মাছ বিক্রয়ের জন্য চুয়াডাঙ্গা আড়তের উদ্দেশ্যে যাত্রা || ষষ্ঠ পর্ব

in hive-129948 •  20 days ago 


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গায় মাছ বিক্রয় করতে যাওয়ার মুহূর্তের ষষ্ঠ পর্ব নিয়ে। আশা করব এই পর্ব করলে আপনারা আরো অনেক কিছু জানার সুযোগ পাবেন। তাহলে চলুন শুরু করি।

IMG_20240823_140552_8.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


মাছ বিক্রয়ের উদ্দেশ্যে যাত্রা:


আমাদের গাড়ির সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। হাট বোয়ালিয়া রাস্তা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে কাঙ্খিত ভালাইপুর মোড়। ভালাইপুরে পৌঁছে গেলে মাত্র ১০ মিনিটের মধ্যে চুয়াডাঙ্গায় পৌঁছে যেতে পারবো। সাট সোজা রাস্তা। তবে ভালাপুর মোড়ের দিকে যাওয়ার মুহূর্তে ড্রাইভার ভাই খুব সাবধানে চালাতে থাকলেন। এখানে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাই বিভিন্ন গাড়ি এসে থেমে থাকে। ছোট একটা বাজার সেখানে মানুষের উপস্থিতি আবার তিন রাস্তার মোড় বলে কথা। তিনি সেখানেও বললেন ভালাইপুর মরে তারা এসে হালকা নাস্তা করেন যাওয়ার সময়। আবার বিভিন্ন গাড়ির যন্ত্রপাতি এখানে পাওয়া যায় আবার গাড়ি মেরামত করা যায়। তাই উনারা যখনই এই এলাকার মধ্যে মাছ বিক্রয়ের জন্য আসেন, বিক্রয় শেষে ভালাইপুর এসে তাদের গাড়িগুলো ঠিক করে নিয়ে যান। আর এভাবেই কথায় কথায় কখন যেন আমাদের গাড়ি ভালাপুর বাজার অতিক্রম করে হাইরোডে উঠে পড়ল। আমিও বাজারের ফটো ধারণ করতে পারলাম না যেহেতু ব্যাক রাস্তায় মোবাইলটা একটু সাবধানে রাখলাম, হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আবার নিজের এই মুহূর্তে বসার একটা রিক্স রয়েছে। তাই কোন রকম বাজার অতিক্রম করে চুয়াডাঙ্গা মেহেরপুরের হাই রোডে উঠলাম।

IMG_20230712_073442_1.jpg

IMG_20230712_074116_6.jpg

IMG_20230712_074220_2.jpg

IMG_20230712_074201_5.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


এরপর আমাদের গাড়ির সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। হাইরোডে ওঠে বেশ ভালো লাগছিল একটা কারণে তা হচ্ছে রাস্তার কোন স্থানে ভাঙ্গা নেই। তাই আমাদের গাড়ি ঠিক ভালোভাবে এগিয়ে যেতে পারলো সামনের দিকে। আমিও এ মুহূর্তে আবারও মোবাইলটা পকেট থেকে বের করে একটু সাবধান হয়ে বসে ফটো ধারণ করা শুরু করলাম। তবে একটা বিষয় বেশি ভালো লাগছিল ডাইভার ভাই আমার প্রতি খেয়াল রাখছিল। এর আগে কোন একদিন কোন এক স্থানে মাছ বিক্রয় করতে যাওয়ার মুহূর্তের ফটো ধারণ করার সময় তাকে বলা হয়েছিল এই ফটো আমি কাজে লাগাই। আর তখন থেকে উনিও এই বিষয়ে যথেষ্ট অবগত ছিলেন। মাছ বিক্রয়ের শেষে বাড়ি ফেরার মুহূর্তে ভালোলাগার স্থান যদি চোখের সামনে বাদে তখন উনি নিজেই বলেন এখান থেকে ফটো ধারণ করেন। হয়তো পরবর্তীতে সে সমস্ত বিষয়গুলো দেখতে পারবে। তবে যাই হোক এভাবেই আমরা এগিয়ে যেতে থাকলাম।

IMG_20230712_074238_7.jpg

IMG_20230712_074253_2.jpg

IMG_20230712_074232_5.jpg

IMG_20230712_074415_7.jpg

IMG_20230712_074417_3.jpg

IMG_20230712_074615_1.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


এভাবে কিছুটা পথ এগিয়ে যেতে হঠাৎ গাড়ি একটু স্লো করে ডাইভার বললেন সামনে বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। এ জায়গাটায় এত সুন্দর বিস্কুটের বাস না হয় মাঝেমধ্যে কিছুটা সময়ের জন্য আমি গাড়ি স্লো করে বিস্কুটের বাসনা গ্রহণ করি। তার এমন কথা শুনে আমার খুব হাসি লেগেছিল। বিস্কুটের বাসনা গ্রহণ করার জন্য রাস্তায় কেউ গাড়ি থামায়। তখন উনি হেসে বললেন এখন তো মাছ বিক্রয় করতে যাচ্ছি এখন থামবো না কিন্তু ঘুরতে পথে এখানে কিছুটা থামবো বুঝতে পারবা। তবে আমি খেয়াল করে দেখলাম চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর রোডের বেশ কিছু জায়গায় জায়গায় অনেক সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিভিন্ন কোম্পানির। কিন্তু সে সমস্ত ফটোগুলো আপনাদের দেখাতে পারলাম না কারণ ঝাপসা হয়েছে। রানিং গাড়ি থেকে ফটো ধারণ করতে গেলে সামনের ফটোগুলো ফ্রেশ থাকে সাইটের ছবিগুলো চলন্ত হয়ে যায় তাই ঝাপসা হয়ে যায়। যাইহোক আমাদের গাড়ি যখন সামনের দিকে এগিয়ে চুয়াডাঙ্গার অতি নিকটে আসলো, তখন সত্যি আমি লক্ষ্য করলাম উনার কথা ঠিক। মাঝেমধ্যে যেন বেশ সুন্দর ঘ্রাণ নাকে লাগতে থাকলো। আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিস্কুট খেয়ে থাকি কিন্তু একবারে এভাবে যে রাস্তার উপর সুন্দর ঘ্রান নাকে লাগতে থাকবে এটা কখনো খেয়াল করেনি। মিষ্টি খাওয়া হয় মিষ্টির দোকানে যাওয়া হয় কিন্তু এভাবে সুন্দর ঘ্রাণ নাকে লাগে না কোনদিন। কিন্তু এখানে কিছুটা রাস্তা জুড়ে এত সুন্দর বিস্কুটের বাসনা তা আপনাদের বলে বোঝাতে পারবো না।

IMG_20230712_074458_6.jpg

IMG_20230712_074700_1.jpg

IMG_20230712_074543_3.jpg

IMG_20230712_074708_7.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


তখন ডাইভার ভাই বললেন দেখছো বিশ্বাস হচ্ছিল না এই জায়গাটা এমন সুন্দর বাসনা। তখন আমি বললাম আমি তো এর আগে অনেকবার এসেছি কিন্তু এত তো খেয়াল করি নাই কোনদিন। তখন উনি বললেন বেশ অনেক বছর থেকেই এমনটা হয়তো আপনি খেয়াল করেন না তবে এখন আরো অনেক ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে এখানে বিভিন্ন রকমের বিস্কুট তৈরি হয় এরিয়ার মধ্যে তাই এমন বাসনা। যাইহোক এভাবেই আমরা চুয়াডাঙ্গার বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। আর এই মুহূর্তে ড্রাইভারদের সাবধানতার সাথে গাড়ি এগিয়ে নিয়ে গেলেন কারণ বিভিন্ন কোম্পানির বাস রাস্তার এপাশে ওপাশে নিজেদের অবস্থান ঠিক করে রাখছেন।

IMG_20230712_074846_9.jpg

IMG_20230712_075025_8.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif



পোস্ট বিবরণ


বিষয়মাছ বিক্রয়
ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s-50mp
লোকেশনWhat3words
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। তবে আপনার গাড়িওলা যে আপনার ব্যপারে খুব সতর্ক সেটা বুঝতে পারলাম। সুন্দর কোন জায়গা দেখলেই আপনাকে ক্যামেরা বন্দী করতে বলে এটা তারই প্রমাণ। তবে তার গাড়ি থামিয়ে বাসনা নেওয়ার বিষয়টি বেশ উপভোগ করলাম। ধন্যবাদ ভাই।

হ্যাঁ ভাই অভ্যাস হয়ে গেছে