন:
কোড এর আগে ব্যাকস্লাশ ( \ ) দিয়ে।
লেখার শুরুতে চারটি স্পেস দিয়ে তারপর কোড লিখলে কোডটি দৃশ্যমান থাকবে ইত্যাদি।



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৪ নং প্রশ্নঃ
নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
UserPostsSteem Power
01100200
022003000



উত্তরঃ
টেবিলটি তৈরি করতে যে মার্ক-ডাউন কোড ইউজ করা হয়েছে তার নিচে উল্লেখ করা হলো। যেমন:

| User | Posts | Steem Power |
|---|---|---|
| 01 | 100 | 200 |
| 02 | 200 | 3000 |



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৫ নং প্রশ্নঃ
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?



উত্তরঃ
আমরা যেভাবে সোর্স উল্লেখ করব তার নিয়ম হচ্ছে প্রথমেই থার্ড ব্র্যাকেটের মধ্যে সোর্সের নাম এবং এরপর ফার্স্ট ব্রাকেটের মধ্যে সোর্সের লিংক বসাতে হবে। উদাহরণস্বরূপ যেমন:

ইনপুটঃ [Google](www.google.com)
আউটপুটঃ Google



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৬ নং প্রশ্নঃ
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।



উত্তরঃ
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড নিচে দেখানো হলো। যেমন:

ইনপুটঃ

# আমার বাংলা ব্লগ
## আমার বাংলা ব্লগ
### আমার বাংলা ব্লগ
#### আমার বাংলা ব্লগ
##### আমার বাংলা ব্লগ
###### আমার বাংলা ব্লগ


আউটপুটঃ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৭ নং প্রশ্নঃ
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।



উত্তরঃ
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি হলো

<div class="text-justify">আমার বাংলা ব্লগ</div>



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৮ নং প্রশ্নঃ
কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?



উত্তরঃ
একটি সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে হলে অবশ্যই লেখকের মূল টপিকস এর উপরে যথার্থ জ্ঞান থাকতে হবে। যে জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সু-নিদিষ্ট একটি সৃজনশীল কনটেন্ট তৈরি করতে পারবো। সেই পোস্টটি একজন পাঠক পড়ে খুব সহজেই বুঝতে পারবেন এবং সেক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে। তাই আমাদের কোন কন্টেন্ট তৈরি করতে হলে অবশ্যই সেই বিষয়ে সঠিক জ্ঞান, অভিজ্ঞতা দক্ষতা এবং সৃজনশীলতা থাকতে হবে এবং তা সবার মাঝে কোয়ালিটি সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে।



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

৯ নং প্রশ্নঃ
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?



উত্তরঃ
একজন ব্যক্তি কোন বিষয়ের উপর দক্ষ; পারদর্শী অথবা জ্ঞানী হয়ে থাকলে সে বিষয়টি অন্য মাঝে খুব সহজে শেয়ার করতে পারে। ঠিক তেমনি ভাবে কোন ইউজার যদি মনে করে একটি ব্লগ তৈরি করবে নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে ইউজারের যথার্থ জ্ঞান থাকা লাগবে ওই বিষয়ের প্রতি। যদি যথার্থ জ্ঞান থেকে থাকে, তাহলে সে খুব সহজেই সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। পার্সোনালি মেধা ও চিন্তাধারা দিয়ে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট তৈরি করতে পারবে। আর যদি সেই বিষয়ে কোনো দক্ষতা বা জ্ঞান না থেকে থাকে, তাহলে সে তো নিজেই জানে না,অন্যকে কিভাবে জানাবে। তাই মূল টপিকস এর উপর যথার্থ জ্ঞান থাকা ব্লগারের জন্য খুবই জরুরী।


2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

১০ নং প্রশ্নঃ
ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?



উত্তরঃ
$3.5 কিউরেশন রেওয়ার্ড পাবো। আর যদি Steem কয়েনের মূল্য 0.50 দিয়ে কনভার্ট করি, তাহলে 7 Steem হবে।



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

১১ নং প্রশ্নঃ
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?



উত্তরঃ
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল হচ্ছে
পাঁচ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিতে হবে।
কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দিতে হবে।
ট্রেন্ডিং পোস্টে ভোট দিতে হবে।
সবার আগে আগে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে।
গ্রীন জুনে ভোট দিতে হবে,রেড জুনে ভোট দেওয়া যাবে না ইত্যাদি।



2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png

১২ নং প্রশ্নঃ
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?



উত্তরঃ
@Heroism কে ডেলিগেট করলে বেশি আর্ন হবে। এর প্রধান কারণ হচ্ছে আমার যে স্টিম পাওয়ার রয়েছে তা অতি সামান্য, এ পাওয়ার দ্বারা কোন ইউজারের পোস্টে ভোট দিলে সামান্য এক বা দুই সেন্ট রেওয়াড যোগ হতে পারে অথবা পে-আউটের সময় রেওয়াড পুলে শেষ হয়ে যাবে। এদিকে আমার এসপি @Heroism ভোটার সার্ভিস কে বিশেষ কারণবশত কিছু সময়ের জন্য দিলে সে তার বিশাল ক্ষমতা নিয়ে বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দিবে আর তা থেকে যে কিউরেশন রিওয়ার্ড অর্ন হবে তো আমার ডেলিগেশন এসপির ভিত্তিতে আমাকে দিয়ে দিবে। আমি কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে@Heroismএর থেকে পাওয়ারফুল ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে। এক দিক বিবেচনা করলে দেখা যায় যে আমার মত অনেক ইউজারের এসপি একত্রে মিলিত হয়ে@Heroism এর বিশাল পাওয়ার সৃষ্টি হবে তার থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড অর্জিত হবে প্রতিনিয়ত।


2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G.png


আশা করি, আমার এই লেভেল তিন এর লিখিত পরীক্ষারটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

WkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

@sumon09

🌺💞💞🌺


cc: @alsarzilsiam




oRTniPWZyJTJjLEun8F9cccQKurxpiSL8bui3ucxwGGbuzhPPoinjzhNcKCUZe5wnnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শিয়াল পন্ডিতের পাঠশালা level3 থেকে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন এবং সেগুলো আমাদের মাঝে গুছিয়ে শুদ্ধ ভাষায় উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনাদের এত সুন্দর মন্তব্য আর উৎস আমার জন্য একান্তই কাম্য

এভাবে অর্জন করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেক কিছু শিখে গিয়েছেন, এবং সেই শিক্ষা গুলো আপনার ভবিষ্যৎ ব্লকচেইনের কাজে লাগতেছে। এই জন্য ধৈর্য ধরে এবিনি স্কুলের সবগুলো ক্লাস করুন এবং গ্রেজুয়েশন কমপ্লিট করুন ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া ,খুবই সুন্দর মন্তব্য করেছেন। দোয়া করবেন যেন আমি এভাবেই প্রতিটি ক্লাশ পাস করে যেতে পারি এবং আপনাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারি।

আপনি মোটামুটি সবগুলো প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যেন খুব সহজেই প্রতিটি ধাপ ভালো ভাবে পার করতে পারি এবং আপনাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারি।