আজ - শনিবার
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাদের স্বাগতম
🌷💞💞🌷
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন, সর্ব সহযোগিতায় এই কমিউনিটিকে সমৃদ্ধ করুন। করোনা মহামারী সময় নিজেরা সচেতন থাকবেন এবং আপনজন সহ অন্যদের সচেতন রাখবেন।
স্টিমিট প্লাটফর্মে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। পোষ্টের বিষয়ঃ @abb-school থেকে লেভেল-২ এর ক্লাসের শিক্ষকগণ দ্বারা আমার অর্জিত জ্ঞান এবং লেভেল-২ এর ১২টি প্রশ্ন-উত্তর। তাহলে আর দেরি কেন বন্ধুরা? চলুন প্রশ্নের উত্তর শুরু করা যাক।
ভূমিকা
স্টিমিট প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী কর্মস্থল হওয়া একাউন্টের নিরাপত্তার প্রয়োজন। তাই একাউন্ট নিরাপত্তা; ওয়ালেট নিরাপত্তা; যাবতীয় কার্যক্রম করার ক্ষমতা জন্য একাউন্টের পাওয়ার বৃদ্ধি প্রয়োজন। কমিউনিটির ইউজারগনকে যথাযথ ভোটিং সার্ভিস না দিতে পারলে কোন ভোটিং সার্ভিস সেন্টারকে ডেলিগেশন করার মাধ্যমে সার্ভিস অব্যাহত রাখা সম্ভব এবং কমিউনিটিকে সমৃদ্ধ করতে পারা সম্ভব ইত্যাদি। আর এই সমস্ত বিষয় নিয়ে লেভেল-২ এর ক্লাস।
লেভেল-২ এর মূল বিষয় চারটি। যেমন:
• কী নিরাপত্তা (Key Security)
• ডেলিগেশন (Delegation)
• পাওয়ার আপ(Power Up)
• ওয়ালেট নিয়ন্ত্রণ (Controlling of Wallet)
১। Posting key এর কাজ কি ?
উত্তরঃ সবচেয়ে কম সেনসিটিভ কী(Key) হচ্ছে পোস্টিং কী। এই কী দ্বারা সোশ্যাল একটিভিটি বাড়ানো যায় অর্থাৎ পোস্ট সংক্রান্ত যাবতীয় কাজ একই কী দ্বারা সম্পন্ন হয়। যেমন:
• পোস্ট ও কমেন্ট করতে পারি।
• পোস্ট ও কমেন্ট এডিট করতে পারি।
• আপভোট ও ডাউনভোট দিতে পারি।
• কোন পোস্ট রিস্টিম করতে পারি।
• ইউজারকে ফলো ও আনফলো করতে পারি।
২। Active key এর কাজ কি ?
উত্তরঃ এটি সেনসিটিভ কী(Key)। আর্থিক কার্যের জন্য এই কী ব্যবহার করা হয়। শুধুমাত্র ট্রাস্টেড ওয়েবসাইটের জন্য এই কী ব্যবহার করা হয় অর্থাৎ ওয়ালেট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই কী দ্বারা সম্পন্ন করা হয়। তাই এই কী কে সাবধানে রাখতে হবে এই জন্য যে,হ্যাকার এই কী পেয়ে গেলে মুহূর্তের মধ্যে ওয়ালেটের লিকুইড steem ও SBD নিয়ে নিতে পারবে এবং চার সপ্তাহ অর্থাৎ ২৮ দিনে পাওয়ার ডাউন করে নিতে পারবে। যেহেতু পাওয়ার ডাউন দিলে প্রতি সপ্তাহে চার ভাগের এক ভাগ করে ডাউন হয় তাই এক মাসের মধ্যেই সম্পূর্ণ ডাউন করা সম্ভব। এই কী এর কার্যাবলী যেমন:
• ট্রান্সফারের কাজ করতে পারি।
• পাওয়ার আপ ও পাওয়ার ডাউন দিতে পারি।
• SBD Steem কনভার্সন করতে পারি।
• উইটনেস ভোট দিতে পারি।
• কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দিতে পারি।
• প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করতে পারি।
• নতুন ব্যবহারকারী তৈরি করতে পারি।
৩। Owner key এর কাজ কি ?
উত্তরঃ একটি একাউন্টের মালিকানা নিশ্চিত করতে উনার কী প্রয়োজন হয়। এই কী হারিয়ে গেলে একাউন্ট নিজের বলে দাবী করা সম্ভব নয়। কোন একাউন্টের উনার কী যার হাতে থাকবে সেই ব্যক্তি এই একাউন্টের মালিকানা দাবি করতে পারবে। কী রিকভারি করতে,একাউন্ট রিকভারি করতে উনার কি প্রয়োজন হয়। এই কী এর কার্যাবলী যেমন:
• উনার কী রিসেট করতে পারব।
• এক্টিভ কী রিসেট করতে পারব ।
• পোস্টিং কী রিসেট করতে পারব।
• একাউন্ট রিকভার করতে পারব।
• ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারব।
৪। Memo key এর কাজ কি ?
উত্তরঃ কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে অথবা কোনো প্রাইভেট মেসেজ পেতে এই কী প্রয়োজন হয়। মেসেজকে কোন একটি সাংকেতে পরিবর্তন করে পাঠিয়ে পরে দেখতে চাইলে আমার মেমো কী লাগবে।
• এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে পারব।
• কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে পারব।
৫। Master password এর কাজ কি ?
উত্তরঃ একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী এর নাম হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। মনে রাখতে হবে আগেরগুলো অর্থাৎ যে কী গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোকে প্রধানত কী(Key) বলে জানি,আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড এর ভিত্তিতে সকল কী গুলো তৈরি হয়। এ পাসওয়ার্ড দিয়ে সকল কী এর কার্য সম্পন্ন করা সম্ভব। তাই বলতে পারি, মাস্টার পাসওয়ার্ড মানে সকল কী এর মাথা বা প্রধান।
৬। Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যানিং একাধিক রকম। যেমন:
• শিক্ষা জীবনে সার্টিফিকেট যেমন প্রিন্ট করে রেখেছি, ঠিক তেমন ভাবে প্রিন্ট করে রাখতে পারি।
• অ্যাকাউন্ট খোলার সময় জিমেইল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে খুলেছি,তাই এই স্টিমিট পাসওয়ার্ড গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারি।
• অ্যাকাউন্ট খোলার পর পাসওয়ার্ডের পিডিএফ ফাইল জেনারেট হলে সেই পিডিএফ ফাইলটি এনক্রিপ্ট করে পেন ড্রাইভে রাখালে অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে নিরাপদে থাকবে।
• নিজস্ব কোন ডায়েরীতে ভালোভাবে লিখে নিরাপদ স্থানে রাখতে পারি।
৭। পাওয়ার আপ কেন জরুরী?
উত্তরঃ দীর্ঘমেয়াদে কাজ করার ক্ষেত্রে পাওয়ার আপ করা একান্ত প্রয়োজন। পাওয়ার আপ বলতে S কে SP তে উন্নতি করা অর্থাৎ steem কে steem powerএ রূপান্তর করে শক্তি বৃদ্ধি করা। পাওয়ার আপ করলে ওয়ালেটে স্টিম পাওয়ার যোগ হয়। আর ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার থাকলে ভোট দিয়ে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। স্টিমিট ইউজারদের বেশি বেশি ভোট; কমেন্ট করতে পারব এবং নিজে নিয়মিত একের অধিক পোস্ট করার সক্ষমতা থাকবে। পাওয়ার আপ করলে স্টিম সুরক্ষিত থাকবে যার ফলে হ্যাকাররা অতি সহজে আমার স্টিম চুরি করতে পারবে না। যেহেতু পাওয়ার ডাউন দিলে স্টিম ওয়ালেটে আসতে চার সপ্তাহ সময় লাগে, সেহেতু কোন হ্যাকার যদি আমার অ্যাক্টিভ কী পেয়েও যায় এবং পাওয়ার ডাউন দিয়ে ফেলে,তাহলে আমি অবশ্যই জানতে পারবো এবং আমার স্টিম ও একাউন্টে সেভ করতে পারব। তাই এ সমস্ত দিক বিবেচনা করে পাওয়ার আপ করা একান্ত প্রয়োজন।
৮। পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তরঃ প্রথমে ওয়ালেট (Wallet) এ ক্লিক করতে হবে। ওয়ালেট এর ভেতর প্রবেশ করলে দেখা যাবে বেশকিছুটি অপশন। যেমন:
Balance, Keys & Permissions, Change Password, Communities
ওয়ালেট এ ক্লিক করলে ব্যালেন্স অপশনটি অটোমেটিক শো করবে । যদি শো না করে তাহলে ব্যালেন্স অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করতে হবে। ব্যালেন্স অপশনের মধ্যে ইংরেজি বড় অক্ষরে
BUY STEEM
STEEM
(ব্যালেন্স STEEM ড্রপ ডাউন ম্যানু)
STEEM POWER
STEEM DOLLARS
SAVINGS
TRX
ইত্যাদি অপশন দেওয়া থাকবে। এবং প্রত্যেকটা অপশন এর সাথে (ব্যালেন্স স্টিম ড্রপডাউন ম্যানু) থাকবে। যেহেতু আমাকে পাওয়ার আপ করতে হবে, সেহেতু আমাকে STEEM অপশন এর (ব্যালেন্স স্টিম ড্রপডাউন ম্যানু) এর ড্রপডাউন ম্যানুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন ম্যানুতে ক্লিক করার পর বেশ কিছু অপশন সামনে আসবে। যেমন: Transfer, Transfer to savings, power up, trade, market ইত্যাদি।
পাওয়ার আপ করার জন্য Power Up অপশনে ক্লিক করতে হবে। পাওয়ার আপ অপশনের মধ্যে প্রবেশ করলে প্রথমেই লেখা থাকবে Convert to STEEM POWER এবং এর নিচে From ও Amount লেখা থাকবে।
From ও Amount লেখা দুইটার সামনে দুইটা ঘর থাকবে। From লেখার সামনের ঘরটিতে আমার Steemit আইডি নাম লিখতে হবে। যেমন: আমার আইডির নাম টি (@sumon09) এবং Amount লেখার সামনের ঘরটিতে কত পরিমান Steem পাওয়ার আপ করতে হবে সেই পরিমাণটা বসাতে হবে। Username এবং Steem এর পরিমান বসানো হয়ে গেলে তার নিচের অংশে টেবিলের মধ্যে লেখা Power Up ও পাশে advanced লেখা থাকবে। টেবিলের মধ্যে লেখা Power Up বাটনে ওকে করতে হবে। তাহলে পাওয়ার আপের কাজ সম্পন্ন হবে। নিশ্চিত হওয়ার জন্য হিস্ট্রি চেক করতে হবে।
৯। সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
উত্তরঃ সেভিংস এ থাকা TSEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পরে ট্রান্সফারেবল ব্যালেন্স যোগ হয়।
১০। মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তরঃ কোন ইউজারকে STEEM বা SBD পাঠানোর সময় তার সাথে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে। আমরা যখন কোনো স্টিম এক ইউজারের অ্যাকাউন্ট থেকে অন্য ইউজারের অ্যাকাউন্টে পাঠাতে চাই,তখন সেই অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করার জন্য একটি কোড নাম্বার আসে। সেই কোডটির সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ট্রান্সফারের কার্য সম্পন্ন করতে পারি।
১১। ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পরে উক্ত STEEM POWER নিজের একাউন্টে ফিরে আসে।
১২। ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উত্তরঃ আমি প্রজেক্ট @Heroism কে 200 Steem Power ডেলিগেশন করেছিলাম। এখন আরো 100 Steem Power ডেলিগেশন বৃদ্ধি করতে চাই। তাহলে আমার ডেলিগেশনের পরিমাণ লিখতে হবে 300 Steem Power
সকলকে অসংখ্য ধন্যবাদ
@sumon09🇧🇩🇧🇩
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Infinix hot 11s-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
আমার বাংলা ব্লগের লেভেল ২ পরীক্ষায় আপনাকে স্বাগতম। আপনি লেভেল টু পরীক্ষায় স্টিমিট এর সিকিউরিটি এবং প্রত্যেকটি কি এর ব্যবহার সম্পর্কে অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া । অনেক সুন্দর ভাবে আপনি আমার এই লেভেল ২ এর পরীক্ষার মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেবেল-২ এর পরীক্ষা মনে হচ্ছে খুব ভালোভাবেই দিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি উত্তীর্ণ হবেন। প্রত্যেকটা ক্লাস করে তাড়াতাড়ি এবিবি স্কুল কমপ্লিট করেন এটাই প্রত্যাশা। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। সবকিছু আপনাদের দোয়া ।আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ খুব দ্রুত প্রতি লেভেল উত্তীর্ণ হতে পারব। আপনার জন্য এবং আপনার পরিবার পরিজনের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন। লেভেল ২ পোস্টটি আপনি খুব সুন্দর ভাবে বিবরণ দিয়েছেন।সমস্ত কিওয়ার্ড,পাওয়ার আপ ডাউন, ডেলিগেশন বিভিন্ন তথ্যের বর্ননা সুন্দর করে দিয়েছেন।আপনার জন্য শুভকামনা রইল 🌹👈👈👈
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit