আসসালামু আলাইকুম
হাই! বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম সৌর প্যানেল দিয়ে সরাসরি কিভাবে কারেন্টের বাল্ব চালানো যায় সেই বিষয়ে সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে।
প্রথমে একটি শো সৌর প্যানেল নিয়ে আসলাম। যেখানে সংযুক্ত করা ছিল তিনটা প্যানেল কুড়ি ওয়াট করে ৬০ ওয়াট। অবশ্য ৬০ ওয়াটের প্রয়োজন নেই মাত্র একটাই যথেষ্ট অর্থাৎ 20 ওয়াটের একটা প্যানেল দিয়েই এই কাজ হবে। এরপর একটা সোলার চাইনা কন্ট্রোলার। একটা সোলার চাইনা ইনভার্টার ১৮০ ওয়াটের। এবার সোলার কন্ট্রোলারের সাথে সোলার লাইনের সংযুক্ত করলাম। এরপর সোলার কন্ট্রোলার যেখানে ব্যাটারি আউটপুট দিয়ে থাকে সে জায়গায় ইনভাটার নেগেটিভ পজিটিভ এর সঠিকভাবে সংযুক্ত করলাম। ব্যাটারির জায়গায় ব্যাটারি না লাগিয়ে inverter সংযুক্ত করলাম সরাসরি যেন সোলার থেকে আসা বিদ্যুৎ কন্ট্রোলারের মাধ্যমে কনভার্ট হয়ে ১২ ভোল্টে ডিসি তে রূপান্তরিত হয় এবং সে ১২ ভোল্ট জেনো ইনভার্টার এর মাধ্যমে এসি বিদ্যুতের রূপান্তরিত হয়। অর্থাৎ সহজ কথা বলতে গেলে সোলার এর মাধ্যমে ডিসি ভোল্ট এসি তে রূপান্তর করে কারেন্টের বাল্ব জ্বালানো ভিডিও এটা। আমরা অনেকে মনে করি গরমের সময় সৌর প্যানেল প্রয়োজন কিন্তু শীতের সময় প্রয়োজন আসে না। এটা আমাদের ভুল ধারণা, আমরা যারা রুমের মধ্যে বিভিন্ন কাজ করে থাকি কারেন্টের বাল্ব জ্বালিয়ে তাদের জন্য এটা একান্ত প্রয়োজন। তবে অনেকে বলতে পারেন সোলারের বাল্ব জ্বালারে সমস্যা কোথায়। এ বিষয়ে আমি একটা কথা বলব সব সময় তো আমাদের কাছে সোলারের বাল্ব থাকে না আর সোলারের বাল্ব মাত্র ১২ ভোল্ট দিয়ে থাকে যেগুলো একটা রুমের জন্য পর্যাপ্ত পরিমাণের আলো হয়ে ওঠে না। সে ক্ষেত্রে ইনভাটারের মাধ্যমে ১২ ভোল্টকে ২২০ ভোল্টের রূপান্তর করা সম্ভব হচ্ছে। এইজন্য কারেন্টের বাল্ব আপনার রুমের মধ্যে সম্পূর্ণ আলো দিতে সক্ষম। পাশাপাশি এই ইনভার্টারের মাধ্যমে এভাবে দুই থেকে তিনটা বাল্ব জ্বালানো যাবে। এমন সুবিধা যারা প্রত্যাশী তাদের জন্যই এই সিস্টেমটা। আশা করি ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন।
Video device: Infinix hot 11s
এখানে ফটোতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি সোলার কন্ট্রোলার সোলার কন্ট্রোলারের সাথে সংযুক্ত করেছে ইনভার্টারটা। আর আমরা জানি কালো তার সব সময় মাইনাস বা নেগেটিভ এবং লাল তার সব সময় প্লাস বা পজেটিভ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যে লাইনে কারেন্ট সাপ্লাই হয়ে থাকে সেটাকে আমরা লাল তারে চিহ্নিত করে থাকি। তাই আমাদের প্লাস মাইনাস সংযোগ দিতে সমস্যা হয়ে ওঠেনা যাদের একটু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা আছে খুব সহজেই বুঝে নিতে পারবেন। আর মূলত একটি সৌর প্যানেল একটি সোলার কন্ট্রোলার একটি অল্প ওয়াটের ইনভার্টার এর মাধ্যমে এভাবে ডি সি টু এসি বাল্ব জ্বালানো সম্ভব। আর এরই মধ্য দিয়ে কারেন্ট বিল সাশ্রয় করা আমাদের পক্ষে খুবই সহজ। অবশ্য এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা কারেন্টের গ্যারান্টি যুক্ত বাল্ব গুলো ব্যবহার করবেন। এতে হয়তো আরও বেশি উপকার আসবে আপনাদের। কারণ অনেক সময় সূর্যের আলো না থাকায় দেখা যাচ্ছে ভোল্টের তারতমের কারণে আপনার কারেন্টের বাল্ব কেটে যেতে পারে কিন্তু গ্যারান্টি যুক্ত বালগুলো কাটবে না। কারণ এই বাল্ব গুলোর মধ্যে স্পেশাল সার্কিট ব্যবহার করা হয় গ্যারান্টি দেওয়ার জন্য। আর ভুল করে যদি কেটেও যায় আপনি আবার চেঞ্জ করে আনতে পারবেন। আশা করি সুন্দর একটি ভিডিও উপহার পেয়েছেন।
Photography device: Infinix hot 11s
ভিডিও বিষয়ক | তথ্য |
ভিডিও ডিভাইস | মোবাইল ফোন |
ভিডিও ম্যান | @sumon09 |
Editing app | inshot |
স্থান | সোর্স |
বিষয় | ফ্রি বিদ্যুৎ উৎপাদন |
আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।
ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
খুবই সুন্দর এবং শিক্ষামূলক একটি ভিডিও আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। আপনি যে বিষয়ে এত কিছু জানো আমি তো আগে জানতাম না ভাই। আপনি সোলার থেকে ডিসি থেকে এসি কারেন্ট তৈরি করেছেন। আপনি সোলার প্যানেল দিয়ে কি কি চালাচ্ছেন এবং কত টাকা খরচ হয়েছে জানার খুব ইচ্ছা ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার অবশ্য অনেক কিছুই রয়েছে তার নির্দিষ্ট খরচ বলা সম্ভব নয় তবে অল্প খরচের মধ্যে অনেক কিছু বানানো সম্ভব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওহ আচ্ছা। খুব সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন। আমার বেশ ভালো লাগেছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit