আসসালামু আলাইকুম / নমস্কার
হ্যালো বন্ধুরা,
আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো রয়েছি। স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ'কমিউনিটির সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার তাতাল বা সোল্ডারিং আয়রন মেরামত।
বর্তমান সময়ে তাতাল একটি অতি প্রয়োজনীয় বস্তু। তাতাল দিয়ে অনেক কিছু মেরামত করা সম্ভব। যেমন: রাইস-কুকার,টিভি,লাইট,বাল্ব সহ অন্যান্য ইলেকট্রনিক্সের জিনিস মেরামত করা সম্ভব তাতাল দিয়ে। তাই আমি মনে করি,আমাদের এর ব্যবহার জানা একান্ত জরুরী। আর তাতাল ব্যবহার করলে এরই পাশাপাশি তাতাল মেরামত করা জানাটাও একান্ত প্রয়োজন। কারণ লোডশেডিং বা বৈদ্যুতিক লাইনের কোন সমস্যা জনিত কারণে তাতাল এর কয়েল যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। তাই তাতাল মেরামত জানা থাকলে অতি সহজেই আপনি আপনার নষ্ট তালটি ঠিক করে ফেলতে পারবেন। কোনো মেকানিক্সের আশ্রয় গ্রহণ করতে হবে না, বাড়তি খরচ থেকে মুক্ত হবেন। তাই চলুন,একটি নষ্ট তাতাল কেমন ভাবে মেরামত করতে হয় তা অতি সহজেই শিখে ফেলি। চলুন শুরু করা যাক।
ধাপ :-১
• প্রথমেই নষ্ট তাতালটির,সাথে তাতাল এর নতুন কয়েল ও একটি টেস্টার নিয়ে আসি।
ধাপ :-২
• টেস্টারটি দিয়ে তাতাল এর প্রথম অংশ অর্থাৎ প্লাস্টিক বডিটা খুলে ফেলি এবং এর সাথে এসি লাইন সংযুক্ত তারটি খুলে ফেললাম। এসি-তার বলতে বোঝায় কারেন্ট সংযুক্ত তার। যেটা তাতাল থেকে কারেন্ট লাইনে দেওয়া হয়। আশা করি,বুঝতে পেরেছেন।
ধাপ :-৩
• এবার তাতাল এর উপরের অংশের নাট খুলতে হবে। যেটা দিয়ে রাং এর মাধ্যমে তার জোড়া লাগানো হয়। এটাকে বলা হয় তাতাল বিট অথবা তাতাল এর দাত। তাতাল এর দাঁত খোলার জন্য টেস্টার দিয়ে নাট দুটো খুলে ফেলি। এরই সাথে তাতালের দাঁতসহ পুরাতন নষ্ট কয়েলটি খুলে আসবে।
ধাপ :-৪
• তাতাল এর মেন-বডি গোল পাতের পাইপ। এই পাইপ দণ্ডের যে স্থানে কয়েল ছিল। ঠিক সেই স্থান বরাবর নতুন কয়েলটি ভেতরে প্রবেশ করিয়ে দেয়
ধাপ :-৫
• পাইপটির মধ্যে তাতাল এর কয়েলটির প্রবেশ করানোর পর এবার কয়েল এর মধ্য দিয়ে তাতালের দাত অর্থাৎ ছোট্ট লোহার দন্ড প্রবেশ করিয়ে দেই
ধাপ :-৬
• লোহার দন্ডটি নির্দিষ্ট পরিমাণে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়ার পরে নাট দুইটা ভালোভাবে টাইট করে দেই। যেন ঢিলেঢালা না থাকে।
ধাপ :-৭
• তাতাল এর বডি অংশটা সম্পূর্ণ হয়ে গেলে নিচের অংশে তার জোড়া লাগাতে হবে। তাতালের কয়েলের সাথে যেই চিকুন দুইটা তার ছিল সেই তারের সাথে এসি লাইনের তার দুটি ভালোভাবে সংযুক্ত করতে হবে।
ধাপ :-৮
• এসি লাইনের তার ও কয়েলের তার দুটি একসাথে আলাদা আলাদাভাবে সংযুক্ত করা হয়ে গেলে বাড়তি অংশ দুইটার কেটে দেই। এরপর দুই স্থান টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে দেয়,যেন কারেন্টের দুই লাইন একসাথে সংযুক্ত না হয়ে যায়। এতে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে,তাই খুব ভালোভাবে টেপ আটকে দিতে হবে। এতে দুইটা তার দুই দিকে থাকে। কোন প্রকার সংযুক্ত হতে পারে না।
ধাপ :-৯
• তাতাল এর বডি কয়েল ও তার দ্বারা সংযুক্ত করা হয়ে গেলে প্লাস্টিক খাপের উপরে সঠিকভাবে স্থাপন করতে হবে লাইন বরাবর।
ধাপ :-১০
• এবার উপরের অংশটা দিয়ে দুইখাপ একসাথে আটকে দিতে হবে। খাপ দুইটাকে সঠিক তিনটি লাইনে নাট ও বোল্ট প্রবেশ করিয়ে টেস্টার দিয়ে এটে দিতে হবে।
ধাপ :-১১
• এবার তাতালটি সঠিকভাবে মেরামত হলো কিনা,লাইনে কোন ডিসকানেক্ট আছে কিনা,ব্যবহার উপযোগী হয়েছে কিনা তা যাচাই বাছাই করার জন্য কারেন্টের সিরিজ-বোর্ড লাইনে চেক করতে হবে।
ধাপ :-১২
• আপনারা লক্ষ্য করুন তাতালটি সিরিজ-বোর্ড লাইনে দেওয়ার সাথে সাথে সিরিজ বোর্ড এর একশ ওয়াটের বাল্ব হালকাভাবে জ্বলে উঠেছে এর অর্থ তাতালটিতে কোন প্রবলেম নেই। সঠিকভাবে মেরামত সম্পন্ন হয়েছে। এই বাল্বটী যদি পুরোপুরি জ্বলে উঠত তাহলে বুঝতে পারতেন তাতালটি মেরামত করা ঠিক হয়নি। যেহেতু পুরোপুরি জ্বলে ওঠেনি সেহেতু তাতাল এ কোন প্রবলেম নাই। শর্ট করার কোনো ভয় নেই,নির্দ্বিধায় কাজ করা যাবে এখন।
ধাপ :-১৩
• এবার তাতালটি রজনে দিয়ে পরিক্ষা করে দেখি। হিট হোতে কত সময় লাগে এবং দ্রুত কাজ করে কিনা। আপনারা লক্ষ্য করুন তাতালটিতে সাদা ধোঁয়া বের হচ্ছে,রজনের খন্ডে লাগানোর সাথে সাথে। কারেন্ট লাইনে তাতাল সংযুক্ত করার দুই মিনিটের মধ্যেই হিট হয়ে গেছে। অর্থাৎ ষাট-ওয়াটের তাতালটি সম্পূর্ণরূপে মেরামত সম্পন্ন হয়েছে। এখন রাং দিয়ে যেকোনো সার্কিট স্থানে তার লাগানো সম্ভব।
• তাতালটি পরীক্ষা করার মধ্য দিয়ে সম্পন্ন হল আমার তাতাল মেরামত। আশা করি প্রতিটি ধাপে ধাপে আপনারা সুন্দর ভাবে বুঝে উঠতে পেরেছেন। প্রতিটি ধাপ পড়েছেন এবং ছবির মাধ্যমে ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কেমন ভাবে একটি তাতাল অতি সহজে মেরামত করা সম্ভব।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন।তাতাল মেরামত করা কত সহজ তা বুঝতে পেরেছেন।পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
🌺💞💞🌺
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Al dual camera |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
আপনি তাতাল মেরামত পোস্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার এই পোস্টটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ইউনিক লেগেছে এমন টেকনিকাল রিলেটেড পোস্ট তেমন একটা দেখা যায়না। ধন্যবাদ আপনাকে একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি, আমাদের সকলেরই এই সমস্ত বিষয়ে কম বেশী জ্ঞান থাকা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের দৈনন্দিন কাজে তাতাল এর ব্যবহার সত্যি অপরিহার্য। আপনি অতি চমৎকার ভাবে তাতাল মেরামত করে আমাদের দেখিয়েছেন। অনেক ভালো লেগেছে আপনার পোষ্টটি পড়ে। আপনার মধ্যে দেখছি ইলেকট্রনিক্সের অনেক জ্ঞান বুদ্ধি রয়েছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit