আজ - সোমবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৬০ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন, এই পর্বটা সম্পর্কে ধারণা অর্জন করি।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৬০ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৬ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
মিলন মিথ্যা ম্যাজিস্ট্রেট সেজে ফরহাদের দোকান থেকে ১০০০ টাকা জরিমানা করে এনেছিল। ফরহাদ যখন জানতে পেরেছে মিলন একটা চিটার, শিবানির খালাতো ভাই। তখন থেকে সে লাঠি হাতে করে খুঁজে বেড়াচ্ছে তাকে মারার জন্য। পথের মধ্যে বহরের সাথে দেখা হল। বহর মিলনকে দেখেছিল সে সমস্ত বিষয়গুলো তার কাছে তুলে ধরল। বহর অনুমান করেছে হয়তো এর মধ্যে গুল্লার ষড়যন্ত্র রয়েছে। যদি গুল্লার ষড়যন্ত্র না থাকে তাহলে এত সাহস মিলনের হয় কি করে। এদিকে বহরের বড় ভাই চুমকিকে ভালোবেসেছে বিয়ে করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছে। এখন এমন একটা পর্যায়ে এসে গেছে খুব শীঘ্রই তাদের বিয়ে হতে যাচ্ছে ৫ বিঘা জমির বিনিময়ে। এই বিষয়টা কিভাবে ঠেকানো যায় তাই বহর উঠে পড়ে লেগেছে। যখন ফরহাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল তখন হঠাৎ বড় ভাই এবং প্রেমিকা চুমকি তাদের সামনে উপস্থিত। বহর এমন অবস্থা দেখে থমকে গেল। সে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে যেন চুমকিকে তাদের বাড়িতে না নিয়ে যায়। মূলত চুমকিকে সাথে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। এমন অবস্থায় বহর কি করবে সেটা বুঝেনা। এদিকে ফরহাদ তার টাকার বিষয়টা কি করবে সেটাও হচ্ছে না। দুই কৃপণ বেশ ঝামেলার মধ্যে রয়ে গেল।
বহরের বড় ভাই যখন চুমকিকে নিয়ে মায়ের কাছে উপস্থিত। তখন বহর তার বাবার কাছে উপস্থিত হয়েছে জমির জন্য। বহর তার বাবার কাছে আজ বলেই ফেলল তার নামে যদি তার কৃপণবাবা এক বিঘা জমি লিখে দেয় তাহলে সে মনে বল পায়। এমন কথা শুনে নজর আলী কৃপণ তো হতাশ হয়ে উঠল। সে তাকে জানালো বেঁচে থাকতে কেন তাকে জমি লিখে দেবে। বহর ইচ্ছা মত বাবাকে বোঝালো কিন্তু তাতে কোন কাজ হলো না। বহরের মনের মধ্যে নানা রকমের চিন্তা চলে এসেছে। তার বাবা মরে গেলে তো অনেক ভাগীদার। তাই আগে থেকে যদি এক বিঘা লিখে দিত তাহলে তার জন্য অনেক ভালো হতো।
এদিকে মিলন ফরহাদের দোকান থেকে এক হাজার টাকা নিয়ে এসেছিল, তাদের যুক্তি পরামর্শ ছিল সেই এক হাজার টাকা দিয়ে একটা পিকনিক করবে। যখন সবাই পিকনিক করতে রাজি নয় তখন মিলন টাকা দিতেও রাজি নয়। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ফর হাজার টাকা ফিরিয়ে দিতে হবে না হয় অনেক বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু মিলন কিছুতেই রাজি নয়। এদিকে ফরহাদ হঠাৎ মিলনকে পথের মধ্যে পেয়ে যায়। সে লাঠি দিয়ে তাকে মারবে এমনটা বারবার চেষ্টা করে কিন্তু গোল্লার জন্য পারল না। গোল্লা তার সু চতুর বুদ্ধি দিয়ে মিলনকে বাঁচিয়ে দিল। তাই ফরহাদ সেই রাগ তার ভাইয়ের উপর তোলার চেষ্টা করলে বাড়িতে এসে। ফরহাদ মনে করে তার ভাইয়ের জন্যই তো এই সমস্ত মানুষগুলো আজ তার পিছনে লেগেছে।
এদিকে হঠাৎ নজর আলী কৃপণের ছোট ছেলে নহর শিবানীদের বাড়িতে এসে উপস্থিত। শিবানী তাকে মনমরা অবস্থায় দেখে খুবই কষ্ট পেল। কে জানতে চাইলো এমন উদাসীন মত দেখাচ্ছে কেন তাকে। সে বারবার তার ভাই ভূপেনের খবর নিতে চাইছিল। শিবানী সন্দেহ করল এর আগে একদিন আসলো তার বাবার খবর নিতে। আজকে কেন তার ভাইয়ের খবর নিতে এসেছে। তখন সে তাকে বুঝিয়ে বলে এর আগের দিন শিবানী তাকে অনেক গালমন্দ করেছিল এমনকি মদ গাজা খেয়েছে এমনটা ধারণা কেউ ছিল। সে এটাই বুঝাতে চাইলো কখনো এমন খারাপ জিনিস সে মুখে তোলে নাই। আর আজকে এসেছে ভূপেন এর কাছে ভূপেন বাড়ি ছেড়ে কোন এক আশ্রয় স্থানে চলে যাবে। সে নিজেও ভূপেনের সাথে যেতে চাই তাই এসেছে শিবানীদের বাড়িতে। শিবানী নহরের মুখে এমন কথা শুনে কষ্ট পেল। অনেক সুন্দর করে বুঝাতে থাকলো তাদের মধ্যে যতই ঝগড়া হোক না কেন দিনশেষে ভাই বোনের দেখাদেখির মধ্যেই জানে একপ্রকার শান্তি মেলে। তারা যদি এভাবে বাড়ি থেকে চলে যায় তাহলে বাড়ি শূন্য হয়ে যাবে। অনেক সুন্দর ভাবে বুঝিয়ে শুনিয়ে নহরকে বাড়ি পাঠালো।
আজকে আমরা হার কিপটে নাটকের ৬০তম পর্বের লক্ষ্য করে দেখেছি নজর আলী কৃপণ বড় ছেলের বিবাহ বাবদ ৫ বিঘা জমি লিখে নেওয়ার আবদার করেছে। এদিকে যদি বড় ছেলের সত্যি বিয়ে হয়ে যায় তাহলে মেজো ছেলে পড়ে যাবে ঝামেলার মধ্যে। কারণ তার শক্তি আর থাকবে না বড়দের জয় হয়ে যাবে। তাই বাবার কাছে এক বিঘা জমি লিখে নেওয়ার আবদার করেছে কিন্তু বাবা রাজি হলো না। আরেকদিকে মিলন ম্যাজিস্ট্রেট সেজে মিথ্যা টাকা এনেছে ফরহাদের দোকান থেকে ফরহাদ বিষয়টা জানার পর থেকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল তাকে। তবে মিলন বেঁচে গেল গুল্লার সহযোগিতায়। আমরা এ পর্বে নিখুঁত অভিনয় লক্ষ্য করেছি ফরহাদের মধ্যে এবং গুল্লার মধ্যে। ফরহাদ শুরু থেকে শেষ পর্যন্ত মিলনকে নিজের ভাইকে মারার জন্য রাগ দেখিয়ে চলেছে তার মধ্যে বহরের সাথে কথোপকথন হয়েছে অনেক বিষয় নিয়ে। এদিকে গোল্লা তার সু কৌশল দ্বারা বন্ধুদের মাঝে অনেক কথা এরপর মিলনকে রক্ষা করা এমনই সুন্দর অভিনয় দেখিয়েছেন। এছাড়াও আজকে বহরের মুখ খুলেছে বাবার সম্পত্তির প্রতি। যেখানে তার কথা শুনে বাবা নজর আলী কৃপণ তো অবাক। তবে লাস্টের দিকে শিবানির এমন দয়ার মনোভাব দেখে অনেকটা দর্শকের মন সান্ত্বনা পেয়েছে। কারণ ইতিমধ্যে যতগুলো পর্ব আমরা দেখেছি প্রত্যেকটাতে সেবানির এক বিরূপ প্রতিক্রিয়া খেয়াল করেছি। কিন্তু আজকে তার কোমল অনুভূতিটা যেন মায়ার বন্ধন আর মায়ের স্নেহের আঁচলের কথা মনে করে দেয়। সব মিলে বলতে পারি প্রত্যেকজন নিজ নিজ অবস্থান থেকে খুব সুন্দর অভিনয় করেছে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
02-12-24
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটা যে আমি কতবার দেখেছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় বাংলাদেশের জনপ্রিয় একটা নাটকের নাম হচ্ছে হাড় কিপটে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড় কিপটে আমার খুবই পছন্দের একটি নাটক। মাঝে মাঝেই এ নাটকটি দেখি। তবে আপনার রিভিউ করা আজকের পর্ব দেখে ভীষণ ভালো লাগলো। আজকের পড়বে শিবানীর ভাই বাড়ি ছেড়ে চলে যায়। আরো অনেক কিছু ঘটে তবে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া নিয়ে শিবানীর কথাগুলো আমার খুবই ভালো লাগে। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো পর্ব দেখার জন্য চেষ্টা করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড় কিপটে নাটক পুরোই বিনোদন। এত দারুন দারুন দৃশ্য সত্যিই অনেক ভালোলাগার একটা নাটক। আপনি দেখছি ধারাবাহিকভাবে নাটকটি দেখছেন আর আমাদের সাথে পর্ব আকারে শেয়ার করছেন। অনেকদিন হলো নাটক দেখা হয় না ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বিনোদনের অন্যতম নাম হারকিপটে নাটক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আপনি হাড়কিপটে নাটকের ৬০ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন ভাই।হাড় কিপটে নাটক দেখতে আমি নিজেও অনেক পছন্দ করি। এই নাটকের বেশ কিছু পর্ব আমি দেখেছি। এত সুন্দর নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো রিভিউ করব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit